Tuesday, February 19, 2013

শাকিবের বিপরীতে ববি!

প্রথমবারের মতো শাকিবের বিপরীতে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ববি। 'পাওয়ার এনার্জি ড্রিংক' নামের একটি কোমল পানীয়ের বিজ্ঞাপনচিত্রে আজ থেকে এফডিসিতে শুটিং করবেন তিনি। নাফিসের পরিচালনায় বিজ্ঞাপনচিত্রটিতে ববিকে একজন নায়িকা চরিত্রেই দেখা যাবে। পাশাপাশি শাকিব খান অভিনয় করবেন নায়কের চরিত্রে। এক মিনিটের এ বিজ্ঞাপন চিত্রে থাকছে অ্যাকশন, ড্রামা ও গান। এরই মধ্যে প্রতীক হাসানের কণ্ঠে গানটির সংগীতায়োজন করেছেন হাবীব ওয়াহিদ। ববি বলেন, 'এই বিজ্ঞাপনচিত্রটি সময়ের ব্যয়বহুল বিজ্ঞাপনচিত্রগুলোর মধ্যে একটি। এখানে অ্যাকশন দৃশ্য ও গানের কোরিওগ্রাফির জন্য মুম্বাই থেকে পরিচালক আনা হচ্ছে। শাকিব ভাই এবং আমার কস্টিউমও আনা হচ্ছে দেশের বাইরে থেকে। দর্শকদের ভালো লাগবে এটি।' উল্লেখ্য, ববি অভিনীত দ্বিতীয় চলচ্চিত্র ইফতেখার চৌধুরীর 'দেহরক্ষী'র কাজ শেষ হয়েছে। ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন মারুফ ওআনিসুর রহমান মিলন।

No comments:

Post a Comment