Monday, February 25, 2013

২৮ ফেব্রুয়ারি 'বিশ্ব গুরু দিবস' পালন করতে চায় প্রমিথিউস

বাংলা পপ ও ব্যান্ডসংগীতের অন্যতম পথিকৃৎ আজম খান। স্বাধীনতা-উত্তর বাংলাদেশে ফকির আলমগীর, ফেরদৌস ওয়াহিদ, ফিরোজ সাঁই ও পিলু মমতাজদের নিয়ে তিনি এই সংগীতকে সামনের দিকে এগিয়ে নেন। আগামী ২৮ ফেব্রুয়ারি প্রয়াত এই পপসম্রাটের জন্মদিন।
দিনটি উদ্যাপনের লক্ষ্যে প্রমিথিউস, আজম খানের সহোদর, মেয়েসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে 'গুরু দিবসের গান' শিরোনামে একটি গানের ভিডিও নির্মাণ করা হয়েছে। প্রমিথিউসের গাওয়া এই গানের কথা লিখেছেন কবি কাজী রোজী। এই ভিডিও Prometheustube.com ও Prometheusbd.com থেকে ফ্রিতে ডাউনলোড করা যাবে। সেই সঙ্গে আজম খানের প্রতি শ্রদ্ধা জানিয়ে ২৮ ফেব্রুয়ারিকে 'বিশ্ব গুরু দিবস' হিসেবে পালন করবে প্রমিথিউস বিডি.কম। এ প্রসঙ্গে প্রমিথিউস বিডি.কমের ব্যবস্থাপনা পরিচালক খালিদ আতাউল করিম বিপ্লব বলেন, 'পপগুরু আজম খান কখনো নিজের কথা ভাবেননি, বরং সবাইকে ভালোবাসতেন, সম্মান করতেন। সবাই তাঁকে গুরু হিসেবেই দেখেন। তাঁর প্রতি সেই শ্রদ্ধাবোধ ও ভালোবাসা থেকেই তাঁর জন্মদিনটিকে আমরা বিশ্ব গুরু দিবস হিসেবে পালন করব। এদিনে শুধু গুরু আজম খানই নন, প্রত্যেকে নিজ নিজ গুরুকে সম্মান প্রদর্শন করবেন।'

No comments:

Post a Comment