Saturday, February 23, 2013

বিয়ে এবং বাচ্চা প্রসঙ্গে সালমান

সালমান খানের বয়স কত হলো সে খবর রাখেন কেউ? ৪৭! জীবনের এই মধ্যবেলায় এসেও বিয়ে নিয়ে মাথাব্যথা নেই তাঁর। বরং বিয়ে-শাদির মতো বিষয় হাসি-তামাশা করে উড়িয়ে দেন এখনো। তবে সম্প্রতি এক বিস্ময়কর খবর দিলেন সল্লুবাবা। বিয়ে তিনি করতে চান না কিংবা কবে করবেন, তাও জানেন না। তবে তিনি বাবা হতে চান! মানে সন্তান চান! কোনো রাখঢাক ছাড়াই হাসতে হাসতে বললেন, 'বিয়ে? হবে কি না এখনো জানি না। তবে আমি বাচ্চা চাই। বাচ্চাদের খুব ভালোবাসি আমি। আর বিয়ে থেকে পালিয়ে কিভাবে শুধু শিশু পাওয়া যায়, তা নিয়ে ভাবছি আমি!' যথারীতি এই বিষয়টাও খোলাসা করেননি। তাই আপাতত বোঝা যাচ্ছে না সালমানের মতিগতি।

No comments:

Post a Comment