গত কয়েক বছর যে ছবিই করেছেন তাই সুপারহিট। দু'এক সপ্তাহের মধ্যেই উঠে
এসেছে প্রযোজকের পয়সা। হয়তো এ কারণেই হুট করে বেড়ে গেল অক্ষয় কুমারের
পারিশ্রমিক। এবার একটি ছবিতে অভিনয়ের জন্য গুণে নেবেন বাংলাদেশি মুদ্রায়
প্রায় ৭০ কোটি টাকা। অ্যাকশন ঘরনার তামিল ছবি 'ঠুপাক্কির'র হিন্দি রিমেকে
অভিনয়ের জন্য এই বিশাল অঙ্কের পারিশ্রমিক পাচ্ছেন অক্ষয়। এর মাধ্যমে
বলিউডের সর্বাধিক পারিশ্রমিক পাওয়া তারকাদের খাতায় নাম লেখালেন তিনি।
No comments:
Post a Comment