Tuesday, February 19, 2013
চলচ্চিত্রে প্রসূন
প্রথমবারের মতো চলচ্চিত্রে অভিনয় করবেন লাক্স তারকা প্রসূন আজাদ। বিপ্লব
হায়দারের কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় 'ফিল মাই লাভ' ছবিতে ১৬
ফেব্রুয়ারি চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। চলচ্চিত্রটিতে প্রসূন একজন আরজের
ভূমিকায় অভিনয় করবেন। তিনি বলেন, 'বেশ আগে থেকেই চলচ্চিত্রে অভিনয়ের
প্রস্তাব পাচ্ছিলাম। কিন্তু অপেক্ষায় ছিলাম ভালো কোনো সুযোগ পাওয়ার। আশা
করছি, আরজে চরিত্রটিকে আমি যথাযথ রূপ দিতে পারব।' আগামীকাল ঢাকার উত্তরার
মন্দিরা শুটিং হাউসে ছবিটির মহরত অনুষ্ঠিত হবে বলে জানান পরিচালক বিপ্লব
হায়দার। তিনি বলেন, "এই ছবির মাধ্যমে আমি বাণিজ্যিক ধারার চলচ্চিত্রে পা
রাখতে যাচ্ছি। আমার প্রথম চলচ্চিত্র 'জ্যোৎস্না রাতের গল্প' ছিল সামাজিক
প্রেক্ষাপটের কাহিনী নিয়ে নির্মিত। কিন্তু এই চলচ্চিত্রে প্রেম-ভালোবাসাকে
উপজীব্য করে তুলতে চাই।" 'ফিল মাই লাভ' ছবিতে গান গেয়েছেন সামিনা চৌধুরী,
ফাহমিদা নবী, এস আই টুটুল, বাপ্পা মজুমদার, এলিটা করিম। প্রসূন ছাড়াও অভিনয়
করবেন ফেরদৌস, আলী আফতাবসহ আরো অনেকেই।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment