গান,
পড়ালেখা, খেলাধুলা- এই তিন মাধ্যমে এরই মধ্যে নিজের প্রতিভার আলো
জ্বেলেছেন ময়মনসিংহের মেয়ে সানিয়া সুলতানা লিজা। কিছুদিন আগে উপস্থাপনার
খাতায়ও নাম লেখান তিনি। এসএ টিভির সংগীতবিষয়ক অনুষ্ঠান 'ইনসাইড টিউন'
উপস্থাপনা করে সবার নজরও কেড়েছেন। এরই ধারাবাহিকতায় এবার লাইভ অনুষ্ঠান
উপস্থাপনা শুরু করেছেন লিজা। ২১ ফেব্রুয়ারি থেকে এশিয়ান টিভিতে শুরু হওয়া
লাইভ সংগীতানুষ্ঠান 'চেতনার গান'-এর উপস্থাপনা করছেন তিনি। লাইভ অনুষ্ঠান
উপস্থাপনার অভিজ্ঞতা প্রকাশ করতে গিয়ে লিজা বলেন, 'রেকর্র্ডেড অনুষ্ঠানে
বারবার টেক নেওয়ার সুযোগ থাকে। তাই মাঝেমধ্যে এদিক-সেদিক হয়ে গেলেও ম্যানেজ
করা যায়। আর লাইভে ম্যানেজ করার কোনো সুযোগ নেই। তাই এখানে অনেক সাবধান
হয়ে কাজটা করতে হয়।' উপস্থাপনার পাশাপাশি বর্তমানে স্টেজ শো, প্লেব্যাক এবং
পড়াশোনা নিয়ে ব্যস্ত আছেন লিজা।
No comments:
Post a Comment