Wednesday, February 27, 2013

'বাংলাদেশি আইডল'-এর উপস্থাপনায় হিল্লোল-সামিয়া

'বাংলাদেশি আইডল'-এর উপস্থাপনা করবেন অভিনেতা আদনান ফারুক হিল্লোল ও সামিয়া আফরীন। হিল্লোল মূলত অভিনেতা হলেও মাঝেমধ্যে উপস্থাপনাও করেন। তবে রিয়ালিটি শোতে এটাই তাঁর প্রথম উপস্থাপনা। অন্যদিকে সামিয়া মূলত উপস্থাপক হলেও শখের বশে অভিনয় করেন। দুটি নাটকে হিল্লোলের সহ-অভিনেত্রী হিসেবেও দেখা গেছে তাঁকে। তবে দুজনের জুটি হয়ে এটাই প্রথম উপস্থাপনা। বাংলাদেশি আইডলের অডিশন রাউন্ড থেকে গালা রাউন্ড পর্যন্ত দেখা যাবে তাঁদের। গতকাল মঙ্গলবার চট্টগ্রামে শুরু হওয়া অডিশন রাউন্ড থেকেই তাঁদের এই যাত্রা শুরু হলো। হিল্লোল বলেন, 'আমি উপস্থাপক নই, ফুল টাইম অভিনেতা। তবে শখের বশে টুকটাক উপস্থাপনা করেছি। এটা হচ্ছে আন্তর্জাতিকভাবে জনপ্রিয় এবং স্বীকৃত একটি ব্র্যান্ড রিয়ালিটি শো। সব মিলিয়ে কাজটি ভালো হবে বলেই আমার বিশ্বাস।' সামিয়া বলেন, 'এর আগেও কয়েকটি রিয়ালিটি শোর উপস্থাপনায় ছিলাম। তবে এই আয়োজনটি আমার কাছে একেবারেই আলাদা। কারণ এটা আন্তর্জাতিক রিয়ালিটি শো। এখানে পাশে পাচ্ছি হিল্লোল ভাইকে। আশা করছি, দুজনে ভালোভাবেই টেনে যাব এই আয়োজনকে।'

No comments:

Post a Comment