Tuesday, February 19, 2013
২৪টি নারিকেল পেলেন!
ভক্তরা প্রায়ই তাদের প্রিয় তারকাদের নানা ধরনের উপহার পাঠায়। কিন্তু কেউ
কখনো নারিকেল পাঠিয়েছে বলে আজ পর্যন্ত শোনা যায়নি। মাত্র চলে যাওয়া
ভ্যালেন্টাইন দিবসে দীপিকা পাড়ুকোনকে ২৪টি নারিকেল পাঠিয়ে তাঁর চোখ কপালে
তুলে দিয়েছেন এক ভক্ত। সঙ্গে এসেছে হাতে লেখা ছোট্ট একটি চিরকুট, যাতে লেখা
'এই বিশাল বিশ্বের একমাত্র মেয়ে যাঁর জন্য আমি পাগল হয়ে আছি। সেই মেয়ের
জন্য সামান্য ভালোবাসার উপহার।' ২৪টি নারিকেল কিন্তু সেই ভক্ত একবারে
পাঠাননি। প্রতি ঘণ্টায় একটি করে নারিকেল এসেছে দীপিকার বাসায়। অবশ্য
নারিকেলের ভেতরে হৃদয় আকৃতির ছোট ছোট চকোলেটও ছিল। কিন্তু সেটা বের হয়েছে
নারকেল কাটার পর। ভক্তের এই পাগলামিতে অবশ্য দীপিকা বেশ খুশি। তিনি বলেছেন,
'বিষয়টি আমাকে খুব নাড়া দিয়েছে। তাঁর ভালোবাসা আমি গ্রহণ করেছি। বিশেষ করে
তাঁর এই অভিনব বুদ্ধি খুব পছন্দ হয়েছে।'
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment