Saturday, February 23, 2013

বিজ্ঞাপনচিত্রের পর চলচ্চিত্রে জুটি

সম্প্রতি শাকিব খান ও ববি জুটিবদ্ধ হয়ে 'পাওয়ার এনার্জি ড্রিংক' নামের একটি বিজ্ঞাপনচিত্রে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করেছেন। সেই বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ে ববিকে দেখে শাকিবের বিপরীতেই একটি ছবিতে চুক্তিবদ্ধ করছেন পরিচালক মালেক আফসারী। ছবির নাম 'ফুল অ্যান্ড ফাইনাল'। আফসারী বলেন, '২০ ফেব্রুয়ারি থেকে ছবিটির শুটিং করার কথা ছিল। কিন্তু শাকিবের বিপরীতে চরিত্র অনুযায়ী কোনো নায়িকা খুঁজে পাচ্ছিলাম না। ফলে বাধ্য হয়ে শুটিং পেছাই। ববিকে চূড়ান্ত করার পর এখন ২৬ ফেব্রুয়ারি থেকে এফডিসিতে ছবিটির শুটিং শুরু করব।'
ববির বিপরীতে কাজ করা প্রসঙ্গে শাকিব বলেন, 'আমি সব সময় নতুনদের সঙ্গে কাজ করতে স্বাছন্দ্য বোধ করি। তা ছাড়া বিজ্ঞাপনচিত্রে কাজ করতে গিয়ে দেখেছি ববি অনেক মেধাবী। সবাই বলছেন, তাঁর আর আমার পর্দা রসায়নটা বেশ ভালো জমবে।' ববি বলেন, 'শাকিব ভাই এ মুহূর্তে আমাদের ইন্ডাস্ট্রির সবচেয়ে দামি তারকা। সেই সঙ্গে আফসারী ভাইও বড় মাপের পরিচালক। সব মিলিয়ে এ ছবির ব্যাপারে আমি আশাবাদী। আশা করছি, দর্শকরা আমাকে ভালোভাবেই গ্রহণ করবেন।' ফুল অ্যান্ড ফাইনাল ছবিটি প্রযোজনা করছে হার্টবিট প্রডাকশন। ছবিটির সংগীতায়োজন করছেন আলী আকরাম শুভ।

No comments:

Post a Comment