Friday, February 22, 2013

সোনাক্ষি এবার অজয়ের অতিথি!

বলিউডের এ সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষি সিনহা এবার অজয় দেবগন অভিনীত 'হিম্মতওয়ালা' ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করেছেন। আর এই ছবিতে 'থ্যাংকস গড ইটস ফ্রাইডে' গানে পারফর্ম করেই অতিথি চরিত্রে অংশ নেন সোনাক্ষি। তবে অতিথি চরিত্রে এর আগেও সোনাক্ষি সিনহা কাজ করেছেন। 'ওহ মাই গড' ছবির মধ্য দিয়েই সোনাক্ষি প্রথম অতিথি চরিত্রে অভিনয় করেন। আর দুটো ছবিতেই তার অতিথি হওয়ার ভূমিকা প্রায় একই। কারণ দুটো চলচ্চিত্রেই সোনাক্ষি গানে পারফর্মের মধ্য দিয়েই অংশ নিয়েছেন।

No comments:

Post a Comment