শহুরে
মেয়ে সারিকা। খুব উচ্চাভিলাসী, স্টাইলিস্ট এবং ফ্যাশনেবল তরুণী। পরিবারের
বড় মেয়েও সে। কিন্তু গ্রাম থেকে চাকরির খোঁজে ঢাকায় আসা জাহিদ হাসানের
প্রেমে পড়ে যায় সারিকা। এমনই গল্প নিয়ে একটি একক নাটকে অভিনয় করবেন সারিকা।
তাঁর বিপরীতে অভিনয় করবেন জাহিদ হাসান। রুদ্র মাহফুজের রচনা ও সাখাওয়াত
হোসেন মানিকের পরিচালনায় নাটকটির নাম 'কেন মিছে নক্ষত্রেরা'। ২১ ফেব্রুয়ারি
থেকে উত্তরায় নাটকটির শুটিং হবে।
সারিকা বলেন, 'জাহিদ ভাইয়ের সঙ্গে অভিনয় করার সৌভাগ্য আমার আগেই হয়েছে।
আবারও একটি সুযোগ পেলাম। আশা করি, এ নাটকেও আমি নতুন কিছু দর্শকদের উপহার
দিতে পারব।' এটিএন বাংলার জন্য নির্মিতব্য এ নাটকে আরো অভিনয় করবেন আবুল
হায়াত, ডলি জহুর, রিপন ও সীমন্তীসহ আরো অনেকে
No comments:
Post a Comment