Friday, February 22, 2013

ডায়ানার পোশাক নিলামে

নিলামে উঠছে প্রিন্সেস ডায়ানার ১০টি আকর্ষণীয় পোশাক। আগামী ১৯ মার্চ প্রখ্যাত নিলাম কেন্দ্র 'কেরি টেইলর অকশনস'-এ স্থান পাবে প্রয়াত এই ব্রিটিশ রাজবধূর পোশাক। জানা গেছে, অভিনেতা জন ট্রাভোল্টরের সঙ্গে নাচের সময় ডায়ানা যে গাউনটি পরেছিলেন সেটিও এ তালিকায় রয়েছে। নিলামের সর্বনিম্ন বিট ধরা হয়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় আট কোটি টাকা। খবরটি প্রকাশ হওয়ার পর পরই নড়েচড়ে উঠেছেন নামিদামি সংগ্রহকারীরা। সবাই প্রস্তুত হচ্ছেন লন্ডনে হাজির হতে।

No comments:

Post a Comment