Tuesday, February 26, 2013

অস্কার বিচিত্রা

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ডলবি থিয়েটারে গতকাল সোমবার (স্থানীয় সময় রোববার সন্ধ্যা) অনুষ্ঠিত হলো ৮৫তম অ্যানুয়াল একাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠান। এ অনুষ্ঠানের কিছু খবর দেওয়া হলো এই প্রতিবেদনে।
 অস্কারের ইতিহাসে এবারই প্রথম একই বিভাগে মনোনয়ন পেয়েছিলেন সবচেয়ে কম ও সবচেয়ে বেশি বয়সী দুই অভিনয়শিল্পী। বিস্টস অব দ্য সাদার্ন ওয়াইল্ড ছবিতে অভিনয় করে অস্কারে এসেছিল নয় বছর বয়সী কুভেনঝানে ওয়ালিস। আর আমুর ছবির জন্য মনোনয়ন পেয়েছিলেন ৮৬ বছর বয়সী ফরাসি অভিনেত্রী ইমানুয়েল রিভা।
 খেয়াল করেছেন কি, এ বছর অস্কার অনুষ্ঠানকে বলা হচ্ছে ‘দ্য অস্কার’। এর আগে বলা হতো ‘দ্য অ্যানুয়াল একাডেমি অ্যাওয়ার্ডস’। অস্কারের সহযোগী-প্রযোজক নিল মেরন বলছেন, ‘আমরা নতুন করে ব্র্যান্ডিং করছি বলেই এই পরিবর্তন।’
 বিখ্যাত ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠান কোডাক এখন বিলুপ্ত। ফলে অস্কারের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত কোডাক থিয়েটারের নামেও এসেছে পরিবর্তন। এবারের আয়োজন বসেছিল ডলবি থিয়েটারে।
 অস্কারের ইতিহাসে আমুর হলো পঞ্চম ছবি, যেটি মনোনয়ন পেয়েছিল সেরা ছবি ও সেরা ভিনদেশি ছবি বিভাগে। শেষমেশ অবশ্য অস্ট্রিয়ার এই ছবিটির নামের পাশে লেখা হয়েছে ‘সেরা ভিনদেশি ছবি’র পুরস্কার।
 মার্কিন সুরকার, পিয়ানোবাদক জন উইলিয়ামস গড়লেন বিশাল এক কীর্তি। স্টিভেন স্পিলবার্গের লিঙ্কন ছবির সংগীতায়োজন করে ৪৮ বারের মতো অস্কারের জন্য মনোনীত হয়েছিলেন এই তারকা। জীবিত ব্যক্তিদের মধ্যে এত মনোনয়ন আর কারও নামের পাশে নেই। সর্বোচ্চ মনোনয়নের রেকর্ড ওয়াল্ট ডিজনির, ৫৯ বার। জীবিত ব্যক্তিদের মধ্যে আছেন উডি অ্যালেন, ২৩টি মনোনয়ন নিয়ে।
 এবারের অস্কার-ডিনারের মেন্যুতে ছিল স্মোকড স্যামন, ডাক ওনটনস, মিনি কোব-স্টাইল বার্গার ও অ্যাসোর্টেড পিৎজা। মেইন ডিশে ছিল বেকড পটেটো ও ক্যাভিয়ার। ছিল স্টিমড রেড স্ন্যাপার উইথ থাই স্পাইস, ট্রাফল ম্যাকারনি ও পনির। ডেজার্টের তালিকায় ছিল ম্যাঙ্গো ক্রাম্বল, হাকলবেরি ম্যাকারনস ও বন বনস। সঙ্গে ছিল কনকর্ড গ্রেপ ললিপপ, ভায়োলেট ভেলভেট ট্রাফলস। আর ছিল ‘অস্কার ফেবারিট’ পিনাট বাটার চকলেট পপ রক পপ।

No comments:

Post a Comment