আজ
থেকে সপ্তাহের প্রতি সোমবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে জিটিভিতে প্রচারিত হবে
ফ্যাশন, লাইফস্টাইল অ্যান্ড এন্টারটেইনমেন্ট শো 'ওয়ার্ল্ড অব গ্ল্যামার'।
মোট ১০টি বিষয় নিয়ে অনুষ্ঠান সাজানো হলেও প্রতিটি পর্ব সাজানো হবে পাঁচটি
বিষয় নিয়ে। বিষয়গুলো হচ্ছে দেশি বিনোদন, বিদেশি বিনোদন, দেশীয় ফ্যাশন,
ইন্টেরিয়র, ফুড ফ্যাশন, কার ফ্যাশন, লাইফস্টাইল, আর্কিটেকচার, বেড়ানো এবং
দেশীয় আবিষ্কার। প্রতিটি বিষয়েই উঠে আসবে আমাদের জীবনযাত্রার বিভিন্ন দিক।
থাকছে দেশীয় এবং উপজাতীয়দের বিভিন্ন ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের খবর। এইচ এ
এম রাজনের প্রযোজনায় অনুষ্ঠানটির উপস্থাপনা করেছেন নুসরাত ফারিয়া।
No comments:
Post a Comment