Wednesday, February 20, 2013

অ্যাকশন লেডি!

ক্যারিয়ারে এখন পর্যন্ত দুটি ছবি মুক্তি পেয়েছে মাহীর। শাহীন সুমন পরিচালিত 'ভালোবাসার রঙ' ও 'অন্যরকম ভালোবাসা' ছবি দুটিতে দর্শকদের ভালোবাসায় সিক্ত করেছেন এ নায়িকা। তবে এবার আর প্রেম-ভালোবাসা নয়, সরাসরি অ্যাকশন লেডি হিসেবে হাজির হচ্ছেন তিনি। ইফতেখার চৌধুরীর 'অগ্নি' ছবিতে প্রতিশোধপরায়ণ এক মেয়ের চরিত্রে অভিনয় করবেন তিনি। যে মেয়েটি তার পরিবারের ওপর ঘটে যাওয়া এক বর্বর ঘটনার প্রতিশোধ নিতে দেশের গণ্ডি পেরিয়ে ব্যাংককে পৌঁছায়। সেখানে কখনো ১০ তলার ওপর থেকে ঝাঁপিয়ে পড়ে, কখনো মোটরসাইকেলে দাপিয়ে বেড়ায়, আবার কখনো স্পিডবোট চালিয়ে সন্ত্রাসীদের ধাওয়া করে চরম শিক্ষা দেয়। আর এই চরিত্রে অভিনয়ের জন্য এরই মধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছেন মাহী। বর্তমানে ফাইট শিখছেন তিনি। শুটিং শুরুর অন্তত দুই সপ্তাহ আগে ব্যাংককের খ্যাতিমান ফাইট ডিরেক্টর জাইকার কাছে তালিম নেবেন। মাহী বলেন, 'আগের দুটি ছবির মতো এ ছবিতেও দর্শকদের পরীক্ষায় পাস করতে চাই। তা ছাড়া আমি যে রোমান্টিক চরিত্র ছাড়া অ্যাকশন চরিত্রেও মানানসই, এ ছবিতে সেটাই প্রমাণ করব।' শিগগিরই ছবিটির শুটিং শুরু হবে বলে জানান পরিচালক ইফতেখার। তিনি বলেন, 'আমি বরাবর ঝুঁকি নিতে পছন্দ করি। এবার মাহীকে নিয়ে ঝুঁকিটা নিলাম। আশা করছি সফল হব।' অগ্নি ছবির প্রযোজক জাজ মাল্টিমিডিয়া। ছবির ৯০ শতাংশ শুটিং হবে ব্যাংককে। আবদুল্লাহ জহির বাবুর কাহিনীতে সংগীতায়োজন করছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল ও অদিত।

No comments:

Post a Comment