Wednesday, February 27, 2013
প্রজন্ম চত্বর নিয়ে এক গানে পাঁচ ব্যান্ড
শাহবাগের
প্রজন্ম চত্বরের গণজাগরণ নিয়ে এরই মধ্যে অনেক গান তৈরি হয়েছে। একক
শিল্পীদের পাশাপাশি এতে ব্যান্ডেরও অংশগ্রহণ রয়েছে। এর মধ্যে কবীর সুমন
একাই করেছেন পাঁচটি গান। সবার গানই গণজাগরণে অংশ নেওয়া তরুণ প্রজন্মের
মধ্যে সাড়া জাগিয়েছে। এবার গণজাগরণের সঙ্গে একাত্মতা ঘোষণা করে একটি গানে
কণ্ঠ দিয়েছেন দেশের পাঁচটি জনপ্রিয় ব্যান্ডের সদস্যরা। ব্যান্ডগুলো হলো
রেনেসাঁ, ফিডব্যাক, দলছুট, পার্থিব ও পেন্টাগন। 'পবিত্র স্থান' শিরোনামের
এই গানের কথা লিখেছেন জুলফিকার রাসেল, সুর করেছেন পিলু খান আর সংগীতায়োজনে
ফোয়াদ নাসের বাবু। ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় মগবাজারের আর্ট অব নয়েজ
স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে। এ প্রসঙ্গে গানটির সংগীত পরিচালক ও
ফিডব্যাক ব্যান্ডের অন্যতম সদস্য ফোয়াদ নাসের বাবু বলেন, 'এর আগে এই
গণজাগরণের সঙ্গে একাত্মতা পোষণ করে অনেকেই গান করেছেন। যে গানগুলো শুনেছি,
ভালো লেগেছে। এবার আমরা কয়েকটি ব্যান্ড একসঙ্গে এই গানটি করেছি। আশা করি,
সবাই গানটি পছন্দ করবে। গানটির কথার মধ্য দিয়ে যুদ্ধাপরাধীদের বিচারের
দাবির বিষয়টি ফুটিয়ে তোলা হয়েছে।' তিনি জানান, দু-এক দিনের মধ্যেই একাত্তর
টেলিভিশনে গানটির মিউজিক ভিডিও প্রচার শুরু হবে।
নতুন করে পরীক্ষার মুখে পূর্ণিমা!
পূর্ণিমার
সামনে যেন এক বিশাল পরীক্ষা! দীর্ঘদিন পর ৮ মার্চ মুক্তি পাচ্ছে তাঁর
অভিনীত নতুন ছবি 'জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার'। এফ আই মানিকের পরিচালনায়
বড় আয়োজনের তারকানির্ভর এই ছবির দিকে ইন্ডাস্ট্রি তাকিয়ে আছে নতুন
প্রত্যাশায়। সেই প্রত্যাশার বোঝাটাই যেন চেপে বসেছে পূর্ণিমার ঘাড়ে।
রাজ্জাক, সোহেল রানা, আলমগীর, সুচরিতার মতো বড় তারকার পাশাপাশি ছবিটিতে
অভিনয় করেছেন পূর্ণিমা ও শাকিব খান। ফলে অভিনয়ে তো বটেই নায়িকা হিসেবে ছবির
ব্যবসায়িক সাফল্য আর ব্যর্থতার দায়ও পূর্ণিমাকে নিতে হবে। অথচ অতীত রেকর্ড
বলে, শাকিব খানের বিপরীতে পূর্ণিমা কোনো ছবিতেই সফল হতে পারেননি। তা ছাড়া
এই মুহূর্তে পূর্ণিমার হাতে ছবির সংখ্যাও কম। ফলে এ ছবির ব্যবসায়িক সফলতার
ওপর নির্ভর করছে তাঁর ক্যারিয়ারের ভবিষ্যৎ- এমনটাই মনে করছেন
চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা। তিনি নিজেও আছেন দুশ্চিন্তায়। পূর্ণিমা
বলেন, 'মানিক ভাইয়ের পরিচালনায় যে কয়টি ছবিতে কাজ করেছি প্রতিটিই
ব্যবসায়িকভাবে সফল হয়েছে। সেদিক থেকে খানিকটা নিশ্চিন্ত। তবে সাফল্যের
পুরোটাই নির্ভর করে দর্শকের ওপর। জানি না, তাঁরা কিভাবে নেবেন। তবে আমার
বিশ্বাস, তারকানির্ভর এ ছবি দেখলে কারো খারাপ লাগবে না।'
'বাংলাদেশি আইডল'-এর উপস্থাপনায় হিল্লোল-সামিয়া
'বাংলাদেশি
আইডল'-এর উপস্থাপনা করবেন অভিনেতা আদনান ফারুক হিল্লোল ও সামিয়া আফরীন।
হিল্লোল মূলত অভিনেতা হলেও মাঝেমধ্যে উপস্থাপনাও করেন। তবে রিয়ালিটি শোতে
এটাই তাঁর প্রথম উপস্থাপনা। অন্যদিকে সামিয়া মূলত উপস্থাপক হলেও শখের বশে
অভিনয় করেন। দুটি নাটকে হিল্লোলের সহ-অভিনেত্রী হিসেবেও দেখা গেছে তাঁকে।
তবে দুজনের জুটি হয়ে এটাই প্রথম উপস্থাপনা। বাংলাদেশি আইডলের অডিশন রাউন্ড
থেকে গালা রাউন্ড পর্যন্ত দেখা যাবে তাঁদের। গতকাল মঙ্গলবার চট্টগ্রামে
শুরু হওয়া অডিশন রাউন্ড থেকেই তাঁদের এই যাত্রা শুরু হলো। হিল্লোল বলেন,
'আমি উপস্থাপক নই, ফুল টাইম অভিনেতা। তবে শখের বশে টুকটাক উপস্থাপনা করেছি।
এটা হচ্ছে আন্তর্জাতিকভাবে জনপ্রিয় এবং স্বীকৃত একটি ব্র্যান্ড রিয়ালিটি
শো। সব মিলিয়ে কাজটি ভালো হবে বলেই আমার বিশ্বাস।' সামিয়া বলেন, 'এর আগেও
কয়েকটি রিয়ালিটি শোর উপস্থাপনায় ছিলাম। তবে এই আয়োজনটি আমার কাছে একেবারেই
আলাদা। কারণ এটা আন্তর্জাতিক রিয়ালিটি শো। এখানে পাশে পাচ্ছি হিল্লোল
ভাইকে। আশা করছি, দুজনে ভালোভাবেই টেনে যাব এই আয়োজনকে।'
Tuesday, February 26, 2013
অস্কার বিচিত্রা
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ডলবি থিয়েটারে গতকাল সোমবার (স্থানীয়
সময় রোববার সন্ধ্যা) অনুষ্ঠিত হলো ৮৫তম অ্যানুয়াল একাডেমি অ্যাওয়ার্ডস
অনুষ্ঠান। এ অনুষ্ঠানের কিছু খবর দেওয়া হলো এই প্রতিবেদনে।
অস্কারের ইতিহাসে এবারই প্রথম একই বিভাগে মনোনয়ন পেয়েছিলেন সবচেয়ে কম ও সবচেয়ে বেশি বয়সী দুই অভিনয়শিল্পী। বিস্টস অব দ্য সাদার্ন ওয়াইল্ড ছবিতে অভিনয় করে অস্কারে এসেছিল নয় বছর বয়সী কুভেনঝানে ওয়ালিস। আর আমুর ছবির জন্য মনোনয়ন পেয়েছিলেন ৮৬ বছর বয়সী ফরাসি অভিনেত্রী ইমানুয়েল রিভা।
খেয়াল করেছেন কি, এ বছর অস্কার অনুষ্ঠানকে বলা হচ্ছে ‘দ্য অস্কার’। এর আগে বলা হতো ‘দ্য অ্যানুয়াল একাডেমি অ্যাওয়ার্ডস’। অস্কারের সহযোগী-প্রযোজক নিল মেরন বলছেন, ‘আমরা নতুন করে ব্র্যান্ডিং করছি বলেই এই পরিবর্তন।’
বিখ্যাত ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠান কোডাক এখন বিলুপ্ত। ফলে অস্কারের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত কোডাক থিয়েটারের নামেও এসেছে পরিবর্তন। এবারের আয়োজন বসেছিল ডলবি থিয়েটারে।
অস্কারের ইতিহাসে আমুর হলো পঞ্চম ছবি, যেটি মনোনয়ন পেয়েছিল সেরা ছবি ও সেরা ভিনদেশি ছবি বিভাগে। শেষমেশ অবশ্য অস্ট্রিয়ার এই ছবিটির নামের পাশে লেখা হয়েছে ‘সেরা ভিনদেশি ছবি’র পুরস্কার।
মার্কিন সুরকার, পিয়ানোবাদক জন উইলিয়ামস গড়লেন বিশাল এক কীর্তি। স্টিভেন স্পিলবার্গের লিঙ্কন ছবির সংগীতায়োজন করে ৪৮ বারের মতো অস্কারের জন্য মনোনীত হয়েছিলেন এই তারকা। জীবিত ব্যক্তিদের মধ্যে এত মনোনয়ন আর কারও নামের পাশে নেই। সর্বোচ্চ মনোনয়নের রেকর্ড ওয়াল্ট ডিজনির, ৫৯ বার। জীবিত ব্যক্তিদের মধ্যে আছেন উডি অ্যালেন, ২৩টি মনোনয়ন নিয়ে।
এবারের অস্কার-ডিনারের মেন্যুতে ছিল স্মোকড স্যামন, ডাক ওনটনস, মিনি কোব-স্টাইল বার্গার ও অ্যাসোর্টেড পিৎজা। মেইন ডিশে ছিল বেকড পটেটো ও ক্যাভিয়ার। ছিল স্টিমড রেড স্ন্যাপার উইথ থাই স্পাইস, ট্রাফল ম্যাকারনি ও পনির। ডেজার্টের তালিকায় ছিল ম্যাঙ্গো ক্রাম্বল, হাকলবেরি ম্যাকারনস ও বন বনস। সঙ্গে ছিল কনকর্ড গ্রেপ ললিপপ, ভায়োলেট ভেলভেট ট্রাফলস। আর ছিল ‘অস্কার ফেবারিট’ পিনাট বাটার চকলেট পপ রক পপ।
অস্কারের ইতিহাসে এবারই প্রথম একই বিভাগে মনোনয়ন পেয়েছিলেন সবচেয়ে কম ও সবচেয়ে বেশি বয়সী দুই অভিনয়শিল্পী। বিস্টস অব দ্য সাদার্ন ওয়াইল্ড ছবিতে অভিনয় করে অস্কারে এসেছিল নয় বছর বয়সী কুভেনঝানে ওয়ালিস। আর আমুর ছবির জন্য মনোনয়ন পেয়েছিলেন ৮৬ বছর বয়সী ফরাসি অভিনেত্রী ইমানুয়েল রিভা।
খেয়াল করেছেন কি, এ বছর অস্কার অনুষ্ঠানকে বলা হচ্ছে ‘দ্য অস্কার’। এর আগে বলা হতো ‘দ্য অ্যানুয়াল একাডেমি অ্যাওয়ার্ডস’। অস্কারের সহযোগী-প্রযোজক নিল মেরন বলছেন, ‘আমরা নতুন করে ব্র্যান্ডিং করছি বলেই এই পরিবর্তন।’
বিখ্যাত ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠান কোডাক এখন বিলুপ্ত। ফলে অস্কারের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত কোডাক থিয়েটারের নামেও এসেছে পরিবর্তন। এবারের আয়োজন বসেছিল ডলবি থিয়েটারে।
অস্কারের ইতিহাসে আমুর হলো পঞ্চম ছবি, যেটি মনোনয়ন পেয়েছিল সেরা ছবি ও সেরা ভিনদেশি ছবি বিভাগে। শেষমেশ অবশ্য অস্ট্রিয়ার এই ছবিটির নামের পাশে লেখা হয়েছে ‘সেরা ভিনদেশি ছবি’র পুরস্কার।
মার্কিন সুরকার, পিয়ানোবাদক জন উইলিয়ামস গড়লেন বিশাল এক কীর্তি। স্টিভেন স্পিলবার্গের লিঙ্কন ছবির সংগীতায়োজন করে ৪৮ বারের মতো অস্কারের জন্য মনোনীত হয়েছিলেন এই তারকা। জীবিত ব্যক্তিদের মধ্যে এত মনোনয়ন আর কারও নামের পাশে নেই। সর্বোচ্চ মনোনয়নের রেকর্ড ওয়াল্ট ডিজনির, ৫৯ বার। জীবিত ব্যক্তিদের মধ্যে আছেন উডি অ্যালেন, ২৩টি মনোনয়ন নিয়ে।
এবারের অস্কার-ডিনারের মেন্যুতে ছিল স্মোকড স্যামন, ডাক ওনটনস, মিনি কোব-স্টাইল বার্গার ও অ্যাসোর্টেড পিৎজা। মেইন ডিশে ছিল বেকড পটেটো ও ক্যাভিয়ার। ছিল স্টিমড রেড স্ন্যাপার উইথ থাই স্পাইস, ট্রাফল ম্যাকারনি ও পনির। ডেজার্টের তালিকায় ছিল ম্যাঙ্গো ক্রাম্বল, হাকলবেরি ম্যাকারনস ও বন বনস। সঙ্গে ছিল কনকর্ড গ্রেপ ললিপপ, ভায়োলেট ভেলভেট ট্রাফলস। আর ছিল ‘অস্কার ফেবারিট’ পিনাট বাটার চকলেট পপ রক পপ।
সালমানের আমন্ত্রণ ফেরালেন শাহরুখ
বলিউডের চিরপ্রতিদ্বন্দ্বী দুই তারকা অভিনেতা শাহরুখ এবং সালমান খানের
মধ্যকার দ্বন্দ্ব বহুদিনের। কিন্তু এই দ্বন্দ্ব যে দিন দিন বাড়ছেই,
সম্প্রতি আবারও এর প্রমাণ মিলেছে।
সেলিব্রেটি ক্রিকেট লিগ (সিসিএল)-এ মুম্বাই হিরোস দলের অধিকর্তা সালমান সম্প্রতি শাহরুখকে খেলার আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু সে আমন্ত্রণকে পাত্তাই দেননি শাহরুখ। অথচ সেলিব্রেটি ক্রিকেট লিগে অংশ না নিলেও ইউনিভার্সিটি ক্রিকেট চ্যাম্পিয়নশিপের ম্যাচে ঠিকই যোগ দিয়েছেন। এক খবরে জানিয়েছে জিনিউজব্যুরো।
সালমানের কাছ থেকে আমন্ত্রণ পাওয়ার পর শাহরুখ সাফ জানিয়ে দেন ক্রিকেট খেলার জন্য সময় বের করা তাঁর পক্ষে সম্ভব নয়। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য ছিল, ‘ক্রিকেট খেলার জন্য আমার হাতে কোনো সময় নেই। কাজেই সেলিব্রেটি ক্রিকেট লিগে অংশ নেওয়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়।’
শাহরুখ আরও বলেন, ‘সেলিব্রেটি ক্রিকেট লিগের সঙ্গে নামী-দামি অনেক তারকাই সম্পৃক্ত আছেন। কাজেই আমার মনে হয় না আমার মতো ছোট একজন তারকার খুব বেশি প্রয়োজন আছে এই আসরে।’
সেলিব্রেটি ক্রিকেট লিগ (সিসিএল)-এ মুম্বাই হিরোস দলের অধিকর্তা সালমান সম্প্রতি শাহরুখকে খেলার আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু সে আমন্ত্রণকে পাত্তাই দেননি শাহরুখ। অথচ সেলিব্রেটি ক্রিকেট লিগে অংশ না নিলেও ইউনিভার্সিটি ক্রিকেট চ্যাম্পিয়নশিপের ম্যাচে ঠিকই যোগ দিয়েছেন। এক খবরে জানিয়েছে জিনিউজব্যুরো।
সালমানের কাছ থেকে আমন্ত্রণ পাওয়ার পর শাহরুখ সাফ জানিয়ে দেন ক্রিকেট খেলার জন্য সময় বের করা তাঁর পক্ষে সম্ভব নয়। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য ছিল, ‘ক্রিকেট খেলার জন্য আমার হাতে কোনো সময় নেই। কাজেই সেলিব্রেটি ক্রিকেট লিগে অংশ নেওয়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়।’
শাহরুখ আরও বলেন, ‘সেলিব্রেটি ক্রিকেট লিগের সঙ্গে নামী-দামি অনেক তারকাই সম্পৃক্ত আছেন। কাজেই আমার মনে হয় না আমার মতো ছোট একজন তারকার খুব বেশি প্রয়োজন আছে এই আসরে।’
Monday, February 25, 2013
Twilight named top turkey at Razzie Awards
The final “Twilight” film has swept the board at Hollywood's Razzie awards, which highlight the year's worst films.
“Twilight Saga: Breaking Dawn Part 2” was given seven Golden Raspberry titles including worst picture and worst actress for Kristen Stewart.
Stewart, who is presenting an award at the Oscars on Sunday, was not present at the spoof award ceremony.
Instead, a cardboard cutout of the actress was brought in to the press conference to “accept” her trophy.
The five “Twilight” films have made a total of $3bn (£1.9bn) at the box office.
Razzies founder John Wilson said the worst thing about the franchise was that “people take it so seriously”.
“I believe that rather than 40 million girls who bought tickets, it was four million girls who bought 10 tickets each,” he added. “That makes me feel better about the American public.”
The film also “won” the worst director prize for Bill Condon, worst supporting actor for Taylor Lautner, worst re-make, rip-off or sequel, worst screen ensemble and worst screen couple for Lautner and Mackenzie Foy.
Stewart owes her worst actress prize to her performances in two films -- “Twilight” and “Snow White and the Huntsman”.
The Razzies are described by the organisers as “saluting the worst that Hollywood has to offer each year”. The prize for each category is a gold-coloured raspberry trophy.
Winners rarely turn up to claim their prizes at the Los Angeles ceremony, and Stewart was no exception.
Pop star Rihanna was named worst supporting actress for her debut film role in “Battleship”, based on the board game of the same name.
The singer has just 68 lines of dialogue in the action movie, including lines such as “Kentucky fried chicken!”, “Boom”, “Yeah” and “Sucker's really jumping around”.
John Wilson described Rihanna as “Rambert -- a female Rambo”.
“She's following in the footsteps of Mariah Carey, Jennifer Lopez and Madonna -- singers who really can't act but get paid millions of dollars anyway.”
Razzies veteran Adam Sandler was named worst actor for his role in “That's My Boy”. The film also won worst script.
Last year, the event was moved from its traditional Oscars-eve slot to April Fools' Day.
But voters of the Golden Raspberry Award Foundation said they preferred handing their prizes out the night before the Oscars, so the event was shifted back to that slot for 2013.
“Twilight Saga: Breaking Dawn Part 2” was given seven Golden Raspberry titles including worst picture and worst actress for Kristen Stewart.
Stewart, who is presenting an award at the Oscars on Sunday, was not present at the spoof award ceremony.
Instead, a cardboard cutout of the actress was brought in to the press conference to “accept” her trophy.
The five “Twilight” films have made a total of $3bn (£1.9bn) at the box office.
Razzies founder John Wilson said the worst thing about the franchise was that “people take it so seriously”.
“I believe that rather than 40 million girls who bought tickets, it was four million girls who bought 10 tickets each,” he added. “That makes me feel better about the American public.”
The film also “won” the worst director prize for Bill Condon, worst supporting actor for Taylor Lautner, worst re-make, rip-off or sequel, worst screen ensemble and worst screen couple for Lautner and Mackenzie Foy.
Stewart owes her worst actress prize to her performances in two films -- “Twilight” and “Snow White and the Huntsman”.
The Razzies are described by the organisers as “saluting the worst that Hollywood has to offer each year”. The prize for each category is a gold-coloured raspberry trophy.
Winners rarely turn up to claim their prizes at the Los Angeles ceremony, and Stewart was no exception.
Pop star Rihanna was named worst supporting actress for her debut film role in “Battleship”, based on the board game of the same name.
The singer has just 68 lines of dialogue in the action movie, including lines such as “Kentucky fried chicken!”, “Boom”, “Yeah” and “Sucker's really jumping around”.
John Wilson described Rihanna as “Rambert -- a female Rambo”.
“She's following in the footsteps of Mariah Carey, Jennifer Lopez and Madonna -- singers who really can't act but get paid millions of dollars anyway.”
Razzies veteran Adam Sandler was named worst actor for his role in “That's My Boy”. The film also won worst script.
Last year, the event was moved from its traditional Oscars-eve slot to April Fools' Day.
But voters of the Golden Raspberry Award Foundation said they preferred handing their prizes out the night before the Oscars, so the event was shifted back to that slot for 2013.
আইটেমের রানি সোনাক্ষী
মাত্র একটি ছবি 'ওহ মাই গড'-এ আইটেম সং করেছেন সোনাক্ষী সিনহা। 'গো গো গোবিন্দা' টাইটেলের গানটি ছিল সুপার হিট। আর দ্বিতীয় আইটেম সংটি এখনো আলোর মুখ দেখেনি। কিন্তু এর আগেই সোনাক্ষী নিজেকে বলিউডের আইটেম রানি হিসেবে আখ্যায়িত করার চিন্তা করে ফেলেছেন। সাজিদ খান পরিচালিত 'হিম্মতওয়ালা' ছবিতে একটি বিশেষ আইটেম গান করেছেন সোনাক্ষী। আর তাতেই দাবাং গার্লের এই দাবি। 'থ্যাংক গড ইটস ফ্রাইডে' শিরোনামে এই আইটেম গানে সোনাক্ষী নেচেছেন সেই আশির দশকের ডিসকো ভঙ্গিতে। ছবিটির শুটিং শেষ করার পর হঠাৎ করেই এই আইটেম সংকে ছবিতে সংযোজন করেন সাজিদ। এ প্রসঙ্গে সোনাক্ষী সিনহা বলেছেন, 'আমি চড়া সুর এবং সেই সুরে নাচতে ভালোবাসি। আর যদি এমন কোনো আইটেম গানের প্রস্তাব আসে, আমি তা অবশ্যই করব। হয়তো এই সুযোগে বলিউডের আইটেম রানির উপাধিটাও পেয়ে যেতে পারি।' গানটিতে সোনাক্ষীর সাজ-পোশাক 'শান' ছবিতে পারভিন ববির বিখ্যাত গান 'জাওয়ানি জানেমন' এবং 'চালবাজ' ছবির শ্রীদেবীর 'কিস নে মেরা নাম লিয়া' গানটি থেকে অনুপ্রাণিত।
ববির নায়ক ইমন
অভিনেতা
ইমন ও ববি গত বছর একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছিলেন। এবার প্রথমবারের মতো
জুটি হয়ে চলচ্চিত্রে অভিনয় করবেন তাঁরা। সেলিম রেজা পরিচালিত 'না বলা
ভালোবাসা' ছবিতে অভিনয় করবেন তাঁরা। পরিচালক জানান, ববিকে আগেই চুক্তিবদ্ধ
করা হয়েছিল। কিছুদিন আগে ইমনকেও চুক্তিবদ্ধ করা হয়। ছবির অন্য একটি
গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন নিরব। খবরের সত্যতা স্বীকার করে ইমন
বলেন, 'আমি চুক্তিবদ্ধ হয়েছি এবং সাইনিং মানিও পেয়েছি। ছবির গল্পটা আমার
খুবই পছন্দ হয়েছে। সঠিকভাবে যদি নির্মাণ করা যায়, ভালো একটা চলচ্চিত্র হবে।
সামনের মাসে ছবিতে অভিনয়ের জন্য শিডিউল দেব।'
ববির সঙ্গে অভিনয় প্রসঙ্গে বলেন, 'বিজ্ঞাপনচিত্রে ববির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে। ও চলচ্চিত্রে ভালো করবে বলেই আমার ধারণা। আমি, ববি ও নিরব মিলে ভালো কিছু উপহার দিতে পারব বলে আশা রাখি।'
ছবির গল্প লিখেছেন আবু সাইয়ীদ খান। পরিচালক জানান, এ সপ্তাহেই ছবির একটি গানে কণ্ঠ দেবেন পড়শী। এর আগে কণা ও রেশাদ ছবির একটি গানে কণ্ঠ দিয়েছিলেন। এস আই টুটুল, নির্ঝর, বেলাল খান, ইমরানেরও এ ছবির গানে কণ্ঠ দেওয়ার কথা রয়েছে।
ববির সঙ্গে অভিনয় প্রসঙ্গে বলেন, 'বিজ্ঞাপনচিত্রে ববির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে। ও চলচ্চিত্রে ভালো করবে বলেই আমার ধারণা। আমি, ববি ও নিরব মিলে ভালো কিছু উপহার দিতে পারব বলে আশা রাখি।'
ছবির গল্প লিখেছেন আবু সাইয়ীদ খান। পরিচালক জানান, এ সপ্তাহেই ছবির একটি গানে কণ্ঠ দেবেন পড়শী। এর আগে কণা ও রেশাদ ছবির একটি গানে কণ্ঠ দিয়েছিলেন। এস আই টুটুল, নির্ঝর, বেলাল খান, ইমরানেরও এ ছবির গানে কণ্ঠ দেওয়ার কথা রয়েছে।
উপস্থাপনায় ফারিয়া
আজ
থেকে সপ্তাহের প্রতি সোমবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে জিটিভিতে প্রচারিত হবে
ফ্যাশন, লাইফস্টাইল অ্যান্ড এন্টারটেইনমেন্ট শো 'ওয়ার্ল্ড অব গ্ল্যামার'।
মোট ১০টি বিষয় নিয়ে অনুষ্ঠান সাজানো হলেও প্রতিটি পর্ব সাজানো হবে পাঁচটি
বিষয় নিয়ে। বিষয়গুলো হচ্ছে দেশি বিনোদন, বিদেশি বিনোদন, দেশীয় ফ্যাশন,
ইন্টেরিয়র, ফুড ফ্যাশন, কার ফ্যাশন, লাইফস্টাইল, আর্কিটেকচার, বেড়ানো এবং
দেশীয় আবিষ্কার। প্রতিটি বিষয়েই উঠে আসবে আমাদের জীবনযাত্রার বিভিন্ন দিক।
থাকছে দেশীয় এবং উপজাতীয়দের বিভিন্ন ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের খবর। এইচ এ
এম রাজনের প্রযোজনায় অনুষ্ঠানটির উপস্থাপনা করেছেন নুসরাত ফারিয়া।
২৮ ফেব্রুয়ারি 'বিশ্ব গুরু দিবস' পালন করতে চায় প্রমিথিউস
বাংলা
পপ ও ব্যান্ডসংগীতের অন্যতম পথিকৃৎ আজম খান। স্বাধীনতা-উত্তর বাংলাদেশে
ফকির আলমগীর, ফেরদৌস ওয়াহিদ, ফিরোজ সাঁই ও পিলু মমতাজদের নিয়ে তিনি এই
সংগীতকে সামনের দিকে এগিয়ে নেন। আগামী ২৮ ফেব্রুয়ারি প্রয়াত এই পপসম্রাটের
জন্মদিন।
দিনটি উদ্যাপনের লক্ষ্যে প্রমিথিউস, আজম খানের সহোদর, মেয়েসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে 'গুরু দিবসের গান' শিরোনামে একটি গানের ভিডিও নির্মাণ করা হয়েছে। প্রমিথিউসের গাওয়া এই গানের কথা লিখেছেন কবি কাজী রোজী। এই ভিডিও Prometheustube.com ও Prometheusbd.com থেকে ফ্রিতে ডাউনলোড করা যাবে। সেই সঙ্গে আজম খানের প্রতি শ্রদ্ধা জানিয়ে ২৮ ফেব্রুয়ারিকে 'বিশ্ব গুরু দিবস' হিসেবে পালন করবে প্রমিথিউস বিডি.কম। এ প্রসঙ্গে প্রমিথিউস বিডি.কমের ব্যবস্থাপনা পরিচালক খালিদ আতাউল করিম বিপ্লব বলেন, 'পপগুরু আজম খান কখনো নিজের কথা ভাবেননি, বরং সবাইকে ভালোবাসতেন, সম্মান করতেন। সবাই তাঁকে গুরু হিসেবেই দেখেন। তাঁর প্রতি সেই শ্রদ্ধাবোধ ও ভালোবাসা থেকেই তাঁর জন্মদিনটিকে আমরা বিশ্ব গুরু দিবস হিসেবে পালন করব। এদিনে শুধু গুরু আজম খানই নন, প্রত্যেকে নিজ নিজ গুরুকে সম্মান প্রদর্শন করবেন।'
দিনটি উদ্যাপনের লক্ষ্যে প্রমিথিউস, আজম খানের সহোদর, মেয়েসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে 'গুরু দিবসের গান' শিরোনামে একটি গানের ভিডিও নির্মাণ করা হয়েছে। প্রমিথিউসের গাওয়া এই গানের কথা লিখেছেন কবি কাজী রোজী। এই ভিডিও Prometheustube.com ও Prometheusbd.com থেকে ফ্রিতে ডাউনলোড করা যাবে। সেই সঙ্গে আজম খানের প্রতি শ্রদ্ধা জানিয়ে ২৮ ফেব্রুয়ারিকে 'বিশ্ব গুরু দিবস' হিসেবে পালন করবে প্রমিথিউস বিডি.কম। এ প্রসঙ্গে প্রমিথিউস বিডি.কমের ব্যবস্থাপনা পরিচালক খালিদ আতাউল করিম বিপ্লব বলেন, 'পপগুরু আজম খান কখনো নিজের কথা ভাবেননি, বরং সবাইকে ভালোবাসতেন, সম্মান করতেন। সবাই তাঁকে গুরু হিসেবেই দেখেন। তাঁর প্রতি সেই শ্রদ্ধাবোধ ও ভালোবাসা থেকেই তাঁর জন্মদিনটিকে আমরা বিশ্ব গুরু দিবস হিসেবে পালন করব। এদিনে শুধু গুরু আজম খানই নন, প্রত্যেকে নিজ নিজ গুরুকে সম্মান প্রদর্শন করবেন।'
Saturday, February 23, 2013
বিয়ে এবং বাচ্চা প্রসঙ্গে সালমান
সালমান
খানের বয়স কত হলো সে খবর রাখেন কেউ? ৪৭! জীবনের এই মধ্যবেলায় এসেও বিয়ে
নিয়ে মাথাব্যথা নেই তাঁর। বরং বিয়ে-শাদির মতো বিষয় হাসি-তামাশা করে উড়িয়ে
দেন এখনো। তবে সম্প্রতি এক বিস্ময়কর খবর দিলেন সল্লুবাবা। বিয়ে তিনি করতে
চান না কিংবা কবে করবেন, তাও জানেন না। তবে তিনি বাবা হতে চান! মানে সন্তান
চান! কোনো রাখঢাক ছাড়াই হাসতে হাসতে বললেন, 'বিয়ে? হবে কি না এখনো জানি
না। তবে আমি বাচ্চা চাই। বাচ্চাদের খুব ভালোবাসি আমি। আর বিয়ে থেকে পালিয়ে
কিভাবে শুধু শিশু পাওয়া যায়, তা নিয়ে ভাবছি আমি!' যথারীতি এই বিষয়টাও
খোলাসা করেননি। তাই আপাতত বোঝা যাচ্ছে না সালমানের মতিগতি।
এবার লাইভ উপস্থাপনায় লিজা
গান,
পড়ালেখা, খেলাধুলা- এই তিন মাধ্যমে এরই মধ্যে নিজের প্রতিভার আলো
জ্বেলেছেন ময়মনসিংহের মেয়ে সানিয়া সুলতানা লিজা। কিছুদিন আগে উপস্থাপনার
খাতায়ও নাম লেখান তিনি। এসএ টিভির সংগীতবিষয়ক অনুষ্ঠান 'ইনসাইড টিউন'
উপস্থাপনা করে সবার নজরও কেড়েছেন। এরই ধারাবাহিকতায় এবার লাইভ অনুষ্ঠান
উপস্থাপনা শুরু করেছেন লিজা। ২১ ফেব্রুয়ারি থেকে এশিয়ান টিভিতে শুরু হওয়া
লাইভ সংগীতানুষ্ঠান 'চেতনার গান'-এর উপস্থাপনা করছেন তিনি। লাইভ অনুষ্ঠান
উপস্থাপনার অভিজ্ঞতা প্রকাশ করতে গিয়ে লিজা বলেন, 'রেকর্র্ডেড অনুষ্ঠানে
বারবার টেক নেওয়ার সুযোগ থাকে। তাই মাঝেমধ্যে এদিক-সেদিক হয়ে গেলেও ম্যানেজ
করা যায়। আর লাইভে ম্যানেজ করার কোনো সুযোগ নেই। তাই এখানে অনেক সাবধান
হয়ে কাজটা করতে হয়।' উপস্থাপনার পাশাপাশি বর্তমানে স্টেজ শো, প্লেব্যাক এবং
পড়াশোনা নিয়ে ব্যস্ত আছেন লিজা।
বিজ্ঞাপনচিত্রের পর চলচ্চিত্রে জুটি
সম্প্রতি
শাকিব খান ও ববি জুটিবদ্ধ হয়ে 'পাওয়ার এনার্জি ড্রিংক' নামের একটি
বিজ্ঞাপনচিত্রে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করেছেন। সেই বিজ্ঞাপনচিত্রের
শুটিংয়ে ববিকে দেখে শাকিবের বিপরীতেই একটি ছবিতে চুক্তিবদ্ধ করছেন পরিচালক
মালেক আফসারী। ছবির নাম 'ফুল অ্যান্ড ফাইনাল'। আফসারী বলেন, '২০ ফেব্রুয়ারি
থেকে ছবিটির শুটিং করার কথা ছিল। কিন্তু শাকিবের বিপরীতে চরিত্র অনুযায়ী
কোনো নায়িকা খুঁজে পাচ্ছিলাম না। ফলে বাধ্য হয়ে শুটিং পেছাই। ববিকে চূড়ান্ত
করার পর এখন ২৬ ফেব্রুয়ারি থেকে এফডিসিতে ছবিটির শুটিং শুরু করব।'
ববির বিপরীতে কাজ করা প্রসঙ্গে শাকিব বলেন, 'আমি সব সময় নতুনদের সঙ্গে কাজ করতে স্বাছন্দ্য বোধ করি। তা ছাড়া বিজ্ঞাপনচিত্রে কাজ করতে গিয়ে দেখেছি ববি অনেক মেধাবী। সবাই বলছেন, তাঁর আর আমার পর্দা রসায়নটা বেশ ভালো জমবে।' ববি বলেন, 'শাকিব ভাই এ মুহূর্তে আমাদের ইন্ডাস্ট্রির সবচেয়ে দামি তারকা। সেই সঙ্গে আফসারী ভাইও বড় মাপের পরিচালক। সব মিলিয়ে এ ছবির ব্যাপারে আমি আশাবাদী। আশা করছি, দর্শকরা আমাকে ভালোভাবেই গ্রহণ করবেন।' ফুল অ্যান্ড ফাইনাল ছবিটি প্রযোজনা করছে হার্টবিট প্রডাকশন। ছবিটির সংগীতায়োজন করছেন আলী আকরাম শুভ।
ববির বিপরীতে কাজ করা প্রসঙ্গে শাকিব বলেন, 'আমি সব সময় নতুনদের সঙ্গে কাজ করতে স্বাছন্দ্য বোধ করি। তা ছাড়া বিজ্ঞাপনচিত্রে কাজ করতে গিয়ে দেখেছি ববি অনেক মেধাবী। সবাই বলছেন, তাঁর আর আমার পর্দা রসায়নটা বেশ ভালো জমবে।' ববি বলেন, 'শাকিব ভাই এ মুহূর্তে আমাদের ইন্ডাস্ট্রির সবচেয়ে দামি তারকা। সেই সঙ্গে আফসারী ভাইও বড় মাপের পরিচালক। সব মিলিয়ে এ ছবির ব্যাপারে আমি আশাবাদী। আশা করছি, দর্শকরা আমাকে ভালোভাবেই গ্রহণ করবেন।' ফুল অ্যান্ড ফাইনাল ছবিটি প্রযোজনা করছে হার্টবিট প্রডাকশন। ছবিটির সংগীতায়োজন করছেন আলী আকরাম শুভ।
Friday, February 22, 2013
সোনাক্ষি এবার অজয়ের অতিথি!
বলিউডের এ সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষি সিনহা এবার অজয় দেবগন
অভিনীত 'হিম্মতওয়ালা' ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করেছেন। আর এই ছবিতে
'থ্যাংকস গড ইটস ফ্রাইডে' গানে পারফর্ম করেই অতিথি চরিত্রে অংশ নেন
সোনাক্ষি। তবে অতিথি চরিত্রে এর আগেও সোনাক্ষি সিনহা কাজ করেছেন। 'ওহ মাই
গড' ছবির মধ্য দিয়েই সোনাক্ষি প্রথম অতিথি চরিত্রে অভিনয় করেন। আর দুটো
ছবিতেই তার অতিথি হওয়ার ভূমিকা প্রায় একই। কারণ দুটো চলচ্চিত্রেই
সোনাক্ষি গানে পারফর্মের মধ্য দিয়েই অংশ নিয়েছেন।
ফিল মাই লাভ
'ফিল মাই লাভ' শিরোনামের চলচ্চিত্রের মাধ্যমে প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়ে
অভিনয় করছেন ফেরদৌস ও ছোট পর্দার অভিনেত্রী মৌসুমী নাগ। বুধবার থেকে
দুজনে শুটিং শুরু করেছেন। একেবারেই ভিন্নধর্মী একটি গল্প নিয়ে ছবিটির
কাহিনী আবর্তিত বলে জানান ছবির পরিচালক বিপ্লব হায়দার। ফেরদৌস বলেন, 'খুব
সুন্দর একটি গল্পে অভিনয় করছি।' মৌসুমী বলেন, 'আমি ফেরদৌস ভাইয়ের ভক্ত।
তবে প্রথম অভিনয় করছি। তিনি খুবই হেল্পফুল। আশা করি অনেক ভালো একটি ছবি
হবে।'
ডায়ানার পোশাক নিলামে
নিলামে উঠছে প্রিন্সেস ডায়ানার ১০টি আকর্ষণীয় পোশাক। আগামী ১৯ মার্চ
প্রখ্যাত নিলাম কেন্দ্র 'কেরি টেইলর অকশনস'-এ স্থান পাবে প্রয়াত এই
ব্রিটিশ রাজবধূর পোশাক। জানা গেছে, অভিনেতা জন ট্রাভোল্টরের সঙ্গে নাচের
সময় ডায়ানা যে গাউনটি পরেছিলেন সেটিও এ তালিকায় রয়েছে। নিলামের
সর্বনিম্ন বিট ধরা হয়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় আট কোটি টাকা। খবরটি
প্রকাশ হওয়ার পর পরই নড়েচড়ে উঠেছেন নামিদামি সংগ্রহকারীরা। সবাই
প্রস্তুত হচ্ছেন লন্ডনে হাজির হতে।
এক ছবিতে ৭০ কোটি
গত কয়েক বছর যে ছবিই করেছেন তাই সুপারহিট। দু'এক সপ্তাহের মধ্যেই উঠে
এসেছে প্রযোজকের পয়সা। হয়তো এ কারণেই হুট করে বেড়ে গেল অক্ষয় কুমারের
পারিশ্রমিক। এবার একটি ছবিতে অভিনয়ের জন্য গুণে নেবেন বাংলাদেশি মুদ্রায়
প্রায় ৭০ কোটি টাকা। অ্যাকশন ঘরনার তামিল ছবি 'ঠুপাক্কির'র হিন্দি রিমেকে
অভিনয়ের জন্য এই বিশাল অঙ্কের পারিশ্রমিক পাচ্ছেন অক্ষয়। এর মাধ্যমে
বলিউডের সর্বাধিক পারিশ্রমিক পাওয়া তারকাদের খাতায় নাম লেখালেন তিনি।
সানি লিওনের লাগামহীন জনপ্রিয়তা
হঠাৎ করেই ঘুরে গেল পর্নোতারকা সানি লিওনের ভাগ্য।
পর্নো তারকাদের সাধারণত বেশির ভাগ দর্শক বাঁকা চোখে দেখেন। কিন্তু সানিকে
এখন সব শ্রেণীর দর্শকই পছন্দ করতে শুরু করেছে। দিন দিন লাগামহীনভাবে বাড়ছে
তার জনপ্রিয়তা। বলিউডের একটি ছবিতে অভিনয় করেই এখন তিনি সুপারস্টার।
সম্প্রতি একটি জরিপে দেখা গেছে সালমান খান, শাহরুখ খান, ক্যাটরিনা কাইফ,
প্রিয়াঙ্কা চোপড়ার মতো তারকাকে পেছনে ফেলে অনলাইন জনপ্রিয়তায় শীর্ষে
সানি। কেবল ২০১২ সালের ডিসেম্বর মাসেই সানির নাম মোট সাড়ে ৩ কোটি বার
খোঁজা হয়েছে। অন্যদিকে বলিউডের আলোচিত দুই অভিনেতা সালমান খান এবং শাহরুখ
খানের বিষয়ে ১ কোটি এবং ৪৮ লাখবার খোঁজা হয়েছে।
এখানেই শেষ নয়। অনলাইনের মতো সানির মুম্বাইয়ের বাসায়ও নির্মাতা-প্রযোজকদের আনাগোনা বাড়ছে। বলিউডের প্রভাবশালী নির্মাতারা তাকে নিয়ে ছবি নির্মাণে আগ্রহী হয়েছেন। নিজের কদর বুঝতে পেরে সানিও নিজের দাম বাড়িয়ে দিয়েছেন। যেনতেন গল্পে অভিনয় করতে চাচ্ছেন না। বেশ বাছাবাছি করছেন। তাই বলিউড বিশেষজ্ঞদের ধারণা, একদিন সানি যদি বলিউডের শীর্ষ অভিনেত্রী হয়, তবে অবাক হওয়ার কিছু থাকবে না।
পূজা ভাটের 'জিসম টু' সিনেমার মধ্য দিয়ে বলিউডে পা রাখেন সানি। বর্তমানে তিনি একতা কাপুর পরিচালিত 'রাগিনী এমএমএস টু' ছবির শুটিংয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন
এখানেই শেষ নয়। অনলাইনের মতো সানির মুম্বাইয়ের বাসায়ও নির্মাতা-প্রযোজকদের আনাগোনা বাড়ছে। বলিউডের প্রভাবশালী নির্মাতারা তাকে নিয়ে ছবি নির্মাণে আগ্রহী হয়েছেন। নিজের কদর বুঝতে পেরে সানিও নিজের দাম বাড়িয়ে দিয়েছেন। যেনতেন গল্পে অভিনয় করতে চাচ্ছেন না। বেশ বাছাবাছি করছেন। তাই বলিউড বিশেষজ্ঞদের ধারণা, একদিন সানি যদি বলিউডের শীর্ষ অভিনেত্রী হয়, তবে অবাক হওয়ার কিছু থাকবে না।
পূজা ভাটের 'জিসম টু' সিনেমার মধ্য দিয়ে বলিউডে পা রাখেন সানি। বর্তমানে তিনি একতা কাপুর পরিচালিত 'রাগিনী এমএমএস টু' ছবির শুটিংয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন
Thursday, February 21, 2013
খান দ্বন্দ্বের অবসানে রাখি
বলিউডের
আলোচিত আইটেমগার্ল রাখি সাওয়ান্ত খানদের সঙ্গে অভিনয় করতে মুখিয়ে আছেন।
তিনি শাহরুখ ও সালমান দুই খানের সঙ্গেই জুটি বেঁধে অভিনয় করতে চাইছেন। সে
কারণে তিনি শাহরুখ-সালমানের দ্বন্দ্ব মেটাতেও এগিয়ে এসেছেন। তিনি চান দুই
খান দ্বন্দ্ব ভুলে আবার বন্ধু বনে যাক।
জানা গেছে, সম্প্রতি রাখি এক টক শোতে শাহরুখ-সালমানের শত্রুতার কারণ নিয়ে
আলোচনা করেন।
এ সময় তিনি দুই খানকে বাড়িতে নিমন্ত্রণ জানিয়ে বলেন, 'আমি শাহরুখ-সালমান
দুজনকে নিয়ে বাড়িতে পার্টি করতে চাই। তাদের জন্য নিজ হাতে রান্না করারও
ইচ্ছে রয়েছে। আমার রান্না খেলে তারা অবশ্যই দ্বন্দ্ব ভুলে যাবেন।'
এর আগে গত নভেম্বরে রাখি সাওয়ান্ত 'লাভার বয়' সালমান খানকে বিয়ের প্রস্তাব
দিয়ে সংবাদ শিরোনামে এসেছিলেন। তিনি ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো 'বিগ
বস-৬'য়ে অংশগ্রহণের প্রথম দিন সল্লুকে এ প্রস্তাব দেন। রাখির কাছ থেকে
অনাকাঙ্ক্ষিতভাবে বিয়ের প্রস্তাব পেয়ে সালমান খুবই বিব্রতকর পরিস্থিতির
মধ্যে পড়ে গিয়েছিলেন।
এত সব দেখে-শুনে সমালোচকরা বলছেন, বেশ কিছুদিন ধরেই আলোচনায় নেই রাখি
সাওয়ান্ত। তাই এবার খানদের ঝগড়া মিটিয়ে তিনি সংবাদ শিরোনাম হতে চাইছেন।
অর্থহীন গাইলেন 'মা'
যুদ্ধপারধীদের
ফাঁসির দাবিতে পুরো দেশ ফুঁসে উঠেছে। তরুণ প্রজন্মের গগণবিদারী সস্নোগানে
শাহবাগ চত্বর উত্তাল হয়ে আছে। রাজাকার-আলবদরদের সর্বোচ্চ শাস্তির দাবিতে
লাখো মানুষ ঘর থেকে বের হয়েছেন। সাংস্কৃতিক অঙ্গনের শিল্পীরাও বসে নেই। এই
আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করে তারা নিত্য-নতুন গান তৈরি করছেন।
প্রতিটি গানই গণজাগরণের মঞ্চকে উজ্জীবিত করছে।
এবার শাহবাগের আন্দোলনকে ঘিরে জনপ্রিয় ব্যান্ডদল 'অর্থহীন' গান করেছে। এই
গানের শিরোনাম 'মা'। গানের কথা হচ্ছে- মা'গো তোর হাত মোরা ছাড়ব না/ এখান
থেকে এক চুলও নড়ব না/ মা'গো দেখ তোর জন্য তরুণ প্রাণ/ লিখছে আবার
স্বাধীনতার গান।
গাানের কথা ও সুর করেছেন ব্যান্ডের প্রধান ও ভোকাল সুমন। সঙ্গীত আয়োজন
করেছেন ব্যান্ডের সদস্যরা। এরইমধ্যে গানটি শাহবাগের গণজাগরণ মঞ্চে পরিবেশিত
হয়েছে।
এ প্রসঙ্গে ব্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, তরুণদের আন্দোলনের প্রতি
সংহতি প্রকাশ করেই তারা গানটি তৈরি করেছেন।
এদিকে, গত বছর সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে সুমন নিজেই তার
অসুস্থতার কথা জানিয়েছিলেন। মাথায় টিউমার ধরা পড়ায় উন্নত চিকিৎসার জন্য
তাকে ব্যাংককে নিয়ে যাওয়া হয়েছিল। তবে কিছুটা সুস্থ হলে চলতি বছরের শুরুর
দিকেই তিনি আবারো মঞ্চে ফেরেন।
কথা রাখলেন না সানি!
শেষ পর্যন্ত সানিও কথা রাখলেন না! 'জিসম টু' দিয়ে বলিউড কাঁপানো কানাডিয়ান পর্নস্টার এবার ঝড় তুলবেন আইটেম গানে।
যদিও কদিন আগে বলেছিলেন, বলিউডে অভিনয় করতে এসেছেন, নাচতে নয়! এখন তিনিই
ব্যস্ত নাচের মহড়ায়। বলিউডে সিনেমার চেয়ে সিনেমার আইটেম গান নিয়েই
ব্যস্তসময় পার করছেন সবাই। কে দেখাবে কত চমক! সে ধারাবাহিকতায় সানির চেয়ে
বড় চমক আর কে হতে পারে! চমকের এই চমৎকার আয়োজন সঞ্জয় গুপ্তের। তাঁর
মুক্তিপ্রতীক্ষিত 'শুট-আউট অ্যাট ওয়াডালা' ছবির 'লাটকাস ঝাটকাস' শিরোনামের
গানে প্রথমবারের মতো ঘাগড়া-চোলি গায়ে জড়াবেন সানি লিওন। গানটিতে তাঁর সঙ্গে
অংশ নেবেন বলিউডের প্রায় ৫০ জন পুরুষ নৃত্যশিল্পী।
Wednesday, February 20, 2013
আইটেম গানে নাচতে রাজি
এর আগে অনেকেই অনেক প্রস্তাব দিয়েছেন, কেউ কেউ চেক বই নিয়েও হাজির হয়েছেন
সামনে। কিন্তু আইটেম সংয়ের জন্য কেউই রাজি করাতে পারেনি প্রিয়াঙ্কা
চোপড়াকে। অবশেষে প্রযোজক-পরিচালক সঞ্জয় গুপ্ত সেই অসাধ্য সাধন করেছেন। তাঁর
'শুটআউট অ্যাট ওয়াডলা'তে আইটেম সংয়ে দেখা যাবে পিসিকে। বেশ কিছু দিন ধরেই
শোনা যাচ্ছিল, প্রিয়াঙ্কাকে রাজি করানোর জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন সঞ্জয়।
কিন্তু তিনি গোঁ ধরেই বসে ছিলেন, আইটেম সং করবেন না। সেই জোর প্রচেষ্টার
সঙ্গে যুক্ত হয় 'আরক নাম' ছবির আরেক প্রযোজক একতা কাপুর।
দুজনের সম্মিলিত চেষ্টায় রাজি হন প্রিয়াঙ্কা। তবে তার আগে গানটির প্রতিটি
লাইন তিনি পড়েছেন এবং দ্বৈত অর্থ বোঝায় এমন শব্দ পরিবর্তন করতে বলেছেন।
গানটিকে শুদ্ধ করা হবে- প্রযোজকদের এমন আশ্বাস পাওয়ার পরই চুক্তি করেন
পিসি। গানের টাইটেল- 'বাবলি বদমাশ হ্যায়'। গানটির সুর করেছেন আনু মালিক এবং
গেয়েছেন সুনিধি চৌহান।
অ্যাকশন লেডি!
ক্যারিয়ারে এখন পর্যন্ত দুটি ছবি মুক্তি পেয়েছে মাহীর। শাহীন সুমন
পরিচালিত 'ভালোবাসার রঙ' ও 'অন্যরকম ভালোবাসা' ছবি দুটিতে দর্শকদের
ভালোবাসায় সিক্ত করেছেন এ নায়িকা। তবে এবার আর প্রেম-ভালোবাসা নয়, সরাসরি
অ্যাকশন লেডি হিসেবে হাজির হচ্ছেন তিনি। ইফতেখার চৌধুরীর 'অগ্নি' ছবিতে
প্রতিশোধপরায়ণ এক মেয়ের চরিত্রে অভিনয় করবেন তিনি। যে মেয়েটি তার পরিবারের
ওপর ঘটে যাওয়া এক বর্বর ঘটনার প্রতিশোধ নিতে দেশের গণ্ডি পেরিয়ে ব্যাংককে
পৌঁছায়। সেখানে কখনো ১০ তলার ওপর থেকে ঝাঁপিয়ে পড়ে, কখনো মোটরসাইকেলে
দাপিয়ে বেড়ায়, আবার কখনো স্পিডবোট চালিয়ে সন্ত্রাসীদের ধাওয়া করে চরম
শিক্ষা দেয়। আর এই চরিত্রে অভিনয়ের জন্য এরই মধ্যে প্রস্তুতি নিতে শুরু
করেছেন মাহী। বর্তমানে ফাইট শিখছেন তিনি। শুটিং শুরুর অন্তত দুই সপ্তাহ আগে
ব্যাংককের খ্যাতিমান ফাইট ডিরেক্টর জাইকার কাছে তালিম নেবেন। মাহী বলেন,
'আগের দুটি ছবির মতো এ ছবিতেও দর্শকদের পরীক্ষায় পাস করতে চাই। তা ছাড়া আমি
যে রোমান্টিক চরিত্র ছাড়া অ্যাকশন চরিত্রেও মানানসই, এ ছবিতে সেটাই প্রমাণ
করব।' শিগগিরই ছবিটির শুটিং শুরু হবে বলে জানান পরিচালক ইফতেখার। তিনি
বলেন, 'আমি বরাবর ঝুঁকি নিতে পছন্দ করি। এবার মাহীকে নিয়ে ঝুঁকিটা নিলাম।
আশা করছি সফল হব।' অগ্নি ছবির প্রযোজক জাজ মাল্টিমিডিয়া। ছবির ৯০ শতাংশ
শুটিং হবে ব্যাংককে। আবদুল্লাহ জহির বাবুর কাহিনীতে সংগীতায়োজন করছেন আহমেদ
ইমতিয়াজ বুলবুল ও অদিত।
দুই বছর পর দেশে ফিরলেন ক্লোজআপ ওয়ানের রুমি
দুই বছর দুই মাস পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন ক্লোজআপ ওয়ান তারকা
রুমি। ২০১০ সালে তিনি দেশে এসেছিলেন। স্ত্রী-সন্তানসহ চলতি মাসের ১২ তারিখে
এক মাসের জন্য দেশে ফিরেছেন তিনি। এ প্রসঙ্গে রুমি বলেন, 'আমার ছেলের বয়স
এখন চার। তাকে স্কুলে ভর্তি করাতে হবে। তাই মার্চ মাসেই নিউ ইয়র্কে ফিরে
যাব। স্ত্রী-সন্তানকে রেখে সপ্তাহখানেক পর আবার ফিরব। তখন প্রিন্স মাহমুদের
সুরে একটি একক অ্যালবামের কাজ করব। এখনো ইচ্ছা আছে নতুন দুটি গান সম্পন্ন
করার। এর কিছু অংশের ভিডিও ইতিমধ্যে করে এনেছি। ৪০ শতাংশের মতো কাজ বাকি
আছে।' রুমি ২০০৫ সালের ক্লোজআপ বিজয়ী। 'বোকা', 'তারছেঁড়া', 'মাটি হবো
মাটি'সহ বেশ কয়েকটি মৌলিক গান তাঁর কণ্ঠে শ্রোতাপ্রিয়তা পায়। বর্তমানে
তিনি নিউ ইয়র্ক টেকনোলজি অব সায়েন্সে সাউন্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে কোর্স
করছেন। কোর্স শেষ করেই দেশে ফিরে আসবেন তিনি।
Tuesday, February 19, 2013
২৪টি নারিকেল পেলেন!
ভক্তরা প্রায়ই তাদের প্রিয় তারকাদের নানা ধরনের উপহার পাঠায়। কিন্তু কেউ
কখনো নারিকেল পাঠিয়েছে বলে আজ পর্যন্ত শোনা যায়নি। মাত্র চলে যাওয়া
ভ্যালেন্টাইন দিবসে দীপিকা পাড়ুকোনকে ২৪টি নারিকেল পাঠিয়ে তাঁর চোখ কপালে
তুলে দিয়েছেন এক ভক্ত। সঙ্গে এসেছে হাতে লেখা ছোট্ট একটি চিরকুট, যাতে লেখা
'এই বিশাল বিশ্বের একমাত্র মেয়ে যাঁর জন্য আমি পাগল হয়ে আছি। সেই মেয়ের
জন্য সামান্য ভালোবাসার উপহার।' ২৪টি নারিকেল কিন্তু সেই ভক্ত একবারে
পাঠাননি। প্রতি ঘণ্টায় একটি করে নারিকেল এসেছে দীপিকার বাসায়। অবশ্য
নারিকেলের ভেতরে হৃদয় আকৃতির ছোট ছোট চকোলেটও ছিল। কিন্তু সেটা বের হয়েছে
নারকেল কাটার পর। ভক্তের এই পাগলামিতে অবশ্য দীপিকা বেশ খুশি। তিনি বলেছেন,
'বিষয়টি আমাকে খুব নাড়া দিয়েছে। তাঁর ভালোবাসা আমি গ্রহণ করেছি। বিশেষ করে
তাঁর এই অভিনব বুদ্ধি খুব পছন্দ হয়েছে।'
শাকিবের বিপরীতে ববি!
প্রথমবারের মতো শাকিবের বিপরীতে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ববি।
'পাওয়ার এনার্জি ড্রিংক' নামের একটি কোমল পানীয়ের বিজ্ঞাপনচিত্রে আজ থেকে
এফডিসিতে শুটিং করবেন তিনি। নাফিসের পরিচালনায় বিজ্ঞাপনচিত্রটিতে ববিকে
একজন নায়িকা চরিত্রেই দেখা যাবে। পাশাপাশি শাকিব খান অভিনয় করবেন নায়কের
চরিত্রে। এক মিনিটের এ বিজ্ঞাপন চিত্রে থাকছে অ্যাকশন, ড্রামা ও গান। এরই
মধ্যে প্রতীক হাসানের কণ্ঠে গানটির সংগীতায়োজন করেছেন হাবীব ওয়াহিদ। ববি
বলেন, 'এই বিজ্ঞাপনচিত্রটি সময়ের ব্যয়বহুল বিজ্ঞাপনচিত্রগুলোর মধ্যে একটি।
এখানে অ্যাকশন দৃশ্য ও গানের কোরিওগ্রাফির জন্য মুম্বাই থেকে পরিচালক আনা
হচ্ছে। শাকিব ভাই এবং আমার কস্টিউমও আনা হচ্ছে দেশের বাইরে থেকে। দর্শকদের
ভালো লাগবে এটি।'
উল্লেখ্য, ববি অভিনীত দ্বিতীয় চলচ্চিত্র ইফতেখার চৌধুরীর 'দেহরক্ষী'র কাজ
শেষ হয়েছে। ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন মারুফ ওআনিসুর রহমান মিলন।
চলচ্চিত্রে প্রসূন
প্রথমবারের মতো চলচ্চিত্রে অভিনয় করবেন লাক্স তারকা প্রসূন আজাদ। বিপ্লব
হায়দারের কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় 'ফিল মাই লাভ' ছবিতে ১৬
ফেব্রুয়ারি চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। চলচ্চিত্রটিতে প্রসূন একজন আরজের
ভূমিকায় অভিনয় করবেন। তিনি বলেন, 'বেশ আগে থেকেই চলচ্চিত্রে অভিনয়ের
প্রস্তাব পাচ্ছিলাম। কিন্তু অপেক্ষায় ছিলাম ভালো কোনো সুযোগ পাওয়ার। আশা
করছি, আরজে চরিত্রটিকে আমি যথাযথ রূপ দিতে পারব।' আগামীকাল ঢাকার উত্তরার
মন্দিরা শুটিং হাউসে ছবিটির মহরত অনুষ্ঠিত হবে বলে জানান পরিচালক বিপ্লব
হায়দার। তিনি বলেন, "এই ছবির মাধ্যমে আমি বাণিজ্যিক ধারার চলচ্চিত্রে পা
রাখতে যাচ্ছি। আমার প্রথম চলচ্চিত্র 'জ্যোৎস্না রাতের গল্প' ছিল সামাজিক
প্রেক্ষাপটের কাহিনী নিয়ে নির্মিত। কিন্তু এই চলচ্চিত্রে প্রেম-ভালোবাসাকে
উপজীব্য করে তুলতে চাই।" 'ফিল মাই লাভ' ছবিতে গান গেয়েছেন সামিনা চৌধুরী,
ফাহমিদা নবী, এস আই টুটুল, বাপ্পা মজুমদার, এলিটা করিম। প্রসূন ছাড়াও অভিনয়
করবেন ফেরদৌস, আলী আফতাবসহ আরো অনেকেই।
Monday, February 18, 2013
গেঁয়ো যুবকের প্রেমে সারিকা
শহুরে
মেয়ে সারিকা। খুব উচ্চাভিলাসী, স্টাইলিস্ট এবং ফ্যাশনেবল তরুণী। পরিবারের
বড় মেয়েও সে। কিন্তু গ্রাম থেকে চাকরির খোঁজে ঢাকায় আসা জাহিদ হাসানের
প্রেমে পড়ে যায় সারিকা। এমনই গল্প নিয়ে একটি একক নাটকে অভিনয় করবেন সারিকা।
তাঁর বিপরীতে অভিনয় করবেন জাহিদ হাসান। রুদ্র মাহফুজের রচনা ও সাখাওয়াত
হোসেন মানিকের পরিচালনায় নাটকটির নাম 'কেন মিছে নক্ষত্রেরা'। ২১ ফেব্রুয়ারি
থেকে উত্তরায় নাটকটির শুটিং হবে।
সারিকা বলেন, 'জাহিদ ভাইয়ের সঙ্গে অভিনয় করার সৌভাগ্য আমার আগেই হয়েছে। আবারও একটি সুযোগ পেলাম। আশা করি, এ নাটকেও আমি নতুন কিছু দর্শকদের উপহার দিতে পারব।' এটিএন বাংলার জন্য নির্মিতব্য এ নাটকে আরো অভিনয় করবেন আবুল হায়াত, ডলি জহুর, রিপন ও সীমন্তীসহ আরো অনেকে
সারিকা বলেন, 'জাহিদ ভাইয়ের সঙ্গে অভিনয় করার সৌভাগ্য আমার আগেই হয়েছে। আবারও একটি সুযোগ পেলাম। আশা করি, এ নাটকেও আমি নতুন কিছু দর্শকদের উপহার দিতে পারব।' এটিএন বাংলার জন্য নির্মিতব্য এ নাটকে আরো অভিনয় করবেন আবুল হায়াত, ডলি জহুর, রিপন ও সীমন্তীসহ আরো অনেকে
সবার সঙ্গেই কাজ করবেন আসিন
দক্ষিণের সুপারহিট অভিনেত্রী আসিন 'গজিনী' ছবির মধ্য দিয়ে বলিউডে প্রবেশ
করেন এবং প্রথম ছবিতেই বাজিমাত। কিন্তু প্রথম ছবিতে যে অভিনেত্রী আসিনকে
পাওয়া গিয়েছিল, সেটা তাঁর পরবর্তী ছবিগুলোতে অনুপস্থিত ছিল। আসিন মূলত
পরিণত হন ১০০ কোটি রুপির পুতুলে। আশ্চর্যজনকভাবে তাঁর অভিনীত প্রায় সব ছবিই
১০০ কোটি রুপি ব্যবসা করেছে। এ নিয়ে আসিন বলেন, 'আসলে প্রথম ছবির পর
বন্যার পানির মতো প্রস্তাব আসতে থাকে। তখন অনেকেরই পরামর্শ ছিল, ছবি যদি
করতেই হবে তবে শুধু খান ও কাপুরদের সঙ্গেই করতে হবে। যাতে বলিউডে অবস্থান
তৈরি হয়। আমিও সেই পরামর্শ মতেই কাজ করেছি। তবে এখন আমি সবার সঙ্গেই কাজ
করতে চাই। নতুন প্রজন্মের তরুণদের সঙ্গে অভিনয় করার জন্য তৈরি হয়ে আছি।
আমার মনে হয়, রণবীর কাপুর, রণবীর সিং, আয়ুশমান, অর্জুন কাপুর এদের সঙ্গে
আমাকে মানিয়ে যাবে এবং আমাদের জুটিও দর্শক পছন্দ করবে।'
Tuesday, February 12, 2013
গ্র্যামির আসরে পণ্ডিত রবিশঙ্করকে স্মরণ
মৃত্যুর ৬০ দিন পর ৫৫তম গ্র্যামির আসরে দুবার উচ্চারিত হলো পণ্ডিত
রবিশঙ্করের নাম। গত রোববার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের
স্ট্যাপলস সেন্টারে প্রয়াত এই সেতারসম্রাটকে দেওয়া হয় আজীবন সম্মাননা।
বাবার হয়ে এই পদক নিয়েছেন আনুশকা শঙ্কর ও নোরা জোনস। এ ছাড়া বেস্ট ওয়ার্ল্ড
মিউজিক অ্যালবামের পদকটির পাশে লেখা হলো পণ্ডিত রবিশঙ্করের নাম। এই
বিভাগের আরেকজন প্রতিযোগী আনুশকা শঙ্কর। তবে বাবার হয়ে পদকটি গ্রহণ করেন
তিনিই।
এবার গ্র্যামির পুরস্কার পেয়েছেন পল ম্যাককার্টনি, অ্যাডেলে ও বিয়ন্স নোয়েলস। কিসেস অন দ্য বটম অ্যালবামের জন্য পল ম্যাককার্টনি জিতলেন বেস্ট ট্র্যাডিশনাল পপ ভোকাল অ্যালবামের সম্মাননা। বেস্ট ট্র্যাডিশনাল আরঅ্যান্ডবি পারফরম্যান্সের পদক গেছে বিয়ন্সের ‘লাভ অন টপ’ গানটির জন্য। আর অ্যাডেলের হাতে আরেকটি গ্র্যামি উঠল বেস্ট পপ সলো পারফরম্যান্স বিভাগে, ‘সেট ফায়ার টু দ্য রেইন’ ছিল পুরস্কার জেতা গান।
এবার গ্র্যামির পুরস্কার পেয়েছেন পল ম্যাককার্টনি, অ্যাডেলে ও বিয়ন্স নোয়েলস। কিসেস অন দ্য বটম অ্যালবামের জন্য পল ম্যাককার্টনি জিতলেন বেস্ট ট্র্যাডিশনাল পপ ভোকাল অ্যালবামের সম্মাননা। বেস্ট ট্র্যাডিশনাল আরঅ্যান্ডবি পারফরম্যান্সের পদক গেছে বিয়ন্সের ‘লাভ অন টপ’ গানটির জন্য। আর অ্যাডেলের হাতে আরেকটি গ্র্যামি উঠল বেস্ট পপ সলো পারফরম্যান্স বিভাগে, ‘সেট ফায়ার টু দ্য রেইন’ ছিল পুরস্কার জেতা গান।
সালমানকে হটিয়ে হৃতিক
বলিউডের অভিনেতা সালমান খানকে হটিয়ে কোমল পানীয় মাউনটেন ডিউর নতুন মুখ নির্বাচিত হলেন হৃতিক রোশন।
সালমানের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এখন থেকে মাউনটেন ডিউ ব্র্যান্ডের দূত হিসেবে দায়িত্ব পালন করবেন হৃতিক। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ‘হিন্দুস্তান টাইমস’।
এ প্রসঙ্গে মাউনটেন ডিউ প্রস্তুতকারী প্রতিষ্ঠান পেপসিকোর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘দুঃসাহসী এবং কোনো কিছুতেই ভীত নন—এমন ব্যক্তিত্বের প্রতিনিধি হিসেবে দারুণ মানানসই হৃতিক রোশন। এ জন্যই মাউনটেন ডিউ ব্র্যান্ডের দূত নির্বাচন করা হয়েছে তাঁকে।’
মজার বিষয় হলো, প্রায় এক দশক ধরে কোমল পানীয় থাম্বস আপের দূত হিসেবে দায়িত্ব পালন করছিলেন অক্ষয় কুমার। গত বছর তাঁর পরিবর্তে থাম্বস আপের দূত নিযুক্ত হন সালমান। এবার সালমানকে হটিয়ে তাঁর জায়গা দখল করলেন হৃতিক।
হিরো, এসার, লিবার্টি, আইবলসহ ডজন খানেক ব্র্যান্ডের দূতিয়ালির দায়িত্ব পালন করছেন হৃতিক। এ ছাড়া, গত বছরের ডিসেম্বরে সুইজারল্যান্ডের বিখ্যাত রাডো ঘড়ির দূত নিযুক্ত হয়েছেন তিনি।
কিছুদিন আগে একটি মোবাইল ফোন কোম্পানির দূত হিসেবে দায়িত্ব পালনের জন্য ১৫ কোটি ভারতীয় রুপির প্রস্তাব দেওয়া হয়েছিল হৃতিককে। কিন্তু পণ্য বিক্রির জন্য কোম্পানিটি মরিয়া হয়ে ওঠায় লোভনীয় ওই প্রস্তাব ফিরিয়ে দেন তিনি।
সালমানের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এখন থেকে মাউনটেন ডিউ ব্র্যান্ডের দূত হিসেবে দায়িত্ব পালন করবেন হৃতিক। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ‘হিন্দুস্তান টাইমস’।
এ প্রসঙ্গে মাউনটেন ডিউ প্রস্তুতকারী প্রতিষ্ঠান পেপসিকোর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘দুঃসাহসী এবং কোনো কিছুতেই ভীত নন—এমন ব্যক্তিত্বের প্রতিনিধি হিসেবে দারুণ মানানসই হৃতিক রোশন। এ জন্যই মাউনটেন ডিউ ব্র্যান্ডের দূত নির্বাচন করা হয়েছে তাঁকে।’
মজার বিষয় হলো, প্রায় এক দশক ধরে কোমল পানীয় থাম্বস আপের দূত হিসেবে দায়িত্ব পালন করছিলেন অক্ষয় কুমার। গত বছর তাঁর পরিবর্তে থাম্বস আপের দূত নিযুক্ত হন সালমান। এবার সালমানকে হটিয়ে তাঁর জায়গা দখল করলেন হৃতিক।
হিরো, এসার, লিবার্টি, আইবলসহ ডজন খানেক ব্র্যান্ডের দূতিয়ালির দায়িত্ব পালন করছেন হৃতিক। এ ছাড়া, গত বছরের ডিসেম্বরে সুইজারল্যান্ডের বিখ্যাত রাডো ঘড়ির দূত নিযুক্ত হয়েছেন তিনি।
কিছুদিন আগে একটি মোবাইল ফোন কোম্পানির দূত হিসেবে দায়িত্ব পালনের জন্য ১৫ কোটি ভারতীয় রুপির প্রস্তাব দেওয়া হয়েছিল হৃতিককে। কিন্তু পণ্য বিক্রির জন্য কোম্পানিটি মরিয়া হয়ে ওঠায় লোভনীয় ওই প্রস্তাব ফিরিয়ে দেন তিনি।
Subscribe to:
Posts (Atom)