Wednesday, February 20, 2013

আইটেম গানে নাচতে রাজি

এর আগে অনেকেই অনেক প্রস্তাব দিয়েছেন, কেউ কেউ চেক বই নিয়েও হাজির হয়েছেন সামনে। কিন্তু আইটেম সংয়ের জন্য কেউই রাজি করাতে পারেনি প্রিয়াঙ্কা চোপড়াকে। অবশেষে প্রযোজক-পরিচালক সঞ্জয় গুপ্ত সেই অসাধ্য সাধন করেছেন। তাঁর 'শুটআউট অ্যাট ওয়াডলা'তে আইটেম সংয়ে দেখা যাবে পিসিকে। বেশ কিছু দিন ধরেই শোনা যাচ্ছিল, প্রিয়াঙ্কাকে রাজি করানোর জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন সঞ্জয়। কিন্তু তিনি গোঁ ধরেই বসে ছিলেন, আইটেম সং করবেন না। সেই জোর প্রচেষ্টার সঙ্গে যুক্ত হয় 'আরক নাম' ছবির আরেক প্রযোজক একতা কাপুর। দুজনের সম্মিলিত চেষ্টায় রাজি হন প্রিয়াঙ্কা। তবে তার আগে গানটির প্রতিটি লাইন তিনি পড়েছেন এবং দ্বৈত অর্থ বোঝায় এমন শব্দ পরিবর্তন করতে বলেছেন। গানটিকে শুদ্ধ করা হবে- প্রযোজকদের এমন আশ্বাস পাওয়ার পরই চুক্তি করেন পিসি। গানের টাইটেল- 'বাবলি বদমাশ হ্যায়'। গানটির সুর করেছেন আনু মালিক এবং গেয়েছেন সুনিধি চৌহান।

No comments:

Post a Comment