অভিনেতা
ইমন ও ববি গত বছর একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছিলেন। এবার প্রথমবারের মতো
জুটি হয়ে চলচ্চিত্রে অভিনয় করবেন তাঁরা। সেলিম রেজা পরিচালিত 'না বলা
ভালোবাসা' ছবিতে অভিনয় করবেন তাঁরা। পরিচালক জানান, ববিকে আগেই চুক্তিবদ্ধ
করা হয়েছিল। কিছুদিন আগে ইমনকেও চুক্তিবদ্ধ করা হয়। ছবির অন্য একটি
গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন নিরব। খবরের সত্যতা স্বীকার করে ইমন
বলেন, 'আমি চুক্তিবদ্ধ হয়েছি এবং সাইনিং মানিও পেয়েছি। ছবির গল্পটা আমার
খুবই পছন্দ হয়েছে। সঠিকভাবে যদি নির্মাণ করা যায়, ভালো একটা চলচ্চিত্র হবে।
সামনের মাসে ছবিতে অভিনয়ের জন্য শিডিউল দেব।'
ববির সঙ্গে অভিনয় প্রসঙ্গে বলেন, 'বিজ্ঞাপনচিত্রে ববির সঙ্গে কাজ করার
অভিজ্ঞতা আছে। ও চলচ্চিত্রে ভালো করবে বলেই আমার ধারণা। আমি, ববি ও নিরব
মিলে ভালো কিছু উপহার দিতে পারব বলে আশা রাখি।'
ছবির গল্প লিখেছেন আবু সাইয়ীদ খান। পরিচালক জানান, এ সপ্তাহেই ছবির একটি
গানে কণ্ঠ দেবেন পড়শী। এর আগে কণা ও রেশাদ ছবির একটি গানে কণ্ঠ দিয়েছিলেন।
এস আই টুটুল, নির্ঝর, বেলাল খান, ইমরানেরও এ ছবির গানে কণ্ঠ দেওয়ার কথা
রয়েছে।
No comments:
Post a Comment