Thursday, February 21, 2013
অর্থহীন গাইলেন 'মা'
যুদ্ধপারধীদের
ফাঁসির দাবিতে পুরো দেশ ফুঁসে উঠেছে। তরুণ প্রজন্মের গগণবিদারী সস্নোগানে
শাহবাগ চত্বর উত্তাল হয়ে আছে। রাজাকার-আলবদরদের সর্বোচ্চ শাস্তির দাবিতে
লাখো মানুষ ঘর থেকে বের হয়েছেন। সাংস্কৃতিক অঙ্গনের শিল্পীরাও বসে নেই। এই
আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করে তারা নিত্য-নতুন গান তৈরি করছেন।
প্রতিটি গানই গণজাগরণের মঞ্চকে উজ্জীবিত করছে।
এবার শাহবাগের আন্দোলনকে ঘিরে জনপ্রিয় ব্যান্ডদল 'অর্থহীন' গান করেছে। এই
গানের শিরোনাম 'মা'। গানের কথা হচ্ছে- মা'গো তোর হাত মোরা ছাড়ব না/ এখান
থেকে এক চুলও নড়ব না/ মা'গো দেখ তোর জন্য তরুণ প্রাণ/ লিখছে আবার
স্বাধীনতার গান।
গাানের কথা ও সুর করেছেন ব্যান্ডের প্রধান ও ভোকাল সুমন। সঙ্গীত আয়োজন
করেছেন ব্যান্ডের সদস্যরা। এরইমধ্যে গানটি শাহবাগের গণজাগরণ মঞ্চে পরিবেশিত
হয়েছে।
এ প্রসঙ্গে ব্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, তরুণদের আন্দোলনের প্রতি
সংহতি প্রকাশ করেই তারা গানটি তৈরি করেছেন।
এদিকে, গত বছর সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে সুমন নিজেই তার
অসুস্থতার কথা জানিয়েছিলেন। মাথায় টিউমার ধরা পড়ায় উন্নত চিকিৎসার জন্য
তাকে ব্যাংককে নিয়ে যাওয়া হয়েছিল। তবে কিছুটা সুস্থ হলে চলতি বছরের শুরুর
দিকেই তিনি আবারো মঞ্চে ফেরেন।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment