Monday, February 18, 2013

সবার সঙ্গেই কাজ করবেন আসিন

দক্ষিণের সুপারহিট অভিনেত্রী আসিন 'গজিনী' ছবির মধ্য দিয়ে বলিউডে প্রবেশ করেন এবং প্রথম ছবিতেই বাজিমাত। কিন্তু প্রথম ছবিতে যে অভিনেত্রী আসিনকে পাওয়া গিয়েছিল, সেটা তাঁর পরবর্তী ছবিগুলোতে অনুপস্থিত ছিল। আসিন মূলত পরিণত হন ১০০ কোটি রুপির পুতুলে। আশ্চর্যজনকভাবে তাঁর অভিনীত প্রায় সব ছবিই ১০০ কোটি রুপি ব্যবসা করেছে। এ নিয়ে আসিন বলেন, 'আসলে প্রথম ছবির পর বন্যার পানির মতো প্রস্তাব আসতে থাকে। তখন অনেকেরই পরামর্শ ছিল, ছবি যদি করতেই হবে তবে শুধু খান ও কাপুরদের সঙ্গেই করতে হবে। যাতে বলিউডে অবস্থান তৈরি হয়। আমিও সেই পরামর্শ মতেই কাজ করেছি। তবে এখন আমি সবার সঙ্গেই কাজ করতে চাই। নতুন প্রজন্মের তরুণদের সঙ্গে অভিনয় করার জন্য তৈরি হয়ে আছি। আমার মনে হয়, রণবীর কাপুর, রণবীর সিং, আয়ুশমান, অর্জুন কাপুর এদের সঙ্গে আমাকে মানিয়ে যাবে এবং আমাদের জুটিও দর্শক পছন্দ করবে।'

No comments:

Post a Comment