মাত্র একটি ছবি 'ওহ মাই গড'-এ আইটেম সং করেছেন সোনাক্ষী সিনহা। 'গো গো গোবিন্দা' টাইটেলের গানটি ছিল সুপার হিট। আর দ্বিতীয় আইটেম সংটি এখনো আলোর মুখ দেখেনি। কিন্তু এর আগেই সোনাক্ষী নিজেকে বলিউডের আইটেম রানি হিসেবে আখ্যায়িত করার চিন্তা করে ফেলেছেন। সাজিদ খান পরিচালিত 'হিম্মতওয়ালা' ছবিতে একটি বিশেষ আইটেম গান করেছেন সোনাক্ষী। আর তাতেই দাবাং গার্লের এই দাবি। 'থ্যাংক গড ইটস ফ্রাইডে' শিরোনামে এই আইটেম গানে সোনাক্ষী নেচেছেন সেই আশির দশকের ডিসকো ভঙ্গিতে। ছবিটির শুটিং শেষ করার পর হঠাৎ করেই এই আইটেম সংকে ছবিতে সংযোজন করেন সাজিদ। এ প্রসঙ্গে সোনাক্ষী সিনহা বলেছেন, 'আমি চড়া সুর এবং সেই সুরে নাচতে ভালোবাসি। আর যদি এমন কোনো আইটেম গানের প্রস্তাব আসে, আমি তা অবশ্যই করব। হয়তো এই সুযোগে বলিউডের আইটেম রানির উপাধিটাও পেয়ে যেতে পারি।' গানটিতে সোনাক্ষীর সাজ-পোশাক 'শান' ছবিতে পারভিন ববির বিখ্যাত গান 'জাওয়ানি জানেমন' এবং 'চালবাজ' ছবির শ্রীদেবীর 'কিস নে মেরা নাম লিয়া' গানটি থেকে অনুপ্রাণিত।
Monday, February 25, 2013
আইটেমের রানি সোনাক্ষী
মাত্র একটি ছবি 'ওহ মাই গড'-এ আইটেম সং করেছেন সোনাক্ষী সিনহা। 'গো গো গোবিন্দা' টাইটেলের গানটি ছিল সুপার হিট। আর দ্বিতীয় আইটেম সংটি এখনো আলোর মুখ দেখেনি। কিন্তু এর আগেই সোনাক্ষী নিজেকে বলিউডের আইটেম রানি হিসেবে আখ্যায়িত করার চিন্তা করে ফেলেছেন। সাজিদ খান পরিচালিত 'হিম্মতওয়ালা' ছবিতে একটি বিশেষ আইটেম গান করেছেন সোনাক্ষী। আর তাতেই দাবাং গার্লের এই দাবি। 'থ্যাংক গড ইটস ফ্রাইডে' শিরোনামে এই আইটেম গানে সোনাক্ষী নেচেছেন সেই আশির দশকের ডিসকো ভঙ্গিতে। ছবিটির শুটিং শেষ করার পর হঠাৎ করেই এই আইটেম সংকে ছবিতে সংযোজন করেন সাজিদ। এ প্রসঙ্গে সোনাক্ষী সিনহা বলেছেন, 'আমি চড়া সুর এবং সেই সুরে নাচতে ভালোবাসি। আর যদি এমন কোনো আইটেম গানের প্রস্তাব আসে, আমি তা অবশ্যই করব। হয়তো এই সুযোগে বলিউডের আইটেম রানির উপাধিটাও পেয়ে যেতে পারি।' গানটিতে সোনাক্ষীর সাজ-পোশাক 'শান' ছবিতে পারভিন ববির বিখ্যাত গান 'জাওয়ানি জানেমন' এবং 'চালবাজ' ছবির শ্রীদেবীর 'কিস নে মেরা নাম লিয়া' গানটি থেকে অনুপ্রাণিত।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment