Sunday, April 14, 2013

‘লায়লা’ আইটেম গান নিয়ে সেন্সর বোর্ডের আপত্তি

শুটআউট অ্যাট ওয়াডালা’ ছবির ‘লায়লা’ আইটেম গানে অংশ নিয়েছেন ‘জিসম টু’ তারকা সানি লিওন। সম্প্রতি গানটির কথা এবং দৃশ্যায়ন নিয়ে আপত্তি তুলেছে ভারতের সেন্সর বোর্ড। এর পরিপ্রেক্ষিতে গানের কথায় কিছুটা পরিবর্তন এনে আবার এর দৃশ্য ধারণ করা হয়েছে।
এ প্রসঙ্গে ছবির পরিচালক সঞ্জয় গুপ্তর উদ্ধৃতি দিয়ে ‘হিন্দুস্তান টাইমস’ জানিয়েছে, গানটির কথায় পরিবর্তন আনা হয়েছে। এখন গানটি শুনতে বেখাপ্পা লাগলেও, সেন্সর বোর্ডের আপত্তির কারণে এ পরিবর্তন আনতে হয়েছে বলে দাবি করেছেন সঞ্জয়।
গানটির ভিডিওতে সানি লিওনের অশ্লীল পোশাক নিয়েও আপত্তি তোলা হয়েছে সেন্সর বোর্ডের পক্ষ থেকে। এ প্রসঙ্গে সঞ্জয়ের ভাষ্য, ‘সেন্সর বোর্ডের আপত্তির পর আবার নতুন করে গানটির শুটিং করা হয়েছে। এই নিয়ে মোট আটবার গানটির শুটিং করা হলো। আমি এর আগেও এ ধরনের গানের শুটিং করেছি। “কাঁটে” ছবির “মাহি ভে” কিংবা “মুসাফির” ছবির “ও সাকি সাকি” গানগুলোর দৃশ্যধারণ নিয়ে এত ঝামেলা পোহাতে হয়নি আমাকে।’

Saturday, April 6, 2013

শাহাদাতের নতুন ইনিংস

বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছিলেন গত পরশু। আজ শুক্রবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে বিবাহোত্তর সংবর্ধনাটাও হয়ে গেল ক্রিকেটার শাহাদাত হোসেনের।
জীবনের নতুন ইনিংসে ২৬ বছর বয়সী মিডিয়াম-ফাস্ট বোলার শাহাদাতের সঙ্গী জেসমিন জাহান নৃত্য। তিনি উচ্চমাধ্যমিকের ছাত্রী। ঢাকায় মালিবাগে বাসা, পড়াশোনাও করছেন ঢাকাতেই। জেসমিনের গ্রামের বাড়ি কুমিল্লায়, বাবা প্রকৌশলী। ২০০৫ সালের মে মাসে টেস্ট অভিষেক হয় শাহাদাতের। ওয়ানডে অভিষেক এক বছর পর। এ পর্যন্ত বাংলাদেশের হয়ে ৩৫টি টেস্টে অংশ নিয়েছেন তিনি। শিকার করেছেন ৭০ উইকেট। ৫১টি ওয়ানডেতে অংশ নিয়ে শাহাদাতের অর্জন ৪৭ উইকেট।
আজ জিম্বাবুয়ে সফরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। ঘোষিত দলে আছেন শাহাদাতও

Friday, April 5, 2013

ঠাণ্ডা যুদ্ধে ক্যাটরিনা-দীপিকা




ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ষষ্ঠ সিজনের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজক হওয়ার পরপরই শাহরুখ খান তাঁর দুই নায়িকা ক্যাটরিনা কাইফ ও দীপিকা পাড়ুকোনকে অনুষ্ঠানে অন্তর্ভুক্ত করেন। শাহরুখের প্রস্তাব দুজনের কেউই ফেলতে পারেননি। খবরটি মিডিয়ায় প্রকাশের সঙ্গে সঙ্গে এই দুই তারকার সমসাময়িক আরেক বলিউড নায়িকা কাছের বন্ধুদের বলেন, 'খুব মনোযোগ দিয়েছি উদ্বোধনী অনুষ্ঠান দেখার জন্য। না, শাহরুখের মনোমুঙ্কর অনুষ্ঠানের জন্য নয়, একই মঞ্চে রণবীর কাপুরের দুই সাবেক প্রেমিকা একে অন্যের সঙ্গে কেমন ব্যবহার করেন, তা দেখার জন্য।' আর এই নায়িকার কথাকে সত্য প্রমাণ করে মঞ্চে পাশাপাশি দাঁড়িয়েও একে অন্যের সঙ্গে একটি কথাও বলেননি ক্যাটস ও দীপস। এমনকি মঞ্চে একে অন্যের উপস্থিতি নিয়েও ছিলেন উদাসীন। তবে এ ক্ষেত্রে বুদ্ধিমানের পরিচয় দিয়েছেন শাহরুখ। হয়তো তিনিও এই স্নায়ুযুদ্ধ বুঝতে পেরেছিলেন, তাই প্রতিটা মুহূর্তেই তিনি দুই নায়িকার মাঝে দাঁড়িয়ে ছিলেন।

Tuesday, April 2, 2013

দেখা হলো পুরোনো প্রেমিকের সঙ্গে

বহু বছর পর এ কাকে দেখছেন। অনেকটা ভূত দেখার মতো চমকে ওঠেন মিথুন (ছদ্মনাম)। মনের মধ্যে অস্বস্তি, বউ না আবার টের পেয়ে যায়! পারিবারিক একটি বিয়েতে মিথুনের সঙ্গে দেখা হয় তাঁর একসময়ের প্রেমিকার। মিথুন বুঝতে পারেন না, আগ বাড়িয়ে কথা বলা ঠিক হবে কি না। পরিস্থিতিকে সহজ করতে সেই মেয়েটি নিজে এসে কথা বলেন মিথুন ও তাঁর বউ অরণির সঙ্গে। বিশ্ববিদ্যালয়ের সহপাঠী হিসেবেই নিজেকে পরিচয় দেন তিনি। এতে খানিকটা হাঁফ ছেড়ে বাঁচেন মিথুন।
তবে ঘটনার এখানেই শেষ নয়। বেশ কয়েক দিন পর অরণি আবিষ্কার করেন, বিয়েবাড়ির সেই মেয়েটি শুধু সহপাঠী নয়, মিথুনের একসময়ের প্রেমিকাও। পুরো বিষয়টিতে বেশ কষ্ট পান অরণি। মনে মনে ভাবেন, মিথ্যা বলার দরকার কী ছিল, মিথুন তো খোলাখুলি সত্যটাই বলতে পারত। কিন্তু মিথুন ভেবেছেন উল্টো। সত্যিটা জানলে অরণি নিশ্চয় কষ্ট পাবে।
দাম্পত্য জীবনে কখনো কখনো এই টানাপোড়েন তৈরি হয়। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হতে হয়। কিন্তু নিজেকে লুকিয়ে এই পরিস্থিতি মোকাবিলা করা যাবে না। জীবনের নানা বাঁকে বন্ধুত্ব, প্রেম হতেই পারে। এটিই স্বাভাবিক। সব প্রেম থেকেই যে বিয়ে হবে এমন নয়। কালের পরিক্রমায় একসময়ের প্রিয় মানুষটির সঙ্গে দেখা হতেই পারে। তখন কী করবেন আপনি।
বিশেষজ্ঞরা মনে করেন, পুরোনো প্রেমিক বা প্রেমিকার সঙ্গে দেখা হলে স্বামী বা স্ত্রীকে স্বাভাবিক থাকতে হবে। পরিস্থিতি সহজ করতে এর কোনো বিকল্প নেই। একসময়ের ভালোবাসার মানুষটির সঙ্গে দেখা হলে মনে আলোড়ন হতেই পারে। এই অনুভূতি অস্বীকার না করলেও তা নিয়ে উচ্ছ্বসিত হওয়া উচিত হবে না। এ ক্ষেত্রে সঙ্গীকেও অনেক উদারতার পরিচয় দিতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক মাহবুবা নাসরীন বলেন, সঙ্গীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হলে শুরুতেই সত্যি বলতে পারেন। তবে সঙ্গী যদি সন্দেহবাতিক হন বা উদার মানসিকতার না হন, তাহলে কোনো রোমান্টিক মুহূর্তে তাঁকে সবকিছু খুলে বলুন। কথা লুকিয়ে গেলেই সন্দেহ তৈরি হয়। সঙ্গীকে সেই সুযোগ দেবেন না। আবার সঙ্গীকেও বুঝতে হবে আপনার মনের অবস্থা। এটি নিয়ে দুশ্চিন্তার কিছু নেই।
যদি পুরোনো প্রেমিক বা প্রেমিকার সঙ্গে কোনো কারণে দেখা হয়ে যায়, তাহলে উভয় পক্ষই কী করতে পারে, সে বিষয়ে পরামর্শ দেওয়া হলো:
 স্বামী-স্ত্রীর পরস্পরের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও বিশ্বস্ততার সম্পর্ক থাকলে সরাসরি কথা বলতে হবে। হয়তো পারিবারিক বা আনুষ্ঠানিক উপলক্ষে কোথাও দেখা হয়ে গেল, তাহলে ঠিক সেই মুহূর্তে না বলে বাসায় ফিরে শান্তভাবে বলতে পারেন।
 হয়তো সঙ্গীর অবর্তমানে দেখা হলো। তবু বাসায় ফিরে বলা যেতে পারে। এতে সম্পর্কে স্বচ্ছতা থাকবে।
 সঙ্গীর পুরোনো প্রেমিক বা প্রেমিকার কথা জানার পর বা পরিচয়ের পর এটি নিয়ে বেশি না ভাবাই ভালো। এতে দাম্পত্যে দূরত্ব তৈরি হয়। বুঝতে হবে, একসময় হয়তো সঙ্গীর জীবনে তিনি ছিলেন। এখন তিনি অতীত। আপনিই বর্তমান। সব ভালোবাসা-শ্রদ্ধা আপনার জন্য। ফলে নেতিবাচক ভাবনা মনে স্থান না দেওয়াই ভালো।
 খেয়াল রাখতে হবে, পুরোনো সম্পর্ক যেন আবার নতুন রূপ না পায়। সঙ্গীর বিশ্বাস না ভাঙে।

Sunday, March 31, 2013

প্রিয়াংকার নতুন গানে পিটবুল!

বলিউডের অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া তাঁর দ্বিতীয় মিউজিক ভিডিওর শুটিংয়ের কাজে বর্তমানে যুক্তরাষ্ট্রের মায়ামিতে। জানা গেছে, ‘এগজোটিক’ শিরোনামের গানটিতে প্রিয়াংকার সঙ্গে কণ্ঠ দিচ্ছেন জনপ্রিয় মার্কিন র্যাপ সংগীতশিল্পী পিটবুল।
এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, প্রিয়াংকা এই মুহূর্তে গানটির নিজের অংশের রেকর্ডিং করছেন। পাশাপাশি চলছে মিউজিক ভিডিওর মহড়া। শিগগিরই তাঁর সঙ্গে যোগ দেবেন পিটবুল। পুরো গানের রেকর্ডিং শেষে মিউজিক ভিডিওর দৃশ্য ধারণের কাজ শুরু হবে।
প্রিয়াংকা চোপড়া ২০০০ সালে বিশ্ব সুন্দরী খেতাব পাওয়ার পর বলিউডের একজন সফল অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। গায়িকা ও গীতিকার হিসেবেও আত্মপ্রকাশ করেছেন।
২০১১ সালে যুক্তরাষ্ট্রের সর্ববৃহত্ মিউজিক কোম্পানি ইউনিভার্সেল মিউজিক গ্রুপের সঙ্গে প্রথম আন্তর্জাতিক অডিও অ্যালবাম প্রকাশের জন্য চুক্তিবদ্ধ হন প্রিয়াংকা চোপড়া। তাঁর প্রথম মিউজিক ভিডিও ‘ইন মাই সিটি’ প্রকাশিত হয়েছিল গত বছরের ২৯ জানুয়ারি।

CLICK THIS PIC :

সালমানের সঙ্গে অভিনয়ে আগ্রহী আমির

বলিউডের অন্যতম প্রভাবশালী দুই তারকা সালমান খান এবং আমির খান অভিনীত চলচ্চিত্র ‘আন্দাজ আপনা আপনা’ মুক্তি পেয়েছিল ১৯ বছর আগে। সম্প্রতি আবারও সালমান খানের সঙ্গে এক ছবিতে অভিনয়ের আগ্রহ প্রকাশ করলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’খ্যাত আমির। তবে পূর্বশর্ত হিসেবে তিনি উল্লেখ করেছেন পছন্দসই চিত্রনাট্যের কথা।
এ প্রসঙ্গে আমিরের ভাষ্য, ‘সালমানের সঙ্গে আন্দাজ আপনা আপনা ছবিতে অভিনয় করেছিলাম। এটি আমার অন্যতম পছন্দের একটি ছবি। আবারও একসঙ্গে ছবিতে কাজ করতে পারলে আমার অনেক ভালো লাগবে। সালমান সহ-অভিনেতা হিসেবে চমত্কার। পছন্দসই চিত্রনাট্য আমাদের হাতে এলে সানন্দে অভিনয় করতে রাজি হয়ে যাব।’
আমির আরও বলেন, ‘আমি পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী ছবি নির্বাচন করি না। আগে ভালোভাবে চিত্রনাট্য পড়ে দেখি। চিত্রনাট্যে মজার কিছু খুঁজে পেলে হ্যাঁ বলি।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ।
বলিউডে ‘মিস্টার পারফেকশনিস্ট’ তকমা পেলেও নিজেকে নিখুঁত মনে করেন না বলেই জানিয়েছেন আমির। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি মনে করি, চলচ্চিত্রের মতো সৃষ্টিশীল শিল্প মাধ্যমে নিখুঁত হওয়ার কোনো সুযোগ নেই।’
আমির আরও বলেন, ‘প্রতিটি শিল্পী ভিন্নভিন্নভাবে নিজেদেরকে প্রকাশ করেন। অভিনয়ের প্রতি তীব্র ভালোবাসা থেকেই আমি কাজ করি। কাজের মধ্যে আনন্দ খুঁজে পাই। নিজেকে পুরোপুরি কাজে সঁপে দিয়ে নিখুঁত হওয়ার চেষ্টা করি মাত্র। ভালো কাজের মধ্য দিয়ে নিজেকেই বিস্মিত করে দিতে চাই। ছবির ব্যবসায়িক সাফল্য নিয়ে মোটেও মাথা ঘামাই না আমি।’
CLICK THIS PIC :

আনুশকার ‘না’


সমপ্রতি একটি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন আনুশকা শর্মা। এ ছবিটি পরিচালনা করছেন প্রিয়দর্শন। এ পরিচালকের সঙ্গে প্রথমবারের মতো কাজ করছেন আনুশকা। ছবিতে তাকে দেখা যাবে তুষার কাপুরের বিপরীতে। ছবির একটি স্থানে চুমোদৃশ্যের পরিকল্পনা করেছিলেন প্রিয়দর্শন। কিন্তু এ দৃশ্যটি আনুশকা করতে পারবেন না বলে সমপ্রতি সাফ জানিয়ে দিয়েছেন। ধারণা করা হচ্ছে তুষার কাপুর হওয়ায় চুমোদৃশ্যটি করতে চাচ্ছেন না তিনি। তবে প্রথমবারের মতো এ নায়িকা চুমোদৃশ্য করতে রাজি না হওয়ায় অবাকই হয়েছেন বলিউড সংশ্লিষ্টরা। আনুশকার মুখে ‘না’ শোনার পরও তাকে বেশ কয়েকবার বিষয়টি নিয়ে আরও একবার ভাবার পরামর্শ দিয়েছিলেন প্রিয়দর্শন। কিন্তু কোনভাবেই এই চুমোদৃশ্যটি করতে রাজি করানো যায়নি আনুশকাকে। তাই বাধ্য হয়েই পরিচালক চুমোদৃশ্যটি ছবি থেকে বাদ দিয়েছেন। এ ছবিটির শুটিং শুরু হতে যাচ্ছে এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে। তবে আনুশকার এমন সিদ্ধান্তের বিপরীতে এখন পর্যন্ত তুষার কাপুরের মন্তব্য শোনা যায়নি। এ বিষয়ে মিডিয়াকে আনুশকা জানিয়েছেন, আসলে সব সময় যে সব ধরনের দৃশ্য করতে হবে তেমন কোন কথা নেই। আমার মনে হয়েছে এই চুমোদৃশ্যটি ছবিতে আমার চরিত্রটির সঙ্গে যাচ্ছে না। তাই আমি এটি করবো না বলে জানিয়েছি। এ নিয়ে আসলে আলোচনার কিছু নেই। আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন।
CLICK THIS PIC :

ইমপ্রেস টেলিফিল্মের বুটিক সিনেমা- একসঙ্গে ৬ নতুন পরিচালকের অভিষেক


‘নতুন’ কথাটির প্রতি ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের আলাদা একটা দুর্বলতা আছে। ‘নতুন’ কিংবা ‘প্রথম’ কোন কিছু হলেই তিনি সেটা গ্রহণ করতে কার্পণ্য করেন না। কারণ, তিনি বিশ্বাস করেন নতুনরাই সময়কে নিয়ন্ত্রণ করতে পারে। নতুনরাই আগামীদিনের ভবিষ্যত। তাই তো গতকাল রাজধানীর অভিজাত একটি পাঁচ তারকা হোটেলে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ফরিদুর রেজা সাগর ঘোষণা করলেন ইমপ্রেস টেলিফিল্মের নতুন প্রয়াস বুটিক সিনেমার নাম। ঘোষণা করলেন ৬ জন একেবারেই নতুন আনকোরা চলচ্চিত্র পরিচালকের নাম। ফুলেল শুভেচ্ছা আর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তাদের চলচ্চিত্রে অভিষিক্ত করলেন তিনি। পরিচালক ৬ জন হলেন- অমিতাভ রেজা, আকরাম খান, আদনান আলম রাজীব, আবু শাহেদ ইমন, গোলাম কিবরিয়া ও রবিউল আলম রবি। এই ৬ জন পরিচালকের ছবি নির্মাণের সঙ্গে কার্যনির্বাহী প্রযোজক হিসেবে সক্রিয়ভাবে জড়িত থাকবেন আরেক আলোচিত পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী এবং তিনি নিজেও একটি ছবি নির্মাণ করবেন। একসঙ্গে ৬ জন নতুন পরিচালককে দিয়ে ছবি নির্মাণের মতো সাহসী পদক্ষেপের জন্য ৭৫ ছবির নির্মাতা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম এবং তার ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরকে অভিনন্দন এবং নতুনদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত পরিচালক চাষী নজরুল ইসলাম, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক মতিন রহমান, পরিচালক মহম্মদ হান্‌নান, শাহ আলম কিরণ, গোলাম রাব্বানী বিপ্লব, সামিয়া জামান, মুশফিকুর রহমান গুলজার, অনিমেষ আইচ, বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব হাবিবুর রহমান খান। কাহিনীকার গাউসুল আলম শোভন ও মোস্তফা সরয়ার ফারুকী। ‘বড় স্বপ্ন ছোট লাফ’- এ স্লোগানকে সামনে রেখে যে ৬টি ছবি নির্মাণ হবে সেগুলো হলো- ‘প্রক্সি’ (অমিতাভ রেজা), ‘কে’ (আকরাম খান), ‘প্রজন্ম এক্স’ (আদনান আল রাজীব), ‘জালালের পিতাগণ’ (আবু শাহেদ ইমন), ‘কর্পুর’ (গোলাম কিবরিয়া) ও ‘টাকার খেলা’ (রবিউল আলম রবি)। ফারজানা ব্রাউনিয়ার উপস্থাপনায় চ্যানেল আইতে সরাসরি সমপ্রচারিত বর্ণাঢ্য এ অনুষ্ঠানে নতুন ৬ পরিচালককে ‘রেড কার্পেট’ সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানের শুরুতেই ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ছবিগুলোর উল্লেখযোগ্য অংশ প্রদর্শন করা হয়। পরে নতুন ৬ জন পরিচালকের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরা হয়। ইমপ্রেস টেলিফিল্মের বুটিক সিনেমার ওয়েবসাইট উদ্বোধনের মধ্য দিয়ে সিনেমায় নতুন দিগন্তের সূচনা করা হয়। ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর নতুন ৬ জন পরিচালককে সাহস ও অনুপ্রেরণা জোগানোর জন্য চলচ্চিত্র শিল্প ও গণমাধ্যমের প্রতি আহ্বান জানান। উল্লেখ্য, সুস্থধারার চলচ্চিত্র নির্মাণ প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম লি. ২০০৩ সাল থেকে নিয়মিত চলচ্চিত্র প্রযোজনা পরিবেশনা করে আসছে। এ পর্যন্ত প্রায় ৭৫টি ছবি নির্মাণ করেছে তারা। এসবের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ছবিই বিভিন্ন শাখায় ১১৬টি জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ দেশ-বিদেশে অসংখ্য পুরস্কার লাভ করেছে।
CLICK THIS LINK :Best Java Games, Apps;

Saturday, March 30, 2013

বিন্দুর 'আত্মহত্যা'!

সত্যি নয়, একটি একক নাটকে আত্মহত্যা করতে দেখা যাবে বিন্দুকে। মারুফ হোসেন সজীবের রচনা ও পরিচালনায় 'জনারণ্যে জোনাকি' নাটকে আত্মহত্যা করতে দেখা যাবে তাঁকে। নাটকের গল্পে দেখা যাবে বিন্দু দরিদ্র ঘরের মেয়ে। পড়াশোনার জন্য ঢাকায় আসে। বাড়ি থেকে তাকে টাকা পাঠাতে পারে না তার পরিবার। কয়েক দিনের ক্ষুধার যন্ত্রণায় বিপথে যাওয়ার সিদ্ধান্ত নেয় বিন্দু। পরিচয় ঘটে এক দালালের সঙ্গে। শুরু হয় তার অন্ধকার পথে যাত্রা। সেই পথ থেকে ফিরে বিয়ে করে স্বাভাবিক জীবন যাপন করতে চায় সে। কিন্তু কে তাকে বিয়ে করবে। এ জীবন থেকে ফিরে সে-ই বা কিভাবে নিজের জীবনের সঙ্গে আরেকজনকে জড়াবে। অবশেষে আত্মহত্যার পথ বেছে নেয় সে। বিন্দু বলেন, 'নিঃসন্দেহে একটি ভালো কাজ করেছি। গল্পের বাস্তবতাটাকে খুব সহজ ভাষায় প্রকাশ করার চেষ্টা করা হয়েছে, সংলাপ খুবই কম হওয়ায় অভিনয় করার সুযোগ পেয়েছি এবং তা করার চেষ্টা করেছি, আসলে আমরা অভিনয়শিল্পীরা এই ধরনের গল্পই খুঁজে থাকি, যেখানে অপ্রয়োজনীয় সংলাপের চেয়ে গল্প বলার ধরনটা একটি ভিন্ন মাত্রা যোগ করে। আশা করি দর্শকদের খুবই ভালো লাগবে।'CLICK THIS LINK :Best Java Games, Apps
CLICK THIS PIC :

আইপিএলে দীপিকা

আসন্ন আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে ক্যাটরিনা কাইফের অংশগ্রহণ নিশ্চিত করার পর শাহরুখ খান তাঁর 'চেন্নাই এঙ্প্রেস' ছবির নায়িকা দীপিকা পাড়ুকোনকেও উদ্বোধনী অনুষ্ঠানের জন্য চুক্তিবদ্ধ করেছেন। ২ এপ্রিল কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজক শাহরুখের রেড চিলি এন্টারটেইনমেন্ট। শাহরুখের দল কলকাতা নাইট রাইডার্স। উদ্বোধনী অনুষ্ঠানটিও হবে কলকাতায়। শাহরুখের নাচ ছাড়া কি আর চলে! প্রথমেই শাহরুখ তাঁর 'জব তক হ্যায় জান' ছবির নায়িকা ক্যাটরিনাকে রাজি করান তাঁর সঙ্গে নাচার জন্য। কিন্তু এক নায়িকা দিয়ে কি আর মন ভরে, তাই শাহরুখের সঙ্গে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত হবেন দীপিকা। শাহরুখ আগে থেকেই চাইছিলেন তাঁকে। প্রায় সোয়া লাখ দর্শকের সামনে দীপিকার সঙ্গে নিজের রসায়নটা ঝালাই করাটাই মূল উদ্দেশ্য। এ ছাড়া তাঁর সঙ্গেই তো পরবর্তী ছবি চেন্নাই এঙ্প্রেস। শুধু বলিউড তারকাই নন, মার্কিন র‌্যাপার পিটবুলকেও অনুষ্ঠানে নিয়ে আসছেন কিং খান।

Thursday, March 28, 2013

রঙের ভেলায়...

নাফিজার মনে ভালই রঙ লেগেছে। রঙ লাগাটা অবশ্য তার নতুন কোন স্বভাব নয়। শুটিং হাউজে নাফিজার উপস্থিতি অথবা, ফেসবুকে তার একাধিক স্ট্যাটাস এবং ছবি পোস্ট সে কথাই জানান দেয় বারে বার। মনে হয় যেন নাফিজার যেখানেই উপস্থিতি, সেখানটাই রঙের মেলা। এইতো গত সপ্তাহেই নাফিজা তার ফেসবুকে ‘সুইসাইড’ স্ট্যাটাস দিয়ে সবাইকে অবাক করেছেন। কিন্তু এটাই নাফিজা। এটাই তার ক্যারেক্টার। ভাল অথবা খারাপ চিন্তা না করে মনের ভাললাগার উপরই পথ চলেন তিনি। আর এজন্যই নিজেকে সবসময় রঙের ভেলায় ভাসিয়ে রাখতে পছন্দ করেন। নাফিজা বলেন, জীবনটা আর কয়দিনের। একটু আমদ ফুর্তিতে না চলে যদি শুধু নিজেকে অভাগা ভেবে পথ চলি; তবে আমার সঙ্গে সঙ্গে আরও কিছু মানুষের পথ চলায় বাঁধা আসবে। তাই আমি সবসময় ফুর্তি চাই। যতক্ষণ মনে রঙ আছে, ততক্ষণে সেই রঙে অন্যকে রাঙাতে চাই। এমনি বাস্তবিক চরিত্র নিয়েও নাফিজা সমপ্রতি অভিনয় করেছেন ‘এই দুনিয়ার রঙের মেলা’ নামের একটি ধারাবাহিক নাটকে। ধারাবাহিকটি রচনা ও পরিচালনা করেছেন মোশারফ হোসেন লিটন এবং নাট্যরূপ দিয়েছেন আকাশ রঞ্জন। এতে নাফিজার সঙ্গে আরও অভিনয় করেছেন ড. এনামুল হক, ফারুক আহমেদ, ফারজানা ছবি, মিমো, পরান, প্রাণ রায়, আমিন আজাদ, শিরিন আলম, অবিদ রেহান, রুনা খানসহ আরও অনেকে। গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত এই ধারাবাহিক নাটকের গল্প গড়ে উঠেছে- রশীদপুর গ্রামের এক প্রভাবশালী ব্যক্তির নাম সলেমান পাটোয়ারী। নিজের শিক্ষাকে অপব্যবহার করে অত্র গ্রামের সহজ সরল অশিক্ষিত আক্কাস আমীর সরলতাকে কাজে লাগিয়ে জমি রেকর্ডের সময় আক্কাস আলীর জমি নিজের নামে রেকর্ড করে মধ্যবৃত্ত থেকে ধনী হয়ে যায়। কথায় আছে কৃপণের ধন রাখে না মান। ঠিক তেমনি তিন ছেলের মধ্যে মেঝ ছেলে মিলন ছাড়া বাকি দু’জন মামুন ও সুমন বাউন্ডেলে। এদের কারণে সলেমান পাটোয়ারী দুঃখের সীমা নেই। ঘটনার এক পর্যায়ে মৃত আক্কাস আলীর ছেলে জয়নাল প্রতিশোধ নিতে সলেমান পাটোয়ারীর বাড়িতে ছলে বলে কৌশলে নিজের আপন বোন কুলসুমকে কাজের মেয়ে হিসেবে যোগদান করায়। শুরু হয় এক অন্য রকম ট্রাজেডিক্যাল রসাত্মক কাহিনী। নাফিজা বলেন, এই নাটকটিতে অভিনয় করেছি অতি সমপ্রতি। এতে গ্রামের উচ্ছ্বল এক মেয়ের চরিত্রে আমাকে দেখা যাবে। নাটকটি আশা করছি দর্শকের কাছে ভালই লাগবে। এছাড়া বর্তমানে নাফিজা অভিনীত নাটক প্রচার চলছে মোহাম্মদ মোস্তাফা কামাল রাজের পরিচালনায় ‘ইডিয়টস’।

হলিউডে সামিরা

ইতিমধ্যে বলিউড থেকে হলিউডের ছবিতে অভিনয়ের মধ্যে দিয়ে প্রশংসিত হয়েছেন ঐশ্বর্য রাই বচ্চন ও মল্লিকা সেরাওয়াত। ঐশ্বর্য একটি এবং মল্লিকা হলিউডের দুটি ছবিতে অভিনয় করেছেন। এদিকে এই দু’জনের বাইরে বলিউড থেকে হলিউডে অভিষেক হচ্ছে কোয়েনা মিত্রর। অন্যদিকে এষা গুপ্তারও কথাবার্তা চলছে হলিউড ছবিতে অভিনয়ের। এবার তাদের ধারাবাহিকতায় হলিউড ছবিতে অভিষেক হতে যাচ্ছে বলিউড অভিনেত্রী সামিরা রেড্ডির। ইতিমধ্যে হলিউডের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এই ছবিটি প্রযোজনা করছেন কারিন আর্মস্ট্রং। এর আগে এই প্রযোজকের ছবিতে কাজ করছেন কোয়েনা মিত্রও। সামিরা অভিনীত হলিউডের ছবিটির শুটিং শুরু হতে যাচ্ছে জুনের প্রথম সপ্তাহ থেকে। তাই জুন ও জুলাই মাসটি ছবির শুটিং করতে সামিরা অবস্থান করবেন লসঅ্যাঞ্জেলেসে। এদিকে সামিরা বর্তমানে তিনটি বলিউডের ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। এই তিনটির মধ্যে দুটি পরিচালনা করছেন প্রিয়দর্শন। অন্যটি পরিচালনা করছেন পিকে সিনহা। এই ছবিগুলোর কাজ মে মাসের মধ্যেই শেষ করে ফেলবেন সামিরা। পরিচালকদেরও ওই ভাবেই শিডিউল দিয়েছেন তিনি। হলিউডের ছবির শুটিংয়ের কারণে বলিউডের এই তিনটি ছবির শুটিং টানা শেষ করতে চাচ্ছেন সামিরা। উল্লেখ্য, এর আগেও হলিউডের একটি ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন সামিরা। কিন্তু সেই ছবিতে পুরোপুরি নগ্ন দৃশ্যে ক্যামেরাবন্দি হতে হবে বলে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি। এবার কারিন আর্মস্ট্রংয়ের ছবিতে এফবিআইয়ের এজেন্ট হিসেবে অভিনয় করতে দেখা যাবে সামিরাকে। নিজের হলিউড অভিষেক নিয়ে দারুণ উচ্ছ্বসিত সামিরা রেড্ডি বলেন, বলিউডে অনেক ছবিতে বিভিন্ন চরিত্রেই কাজ করেছি। তবে হলিউড বলিউড থেকেও অনেক বড় জায়গা। আমি সবচেয়ে বেশি আনন্দিত এজন্য যে ভাল একটি কাহিনীর ছবির মাধ্যমে হলিউডে আমার অভিষেক হচ্ছে। এখানে আমার চরিত্রটিও বেশ শক্তিশালী। আশা করছি ভালভাবে এই ছবিটির কাজ শেষ করতে পারবো।

মডেল রাহার লাশ উত্তোলন

লাক্স তারকা ও মডেল সুমাইয়া আজগার রাহার লাশ আজ বৃহস্পতিবার আজিমপুর কবরস্থান থেকে উত্তোলন করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিম বানুর উপস্থিতিতে আজ বেলা দেড়টার দিকে রাহার লাশ তোলা হয়। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে নিয়ে যাওয়া হয়েছে।
লাশ উত্তোলনের সময় মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেনসহ পুলিশের পাঁচ সদস্য উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন রাহার বাবা আলী আজগার ও চাচা জামাল উদ্দিন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিম বানু উপস্থিত সাংবাদিকদের বলেন, লাশ গলে গেছে। তাই রাহার মৃত্যুর কারণ সম্পর্কে প্রাথমিকভাবে কিছুই বোঝা যাচ্ছে না। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের জন্য অপেক্ষা করতে হবে।
গতকাল বুধবার রাহার লাশ ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলার আদেশ দেন ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল ফজল মীর।
গত সোমবার মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এর জন্য আবেদন করেন। মহানগর হাকিম জয়নাব বেগম প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটের কাছে মামলার নথি পাঠানোর আদেশ দিয়েছিলেন।
পুলিশের আবেদনে বলা হয়, ২২ মার্চ রাতে রাহা তাঁর মোহাম্মদপুরের চাঁন মিয়া হাউজিংয়ের বাসায় ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে মৃত্যুবরণ করেন। বিষয়টি রাহার বাবা সংশ্লিষ্ট থানাকে না জানিয়ে লাশ দাফন করেন। মৃত্যুর কারণ খুঁজে দেখতে লাশ আজিমপুর কবরস্থান থেকে উত্তোলন, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিত্সক দ্বারা ময়নাতদন্ত করা প্রয়োজন।
গত রোববার রাত সোয়া ১০টার দিকে রাহার বাবা আলী আজগার মোহাম্মদপুর থানায় একটি অপমৃত্যুর মামলা করেন। এতে বলা হয়, রাহা শুক্রবার রাতে ঐশিক ও লামিয়া নামের দুই বন্ধুর সঙ্গে বাসায় ফেরেন। এ সময় শরীর খারাপ লাগছে বলে তাঁর মাকে জানান। মা তাঁকে লেবুর শরবত খেতে দেন। এরপর স্বাভাবিকভাবে ঘুমিয়ে পড়েন রাহা। পরদিন সকালে কোনো সাড়াশব্দ না পেয়ে তাঁরা দরজা ভেঙে দেখেন রাহা ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন।
২০০৭ সালে লাক্স তারকা প্রতিযোগিতায় সেরা দশে ছিলেন রাহা।

র‌্যাম্পে কারিনা

ডিজাইনার নম্রতা যোশিপুরার পোশাক পরে ল্যাকমে ফ্যাশন উইকের মঞ্চে হাঁটলেন কারিনা কাপুর। লম্বা পালাজো প্যান্টের সঙ্গে গোলাপি শার্ট আর জ্যাকেট পরেছিলেন তিনি। বললেন, ‘তিন বছর ধরে এতে অংশ নিচ্ছি আমি। এবার খুব ক্লান্ত লাগছিল। তবে মঞ্চে ওঠার মিনিট দুয়েক আগেই তা কেটে যায়। নম্রতার মতো নতুন ডিজাইনারদের অনুপ্রেরণা জোগাতে পেরে ভালো লাগছে।’
কারিনা আরও বলেন, ‘আমার প্রিয় রং কোরাল, লাল ও নীল। গরমের এই সময়টাতে সবাই হাসিখুশি থাকতে চায় আর এই রংগুলো মানুষের মন ভালো করে তোলে।’
পাশাপাশি নখের সাজ নিয়েও পরামর্শ দিয়েছেন কারিনা, ‘কোরাল নীল রঙের নখ আমার পছন্দ। ভিন্নধর্মী নখের রং সাজে নতুন মাত্রা যোগ করে।’

আমার গোপন কিছু নেই

শখ। এরই মধ্যে তিনি শেষ করেছেন এশিয়ান টিভির ভালোবাসার কাহিনি ধারাবাহিকের কাজ। নাটকটি এখন নিয়মিত প্রচারিত হচ্ছে।

শখের শখ...
আমার নামটাই যেহেতু শখ, তাই শখের কোনো শেষ নেই। আমার অনেক শখ—গান শোনা, নতুন কিছু জানা ও শেখা, নতুন কোনো দেশে যাওয়া। এমনি আরও অনেক কিছু।
আমি যাঁদের বড় ভক্ত...
বাবা আর মা।
যে কাজটা করলে শান্তি পাই...
মানুষের উপকার করতে পারলে অনেক বেশি শান্তি পাই। আর শুটিং শেষে বাসায় ফিরে যখন আমার ছোট ভাই রঙের (বয়স আড়াই বছর) মুখটা দেখতে পাই, তখন অনেক বেশি ভালো লাগে।
যাঁদের কাছে মনের কথা খুলে বলা যায়...
মা আর আমার বোন মুগ্ধকে। তাঁরা দুজন আমার খুব ভালো বন্ধু।
‘ভালোবাসার কাহিনি’তে অভিনয় করছি, আমার কাহিনি যত দূর...
প্লিজ, নো কমেন্ট।
এই ধারাবাহিকটির শুটিং করেছি...
কলকাতায়। কিছু কাজ ঢাকায়ও করেছি।
যে প্রসাধনী না হলে দিন চলে না...
কাজল আর পারফিউম। আমার অনেক পারফিউম আছে, ৫০টা তো হবেই। নানা ব্র্যান্ডের। একটা শেষ হওয়ার পর অন্যটার ব্যবহার শুরু করি।
ভাবলে খুব হাসি পায়...
মজার কিছু। শুটিংয়ে কিংবা শুটিংয়ের বাইরে সারা দিনই তো অনেক কিছু ঘটে। সেগুলো পরে ভাবলেই বেশ হাসি পায়।
মায়ের হাতের প্রিয় রান্না...
খিচুড়ি আর গরুর ভুনা মাংস। ভর্তাও ভালো লাগে।
বন্ধুদের আড্ডায় আলোচনার বিষয়...
নিজেদের কাজ, অন্য বন্ধুদের কথা, নিজেদের জীবন—আসলে আড্ডায় কথার কি আর শেষ আছে!
যে কথা কেউ জানে না...
আমি খুব ওপেন। আমার গোপন কিছু নেই। আসলে আমরা যাঁরা টিভি কিংবা চলচ্চিত্রে কাজ করছি, তাঁদের প্রায় সবকিছুই দ্রুত প্রচারমাধ্যমে চলে আসে। সবাই জেনে যায়।

Monday, March 25, 2013

Launch of Sunny Leone's item song












দ্বিতীয়বারের মতো

বর্তমানে অভিনয় একদমই কমিয়ে দিয়েছেন বলিউডের গুণী অভিনেত্রী টাবু। বিশেষ করে দুই দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জনের পর খুব বেছে বেছে কাজ করা শুরু করেছেন তিনি। শিশুশিল্পী হিসেবে আশির দশকে অভিনয়ে যাত্রা শুরু করলেও পরবর্তীতে নব্বই দশকে নায়িকা হিসেবে দর্শকদের সামনে আসেন টাবু। এই সময়ে তার অভিনীত একাধিক চলচ্চিত্র সুপারহিট হয়। যার ফলে নব্বই দশকের পুরোটা সময় জুড়েই ব্যস্ত সময় পার করেন তিনি। এদিকে নিজের ক্যারিয়ার অনেক শক্তিমান অভিনেতার সঙ্গে কাজ করার অভিজ্ঞতাই টাবুর হয়েছে। তার মধ্যে ‘চিনি কম’ ছবিতে অমিতাভ বচ্চনের বিপরীতে কাজ করেছিলেন এই ভার্সেটাইল অভিনেত্রী। ছবিটি ব্যবসা সফলতা না পেলেও সমালোচক মহলে দারুণভাবে প্রশংসিত হয়। এই ছবিটিকে নিজের ক্যারিয়ারের একটি মাইলফলক হিসেবেই দেখেন টাবু। তার কারণ হলো অমিতাভ বচ্চন। বিগ বির অন্ধ ভক্ত হলেন টাবু। তার অভিনয় দেখে দেখেই বড় হয়েছেন। সেদিক থেকে ভালবাসা, শ্রদ্ধা ও স্বপ্নের পুরুষ টাবুর কাছে একমাত্র অমিতাভ। নতুন খবর হচ্ছে ‘চিনি কম’ এর পর এবার দ্বিতীয়বারের মতো অমিতাভ বচ্চনের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন টাবু। রাম গোপাল বার্মার ‘সরকার’ ছবির পরবর্তী সিক্যুয়ালে অমিতাভের স্ত্রী রূপে দেখা যাবে তাকে। ইতিমধ্যে বিষয়টি পাকাপাকি হয়েছে বলেও জানা গেছে। এর মাধ্যমে দীর্ঘ সময় পর বলিউড ছবিতে অভিনয় করছেন তিনি। আর অমিতাভের সঙ্গে আরও একবার অভিনয় করতে যাওয়ায় দারুণ উচ্ছ্বসিত টাবু।

Sunday, March 24, 2013

রণবীরের মাঝরাতের অতিথি ক্যাটরিনা!

গত সেপ্টেম্বরে ক্যাটরিনা কাইফের অ্যাপার্টমেন্ট থেকে মধ্যরাতে বের হওয়ার সময় ক্যামেরাবন্দী হয়েছিলেন রণবীর কাপুর। সম্প্রতি মধ্যরাতে রণবীরের বাসায় ঢোকার সময় ক্যামেরাবন্দী হয়েছেন ক্যাটরিনা।
বাড়িতে অবৈধ অস্ত্র রাখার দায়ে ২০ বছর আগের এক মামলায় ২১ মার্চ বৃহস্পতিবার পাঁচ বছরের কারাদণ্ড পেয়েছেন সঞ্জয় দত্ত। সান্ত্বনা জানাতে ওই দিন রাত সাড়ে ১০টার দিকে মুম্বাইয়ের পালি হিল আবাসিক এলাকায় সঞ্জয়ের বাসায় হাজির হয়েছিলেন প্রতিবেশী রণবীর কাপুর। সেখান থেকে রাত দেড়টার দিকে নিজের বাসায় যাওয়ার পথে তাঁর পিছু নেন আলোকচিত্রীরা।
কারণ সেসময় রণবীরের বাসার সামনে দাঁড়িয়ে ছিল ক্যাটরিনার বহুল পরিচিত কালো অডি গাড়িটি। রণবীর তাঁর বাসায় ঢোকার প্রায় সঙ্গে সঙ্গেই ক্যাটরিনার গাড়িটিও ঢুকে পড়ে মূল ফটক দিয়ে। সঞ্জয় দত্তের সঙ্গে সরাসরি কথা না বলে রণবীরের মুখ থেকে সব শোনার জন্য ক্যাটরিনার এ আগমন কি না, তা অবশ্য জানা যায়নি।

এর আগেও রণবীরের বাড়িতে এসেছেন ক্যাটরিনা। তবে এবারই প্রথম ক্যামেরাবন্দী হলেন তিনি। নিজেদের মধ্যে বন্ধুত্বের বাইরে আর কোনো সম্পর্ক নেই—বরাবরই এমনটা বলে আসছেন রণবীর-ক্যাটরিনা। কিন্তু তাঁদের কথার সঙ্গে কাজের মিল খুঁজে পাচ্ছেন না কেউই।

অভিযোগ প্রত্যাহার করলেন অনন্ত-বর্ষা

চিত্রনায়ক অনন্ত ও তাঁর স্ত্রী চিত্রনায়িকা বর্ষা পরস্পরের বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর থানায় করা সাধারণ ডায়েরি (জিডি) প্রত্যাহার করেছেন।
আজ রোববার সন্ধ্যায় অনন্ত ও বর্ষা তাঁদের আইনজীবী এবং প্রতিনিধিদের মাধ্যমে মোহাম্মদপুর থানায় গিয়ে জিডি প্রত্যাহারের আবেদন করেন। উভয় পক্ষের আবেদন গ্রহণ করে পুলিশ।
সাধারণ ডায়েরি প্রত্যাহার প্রসঙ্গে আজ সন্ধ্যায় অনন্ত ও বর্ষা প্রথম আলো ডটকমকে বলেন, ‘গত ২২ মার্চ ঘটে যাওয়া ঘটনাটি অনাকাঙ্ক্ষিত একটি পারিবারিক ঘটনা ও ভুল-বোঝাবুঝি। রাগের বশবর্তী হয়ে মোহাম্মদপুর থানায় করা আমাদের উভয়ের সাধারণ ডায়েরি স্বইচ্ছায়, কারও কোনো ধরনের প্ররোচনা ছাড়াই প্রত্যাহার করেছি। আমাদের এই অনাকাঙ্ক্ষিত ভুল-বোঝাবুঝির কারণে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বন্ধুদের পাশাপাশি আমাদের অগণিত দর্শক-ভক্তদের কাছে আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।’

পাল্টাপাল্টি অভিযোগ
অনন্ত ও বর্ষা পরস্পরের বিরুদ্ধে গত শুক্রবার মোহাম্মদপুর থানায় জিডি করেন।
শুক্রবার বিকেলে অনন্ত মোহাম্মদপুর থানায় গিয়ে অভিযোগ করেন, তাঁর স্ত্রী বর্ষার চারিত্রিক সমস্যা আছে। তাই তিনি বাড়ি থেকে চলে গেছেন। বর্ষা তাঁর ক্ষতি করতে পারেন, এমন আশঙ্কা থেকেই থানায় অভিযোগ করেছেন বলে জানান অনন্ত।
একই দিন রাতে বর্ষা একই থানায় গিয়ে স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেন, অনন্ত তাঁকে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দিয়েছেন। জীবনের নিরাপত্তা চেয়ে তিনি সাধারণ ডায়েরি করেছেন।
এ ব্যাপারে তখন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক প্রথম আলো ডটকমকে বলেন, শুক্রবার বিকেলে অনন্ত ও রাতে বর্ষা পরস্পরের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। দুজনের অভিযোগের বিষয়টি এখন তদন্তাধীন।
বর্ষার বিরুদ্ধে থানায় অভিযোগ করার বিষয়টি গতকাল শনিবার সকালে প্রথম আলো ডটকমকে নিশ্চিত করেন অনন্ত। তিনি বলেন, ‘বর্ষার নানা ধরনের সমস্যা ছিল। দুজনের ভালোর কথা চিন্তা করে বর্ষাকে অনেক বুঝিয়ে স্বাভাবিকও করেছিলাম। কিন্তু শুক্রবার সকালে কোনো ধরনের কথাবার্তা ছাড়াই সে বাসা থেকে বেরিয়ে যায়। শনিবার সকালে বর্ষার সঙ্গে আমি যোগাযোগের চেষ্টাও করি। দুজনের ভুল-বোঝাবুঝির অবসান করতে চাইলেও সে অস্বীকৃতি জানায়। এরপর সারা দিন তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।’
গতকাল সারা দিন বর্ষার মুঠোফোনে যোগাযোগ করেও তাঁকে পাওয়া যায়নি। তবে অনন্তের ফোনের মাধ্যমে কনফারেন্সে যোগাযোগ হয় বর্ষার বাবা আয়নাল হকের সঙ্গে। তিনি তখন অবস্থান করছিলেন সিরাজগঞ্জে। প্রথম আলো ডটকমকে তিনি বলেন, ‘মায়ের সঙ্গে বর্ষার কথাবার্তা হয়েছে। পুরো বিষয়টি নিয়ে আমরাও উদ্বিগ্ন।’
২০১০ সালে ‘খোঁজ—দ্য সার্চ’ চলচ্চিত্র দিয়ে রুপালি পর্দায় হাজির হন অনন্ত ও বর্ষা। পরের বছর তাঁরা বিয়ে করেন। জুটিবদ্ধ হয়ে অভিনয় করেন ‘স্পিড’, ‘মোস্ট ওয়েলকাম’, ‘নিঃস্বার্থ ভালোবাসা’ ছবিতে। বর্তমানে তাঁরা দুজন জুটি হয়ে অভিনয় করছিলেন ‘মোস্ট ওয়েলকাম-২’ ছবিতে।

লাক্স তারকা রাহার মৃত্যু নিয়ে রহস্য

অনেকটা সংগোপনেই চলে গেলেন ২০০৭ সালের ‘লাক্স-চ্যানেল আই সুপার স্টার’ প্রতিযোগিতায় সেরা দশের তারকা সুমাইয়া আসগর রাহা। গত শুক্রবার রাতে নিজ বাসায় মারা গেছেন রাহা। শনিবার বিকেলে রাজধানীর আজিমপুর কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। জানিয়েছেন রাহার বাবা শেখ মো. আলী আজগর।
আজ রোববার দুপুরে মোহাম্মদপুর চাঁন মিয়া হাউজিঙে রাহাদের বাসায় শেখ মো. আলী আসগরের সঙ্গে কথা হয়। তিনি দাবি করেছেন, তাঁর মেয়ে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। তিনি বলেন, ‘শুক্রবার রাত আটটা নাগাদ রাহা বাসায় ফেরে। এরপর সে তার নিজের ঘরে চলে যায়। শনিবার সকালে তার কোনো সাড়া শব্দ না পেয়ে চাবি দিয়ে তার ঘরের দরজা খোলা হয়। তখন বিছানায় থাকা রাহাকে ডাকাডাকি করে কোনা সাড়া না পেয়ে আমরা সকাল সাড়ে আটটার দিকে মহল্লার একজন চিকিত্সককে নিয়ে আসি। সেই চিকিত্সক জানান, রাহা ঘণ্টা তিনেক আগেই হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে। এরপর আমরা তাঁকে দ্রুত সিটি হাসপাতালে নিয়ে যাই। সেখানেও চিকিত্সকেরা একই কথা বলেছেন।’
তবে রাহার বাবা চিকিত্সক কিংবা কোনো হাসপাতালের দেওয়া রাহার মৃত্যু সংক্রান্ত সনদ দেখাতে পারেননি।
এদিকে রাহার প্রতিবেশীদের মতে, রাহা আত্মহত্যা করেছেন। আবার দাফন করার আগে আজিমপুর কবরস্থানের অফিসে জানানো হয়েছে, রাহা হাঁপানির সমস্যায় ভুগছিলেন। ওদিকে সিটি হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, শনিবার তাঁরা রাহা বা এ ধরনের কোনো রোগী পাননি।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানিয়েছেন, রাহার মৃত্যু সংক্রান্ত কোনো তথ্য তাঁদের কাছে নেই।
উল্লেখ্য, ২০০৭ সালে লাক্স তারকা প্রতিযোগিতায় সেরা দশে ছিলেন রাহা। তার উল্লেখযোগ্য ধারাবাহিক নাটকের মধ্যে রয়েছে- হুমায়ূন আহমেদের পরিচালনায় ‘জল তরঙ্গ’, সালাউদ্দিন লাভলুর ‘স্বপ্নবাজার’, মাসুদ সেজানের ‘পুতুল খেলা’ ও ‘পাটিগণিত’, রেদওয়ান রনির ‘উচ্চতর শারীরিক বিজ্ঞান’ ও ‘লাকি থারটিন’, শরাফ আহমেদ জীবনের ‘কামিং সুন’ এবং এক খণ্ডের নাটক ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি’, ‘জিম্মি’, ‘যত চিনি তত মিষ্টি’, ‘কাজী অফিস’, ‘ফোরটি টু মিনিটস’, ‘মেঘ ডেকেছে বেলায় বেলায়’, ‘টাইম বোম’।
বর্তমানে আরটিভিতে প্রচারিত হচ্ছে শেখ সেলিমের পরিচালনায় ‘মাকড়সা’ ও মাছরাঙা টিভিতে আতিক রহমানের পরিচালনায় ‘ইউনিভার্সিটি’।

Saturday, March 23, 2013

সঞ্জয়ের পর ফাঁসছেন সালমান!

বলিউডের ‘ব্যাড বয়’ তকমা পাওয়া অন্যতম দুই তারকা সালমান খান এবং সঞ্জয় দত্ত। বাড়িতে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে ২০ বছর আগের এক মামলায় সম্প্রতি পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে সঞ্জয়কে। এদিকে বিরল প্রজাতির বন্যপ্রাণী চিঙ্কারা হত্যার দায়ে ১৫ বছর আগের এক মামলায় ফেঁসে যেতে পারেন সালমান। আজ ২৩ মার্চ যোধপুর আদালতে মামলাটির শুনানি অনুষ্ঠিত হয়েছে।
মামলাটির শুনানিতে আজ যোধপুর আদালতে হাজির হয়েছিলেন সালমান বাদে বাকি চার অভিযুক্ত তারকা সাইফ আলী খান, টাবু, সোনালি বেন্দ্রে এবং নীলম। ট্রাইজেমিনাল নিউর্যালজিয়া রোগের চিকিত্সার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করায় হাজিরা দিতে পারেননি সালমান। এক খবরে এ তথ্য জানিয়েছে জিনিউজব্যুরো।
মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে আগামী ২৭ এপ্রিল। অভিযোগ সত্য প্রমাণিত হলে বন্যপ্রাণী সংরক্ষণ আইনের ৫১ ধারায় সালমানকে সাজা প্রদান করা হবে। আর বাকি অভিযুক্তদের সাজা প্রদান করা হবে ইন্ডিয়ান পেনাল কোডের ১৪৯ ধারায়। মামলার রায়ে প্রত্যেক তারকাকে অন্তত ছয় বছর করে কারাদণ্ড দেওয়া হতে পারে।
১৯৯৮ সালে ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিং চলাকালে বিরল প্রজাতির চিঙ্কারা ও ব্ল্যাকবাক হরিণ শিকারে মেতে ওঠেন ছবিটির পাঁচ অভিনয়শিল্পী সালমান, সাইফ, টাবু, সোনালি এবং নীলম। পরে তাঁদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা হয়।
রাজস্থানের ভাওয়াড় গ্রামে দুটি চিঙ্কারা হত্যার দায়ে ২০০৬ সালে এক বছরের কারাদণ্ড পেয়েছিলেন সালমান। পরে অবশ্য জামিনে মুক্তি পান তিনি। অন্যদিকে, শিকারের পাশাপাশি সালমানকে চিঙ্কারা হত্যায় উদ্বুদ্ধ করার জন্য দায়ী করা হয় সাইফ, টাবু, সোনালি এবং নীলমকে।

মোহাম্মদপুর থানায় অনন্ত-বর্ষার পাল্টাপাল্টি অভিযোগ

চিত্রনায়ক অনন্ত ও তাঁর স্ত্রী চিত্রনায়িকা বর্ষা পরস্পরের বিরুদ্ধে গতকাল শুক্রবার মোহাম্মদপুর থানায় লিখিত অভিযোগ (সাধারণ ডায়েরি) করেছেন।
গতকাল বিকেলে অনন্ত মোহাম্মদপুর থানায় গিয়ে অভিযোগ করেন, তাঁর স্ত্রী বর্ষার চারিত্রিক সমস্যা আছে। তাই তিনি বাড়ি থেকে চলে গেছেন। বর্ষা তাঁর ক্ষতি করতে পারেন, এমন আশঙ্কা থেকেই থানায় অভিযোগ করতে এসেছেন বলে জানান অনন্ত।
রাতে বর্ষা একই থানায় গিয়ে স্বামী অনন্তের বিরুদ্ধে অভিযোগ করেন, অনন্ত তাঁকে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দিয়েছেন।
এ ব্যাপারে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক প্রথম আলো ডটকমকে বলেন, গতকাল অনন্ত ও বর্ষা পরস্পরের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।
অনন্তের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি থানায় অভিযোগ করার বিষয়টি আজ শনিবার প্রথম আলো ডটকমকে নিশ্চিত করেন।
তবে বর্ষার মোবাইল ফোনে যোগাযোগ করেও তাঁকে পাওয়া যায়নি।
২০১০ সালে ‘খোঁজ—দ্য সার্চ’ চলচ্চিত্র দিয়ে রুপালি পর্দায় হাজির হন অনন্ত ও বর্ষা। পরের বছর তাঁরা বিয়ে করেন। জুটিবদ্ধ হয়ে তাঁরা বেশ কটি চলচ্চিত্রে অভিনয় করেন।

Thursday, March 21, 2013

ডায়ানার গাউনের দাম ২ লাখ ৪০ হাজার পাউন্ড

প্রিন্সেস ডায়ানার ১০টি পোশাক গত মঙ্গলবার লন্ডনে নিলামে বিক্রি করা হয়েছে। এসব পোশাকের মোট দাম উঠেছে আট লাখ ৬২ হাজার ৮০০ পাউন্ড।
ডায়ানা ১৯৮৫ সালে হোয়াইট হাউসে একটি নৈশভোজে হলিউড অভিনেতা জন ট্রাভোল্টার সঙ্গে যে পোশাক পরে নেচেছিলেন—এসব পোশাকের মধ্যে সেটিও রয়েছে। সবচেয়ে বেশি দুই লাখ ৪০ হাজার পাউন্ডে (দুই লাখ ৮১ হাজার ইউরো বা তিন লাখ ৬৩ হাজার ডলার) বিক্রি হয়েছে গাঢ় নীল মখমলের এই লম্বা গাউনটি।
১৯৮৫ সালে প্রিন্স ও প্রিন্সেস অব ওয়েলস যুক্তরাষ্ট্র সফর করেন। তাঁদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান একটি নৈশভোজের আয়োজন করেছিলেন। সেই নৈশভোজে এই গাউন পরেছিলেন ডায়ানা। হলিউড তারকা জন ট্রাভোল্টা অভিনীত স্যাটারডে নাইট ফেভার-এর ‘ইউ শুড বি ড্যান্সিং’ গানটির তালে তালে তাঁর সঙ্গে নেচেছিলেন তিনি।
নিলামকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কেরি টেইলর জানান, যুক্তরাজ্যের এক ধনাঢ্য ব্যক্তি পোশাকটি কিনেছেন তাঁর স্ত্রীকে চমক দেওয়ার জন্য।
নিলামে বিক্রি হওয়া পোশাকগুলোর বেশ কয়েকটির ডিজাইনার জান্ড্রা রডস, ক্যাথরিন ওয়াকার, ব্রুস ওল্ডফিল্ড ও ভিক্টর ইডেলস্টেইন। তাঁরা সবাই ছিলেন ডায়ানার পছন্দের ডিজাইনার। অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া, ব্রাজিল, ভারত, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র সফরকালে এই পোশাকগুলো পরেছিলেন ডায়ানা। ১৯৯৭ সালে প্যারিসে এক সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার মাত্র দুই মাস আগে মানবিক সাহায্যে তহবিল সংগ্রহের উদ্দেশ্যে তিনি এগুলো বিক্রি করে দেন। পোশাকগুলো কিনেছিলেন ফ্লোরিডার নারী ব্যবসায়ী মরিন রোরেচ।
নিলামকারী প্রতিষ্ঠানের একজন মুখপাত্র জানান, রোরেচকে দেউলিয়া ঘোষণার পর ২০১১ সালে কানাডায় পোশাকগুলো নিলামে তোলা হয়। কিন্তু সে যাত্রায় মাত্র চারটি বিক্রি হয়। তবে মঙ্গলবারের নিলামে সবগুলোই বিক্রি হয়েছে। একেকটির দাম উঠেছে ২৪ হাজার পাউন্ড থেকে দুই লাখ ৪০ হাজার পাউন্ড পর্যন্ত। এর মধ্যে দুটি পোশাক কিনেছে যুক্তরাজ্যের একটি জাদুঘর।

সঞ্জয়ের পাঁচ বছরের জেল

ভারতের সুপ্রিম কোর্ট আজ ২১ মার্চ বৃহস্পতিবার অস্ত্র আইনের এক মামলার রায়ে বলিউডের অভিনেতা সঞ্জয় দত্তকে পাঁচ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। এ-সংক্রান্ত মামলায় এর মধ্যে মোট ১৮ মাস জেল খেটেছেন বলিউডের এই অভিনেতা। এক খবরে জানিয়েছে এনডিটিভি।
বাড়িতে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে অস্ত্র আইনের মামলায় সঞ্জয় দত্তকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। তাঁকে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের আদেশ দিয়েছেন আদালত।
১৯৯৩ সালের মার্চ মাসে মুম্বাইয়ে ধারাবাহিকভাবে বেশ কয়েকটি স্থানে ১২টি শক্তিশালী বোমা বিস্ফোরিত হয়েছিল। সেসময় ওই ভয়াবহ বিস্ফোরণে মারা গিয়েছিলেন ২৫৭ জন আর ৭০০ জনের বেশি আহত হয়েছিলেন।
মুম্বাইয়ে ভয়াবহ এই সহিংসতা ঘটার পর বিস্ফোরণ মামলার সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগ এবং বাড়িতে অবৈধ অস্ত্র থাকার অভিযোগে ১৯৯৩ সালের এপ্রিল মাসে সঞ্জয় দত্তকে টেরোরিস্ট অ্যান্ড ডিসট্রাপটিভ অ্যাকটিভিটিস্ট অ্যাক্টের (টাডা আইন) অধীনে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। এ ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে সঞ্জয় দত্তের বাড়ি তল্লাশি করে একটি একে-৫৬ রাইফেল ও একটি লাইসেন্সহীন নাইন এমএম পিস্তল খুঁজে পেয়েছিল পুলিশ। সন্ত্রাসে সংযুক্ত থাকার অভিযোগ এবং অবৈধ অস্ত্র রাখার দায়ে তাঁকে গ্রেপ্তার করার পর মুম্বাইয়ের আর্থার রোড জেলে রাখা হয়েছিল।
পরবর্তী সময়ে ২০০৬ সালে টাডা আদালত সঞ্জয়ের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগটি বাদ দেন। তবে আদালত তাঁকে অবৈধ অস্ত্র রাখার দায়ে ছয় বছরের কারাদণ্ড দিয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতে সঞ্জয় সুপ্রিম কোর্টে আপিল করলে ২০ আগস্ট সুপ্রিম কোর্ট থেকে জামিন পান সঞ্জয় দত্ত।
প্রসঙ্গত, ২০০৬ সালের ২ আগস্ট টাডা আদালতের আদেশে গ্রেপ্তার হয়েছিলেন তিনি এবং তাঁকে সেসময় পুনের ইয়ারদা জেলে পাঠানো হয়েছিল।
সঞ্জয় তাঁর স্বীকারোক্তিতে জানিয়েছিলেন, মুম্বাইয়ের ভয়াবহ বিস্ফোরণের আগে দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ কয়েকজন সঙ্গী তাঁর বাড়িতে অস্ত্রসহ এসেছিলেন। তাঁদের কাছ থেকেই তিনি একটি একে-৫৬ রাইফেল নিজের পরিবারের সুরক্ষার প্রয়োজনে রেখে দেন। তবে মুম্বাই সহিংসতার পর তিনি তাঁর ঘনিষ্ঠ বন্ধু ইউসুফ নালওয়ালাকে অস্ত্রটি ধ্বংস করে ফেলার নির্দেশ দিয়েছিলেন। অবশ্য পরে সঞ্জয় এই স্বীকারোক্তির বিষয়টি অস্বীকার করেন।
সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ থেকে নিষ্কৃতি পেলেও অস্ত্র আইনের মামলায় ভারতের সুপ্রিম কোর্ট এক রায়ে আজ ২১ মার্চ বলিউডের জনপ্রিয় এই অভিনেতাকে অবৈধ অস্ত্র রাখার অপরাধে পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছেন।
বলিউডের অভিনেতা সুনীল দত্ত ও অভিনেত্রী নার্গিস দত্ত দম্পতির ছেলে সঞ্জয় দত্ত। ‘মুন্না ভাই এমবিবিএস’ চলচ্চিত্রে অভিনয় করে ২০০৭ সালে ভারতীয় প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের কাছ থেকে বিশেষ সম্মাননা গ্রহণ করেছেন সঞ্জয় দত্ত।

Monday, March 18, 2013

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেল ‘পান সিং তোমার’

২০১৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করল গত বছর মুক্তি পাওয়া বলিউডের ছবি ‘পান সিং তোমার’। আত্মজীবনীমূলক ছবিটির নামভূমিকায় অনবদ্য অভিনয়ের স্বীকৃতি হিসেবে সেরা অভিনেতার পুরস্কার দেওয়া হয়েছে ইরফান খানকে। মারাঠি ‘ঢং’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ঊষা যাদব। একই ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার দেওয়া হয়েছে শিবাজি পাতিলকে।
ইরফান খানের পাশাপাশি মারাঠি ‘অনুমতি’ ছবিতে অভিনয় করে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন বিক্রম গোখেল। ‘ভিকি ডোনার’ ছবির জন্য সেরা পার্শ্ব-অভিনেতার পুরস্কার ঝুলিতে ভরেছেন আনু কাপুর। একই ছবিতে অভিনয় করে সেরা পার্শ্ব-অভিনেত্রী নির্বাচিত হয়েছেন ডলি আলুওয়ালিয়া। সেরা পার্শ্ব-অভিনেত্রীর পুরস্কার আরও পেয়েছেন মালয়লাম অভিনেত্রী কল্পনা। জানিয়েছে এনডিটিভি।
‘কাহানি’ ছবির জন্য সেরা মৌলিক চিত্রনাট্য বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন বাঙালি বংশোদ্ভূত বলিউডের নির্মাতা সুজয় ঘোষ। সেরা বাংলা ছবি নির্বাচিত হয়েছে ‘শব্দ’। তামিল ‘বিশ্বরূপম’ ছবির জন্য সেরা নৃত্যপরিচালক হিসেবে পুরস্কৃত হয়েছেন পণ্ডিত বিরজু মহারাজ। বিনোদনমূলক জনপ্রিয় ছবির পুরস্কার পেয়েছে বলিউডের ‘ভিকি ডোনার’ ও মালয়লাম ছবি ‘ওস্তাদ হোটেল’।
‘চিটাগং’ ছবিতে ‘বলো না’ গানে কণ্ঠ দিয়ে সেরা প্লেব্যাক গায়ক নির্বাচিত হয়েছেন শংকর মহাদেবান। এ ছাড়া সেরা গানের পুরস্কারও পেয়েছে ‘বলো না’। গানটির জন্য সেরা গীতিকারের পুরস্কার দেওয়া হয়েছে প্রসূন যোশিকে। সেরা প্লেব্যাক গায়িকা নির্বাচিত হয়েছেন মারাঠি গায়িকা আরতি।
এ ছাড়া, ‘চিত্রাঙ্গদা’ ছবির জন্য প্রখ্যাত বাঙালি নির্মাতা ঋতুপর্ণ ঘোষ, ‘ইশকজাদে’ ছবির জন্য অভিনেত্রী পরিণীতি চোপড়া, ‘কাহানি’, ‘গ্যাংস অব ওয়াসিপুর’ ও ‘তালাশ’ ছবির জন্য অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়েছে।

১০ বছর পর জুটি বাঁধছেন হৃতিক-কারিনা

দীর্ঘ দশ বছর পর আবারও একসঙ্গে বড়পর্দায় হাজির হচ্ছেন বলিউডের অন্যতম জনপ্রিয় দুই তারকা হৃতিক রোশন ও কারিনা কাপুর। করণ জোহরের ‘শুদ্ধি’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করবেন তাঁরা।
করণ জোহরের প্রযোজনায় ছবিটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন করণ মালহোত্রা। গত বছর হৃতিক অভিনীত ‘অগ্নিপথ’ ছবি উপহার দিয়েছিলেন এ প্রযোজক-পরিচালক জুটি। বিশাল বাজেটের ‘শুদ্ধি’ ছবিতে হৃতিকের অন্তর্ভুক্তি আগেই চূড়ান্ত হয়েছিল। কিন্তু তাঁর বিপরীতে কে অভিনয় করবেন তা নিয়ে দ্বিধায় ছিলেন নির্মাতারা।
‘শুদ্ধি’র কেন্দ্রীয় নারী চরিত্রে পছন্দের তালিকায় ছিলেন দীপিকা পাড়ুকোন ও কারিনা। এ দুজনের মধ্য থেকে একজনকে চূড়ান্ত করার সিদ্ধান্ত নিতে যথেষ্ট বেগ পেতে হয় নির্মাতাদের। অবশেষে সম্প্রতি লোভনীয় ওই চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন কারিনা। জানিয়েছে জিনিউজ ব্যুরো।
সর্বশেষ ২০০৩ সালে ‘ম্যায় প্রেম কি দিওয়ানি হুঁ’ ছবিতে জুটি বেঁধেছিলেন হৃতিক-কারিনা। ওই ছবিতে অভিনয়ের পর বিবাহিত হৃতিকের সঙ্গে কারিনার প্রেমের জোর গুজব ছড়িয়ে পড়ে। এ কারণে পরবর্তী সময়ে তাঁদের এক ছবিতে অভিনয়ের জন্য রাজি করাতে পারেননি কোনো নির্মাতা। অবশেষে সেই অসম্ভবকে সম্ভব করে দেখালেন করণ জোহর। হৃতিক ও কারিনার সঙ্গে তাঁর দহরম-মহরমের কারণেই এমনটা সম্ভব হয়েছে।
চলতি বছরের নভেম্বরে ‘শুদ্ধি’ ছবির শুটিং শুরু হবে। তবে প্রেক্ষাগৃহে বসে হৃতিক-কারিনা জুটিকে দেখার জন্য আগামী বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে দর্শকদের। কারণ, ছবিটি মুক্তি পাবে ২০১৪ সালের অক্টোবরে।

স্পিলবার্গের ছবিতে আনুশকা?

অস্কারজয়ী পরিচালক স্টিভেন স্পিলবার্গ ভারত-পাকিস্তানের ওপর একটি ছবি তৈরি করবেন। আর এই ছবিতে অভিনয়ের জন্য প্রস্তাব পেয়েছেন আনুশকা শর্মা। রিলায়েন্স গ্রুপের কর্ণধার অনিল আম্বানির আমন্ত্রণে সম্প্রতি ভারতে বেড়াতে আসেন স্পিলবার্গ।
মুম্বাইয়ে স্পিলবার্গকে দেওয়া অনিল আম্বানির সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের নামীদামি অনেক তারকা। ছিলেন আনুশকা শর্মাও। এখানেই আনুশকার সঙ্গে কথা হয় স্পিলবার্গের। তখন আনুশকাকে তাঁর নতুন ছবিতে অভিনয়ের প্রস্তাব দেন স্পিলবার্গ। আনুশকা এ পর্যন্ত বলিউডের সাতটি ছবিতে

Sunday, March 17, 2013

কারিনার দাম আকাশচুম্বী

বিয়ে করলেন তো জনপ্রিয়তায়ও ধস নামল—বলিউডের অলিখিত এই নিয়ম ছুড়ে ফেলে দিচ্ছেন এই প্রজন্মের অভিনেত্রীরা। যেমন কারিনা কাপুর। বিয়ের পর তাঁর জনপ্রিয়তা আর ক্ষমতা বাড়ছেই।
সম্প্রতি দিল্লিভিত্তিক একটি প্রতিষ্ঠানের সঙ্গে ১০ কোটি রুপির চুক্তি সারলেন তিনি।
জমিজমা ব্যবসার অন্যতম বড় একটি প্রতিষ্ঠান কারিনার সঙ্গে যোগাযোগ করেছে। তারা কারিনাকে তাদের বিজ্ঞাপনে ব্যবহার করতে চায়। এ জন্য তাঁকে বড় অঙ্কের অর্থও দেওয়া হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ভোপালে বিজ্ঞাপনচিত্রের শুটিং হবে। আর কারিনার সুবিধা অনুযায়ী সবকিছু করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

Monday, March 11, 2013

এক মাসে আট কেজি ওজন কমাবেন পরিনীতি!

ওজন কমানোর জন্য রীতিমতো উঠেপড়ে লেগেছেন ‘ইশকজাদে’খ্যাত বলিউডের অভিনেত্রী পরিনীতি চোপড়া। আগামী এপ্রিলে শুরু হচ্ছে করণ জোহরের ‘হাসি তো ফাঁসি’ ছবির শুটিং। ছবির প্রয়োজনে আট কেজি ওজন কমাতে বলা হয়েছে পরিনীতিকে। সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে মাত্র এক মাস। এ জন্য নিয়মিত জিমে গিয়ে ঘাম ঝরাচ্ছেন ২৪ বছর বয়সী এ অভিনেত্রী।
‘হাসি তো ফাঁসি’ ছবিতে পরিনীতির বিপরীতে দেখা যাবে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’খ্যাত নবাগত অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাকে। ছবিটিতে পরিনীতির আবেদনময়ী রূপ তুলে ধরতে চান নির্মাতারা। মূলত এ কারণেই ওজন কমাতে বলা হয়েছে তাঁকে। এক খবরে জানিয়েছে জিনিউজব্যুরো।
ওজন কমিয়ে পরিনীতি আসলে এক ঢিলে দুই পাখি মারছেন। কারণ, মনীশ শর্মার পরবর্তী ছবির জন্যও ওজন কমাতে বলা হয়েছে তাঁকে। বর্তমানে ‘কাই পো চে’খ্যাত নবাগত বলিউডের অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন পরিনীতি। পাশাপাশি চালাচ্ছেন ওজন কমানোর যুদ্ধ।

Sunday, March 10, 2013

আবার একসঙ্গে

আবার রুপালি পর্দায় একসঙ্গে দেখা যাবে তারকা জুটি শাহরুখ-ঐশ্বর্যকে। আর এই কঠিন কাজটি সম্ভব হতে চলেছে কোরিওগ্রাফার-পরিচালক ফারাহ খানের হাত ধরে। ফারাহ তার পরের ছবি ‘হ্যাপি নিউ ইয়ার’-এর জন্য প্রস্তাব করেছেন ঐশ্বর্যকে, কিং খানের বিপরীতে অভিনয়ের জন্য। জানা গেছে, এ ছবিতে ঐশ্বর্য কাজ করতে রাজিও হয়ে যেতে পারেন। অবশ্য রাজি হওয়ারও একটা কারণ আছে। তার স্বামীও এ ছবিতে অভিনয় করবেন। তাহলে আর আপত্তিটা থাকছে কোথায়। অভিনয়ের পাশাপাশি তারকা দম্পতির ভাল সময়ও কাটবে। আর কিং খানের বিপরীতে অভিনয় করার আগ্রহটা নেহায়েত কম নয়। শাহরুখ বা কিং খানের বিপরীতে অভিনয় করে ঐশ্বর্য  জনপ্রিয়তা কম পাননি। তাদের অভিনীত ছবিগুলোর মধ্যে ‘জোস’, ‘দেবদাস’, ‘মহব্বাতেন’ ছবিগুলো বক্স অফিস মাতিয়ে তোলে। তার পরের বছর দুয়েক এ তারকা জুটির ঢিলেঢালা সময় পার হলেও ‘চলতে চলতে’ ছবিতে গিয়ে আবার তারা ঝামেলায় জড়িয়ে পড়ায় শেষে রানী মুখার্জিকে নেয়া হয়। কিন্তু তারকা অদল-বদল হওয়া বলিউডে এ আর নতুন কি! নতুন করে আবারও এ তারকা জুটিকে দেখতে পাবেন ভক্তরা। যদিও এখন পর্যন্ত শুধু শাহরুখ খান ও অভিষেক বচ্চন ছবিতে সাইন করেছেন। তবে ঐশ্বর্যের চরিত্রে অভিনয় করার জন্য কাটরিনাকেও  প্রস্তাব পাঠানো হয়। অবশ্য যদি ঐশ্বর্য রাজি হন তবে এ ছবির নায়িকা হবেন তিনিই।

আইরিনের এক ডজন

‘ছেলেটি আবল তাবল মেয়েটি পাগল পাগল’ ছবি ঘোষণার পরই রাতারাতি আলোচনায় চলে আসেন র‌্যাম্প কন্যা আইরিন। অল্প সময়ের মধ্যে ঢালিউডের নতুন আসা নায়িকাদের মধ্যে তাকে নিয়ে বেশ আলোচনাও তৈরি হয়। এ নিয়ে চলছে এফডিসি, কাকরাইলসহ চলচ্চিত্রপাড়ায় দারুণ আলাপ-আলোচনা। নায়িকা সঙ্কটকালে এ নায়িকাকে নিয়ে বেশ কয়েকজন চলচ্চিত্র পরিচালক প্রযোজক পরিকল্পনা করতে শুরু করেছেন। বলা যায়, এক মাসেরও কম সময়ে একডজন ছবিতে অভিনয়ের প্রস্তাব এসেছে এই র‌্যাম্প কন্যার কাছে। এসব প্রস্তাবের মধ্যে উল্লেখযোগ্য হলো, দেলোয়ার জাহান ঝন্টুর একটি ছবি, গাজিউর রহমানের ‘সেই তুমি’, রয়েল অনিকের পরিচালনায় ‘গেইম’, দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় ‘ভালোবাসা জিন্দবাদ’, আবীরের পরিচালনায় একটি ছবি, সোহানুর রহমান সোহানের পরিচালনায় নতুন একটিসহ আরও কয়েকটি ছবি। আইরিন বলেন, অনেক প্রস্তাব আসছে। আমি তাই নিজেকে ভাগ্যবান মনে করছি। অল্প সময়ে আমার কাছে এতো প্রস্তাব আসবে কল্পনাও করিনি। এরই মধ্যে একটিতে চূড়ান্ত এবং অন্য একটি ছবিতে প্রাথমিকভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছি। বাকিগুলোতে এখনও কাজ করবো কিনা বোঝা যাচ্ছে না। কারণ, এরই মধ্যে জুন পর্যন্ত আমার চলচ্চিত্রের শিডিউল নির্ধারণ হয়ে গেছে। নতুন ছবিতে অভিনয় করলেও জুলাই-আগস্টের আগে শিডিউল দিতে পারবো না। তাছাড়া আমি একসঙ্গে অনেক কিছু প্যাঁচিয়ে ফেলতে চাচ্ছি না। এছাড়া আইরিন অভিনীত ‘প্রিয়তমা তুমি দাঁড়ি আমি কমা’ এবং ‘এ কেমন প্রেমের গল্প’ ছবি দুটি আটকে আছে অনেকদিন। আইরিন বর্তমানে র‌্যাম্প শো, বিজ্ঞাপন এবং ‘ছেলেটি আবল তাবল মেয়েটি পাগল পাগল’ ও ‘সেই তুমি’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত। দুটি ছবিতেই আইরিনের নায়ক আরজু।

দীর্ঘতম চুম্বনে আমির-অনুষ্কা

আমির যাই করেন নিজের সেরাটাই দেন। বিগত ২৫ বছর ধরে এটাই দেখে আসছে বলিউড। ছবিতে চুম্বনের(লিপলক) ক্ষেত্রেও সেই পারফেকশন যে তিনি ধরে রাখবেন তা বলাই বাহুল্য। পিকে ছবিতে অনুষ্কা শর্মার সঙ্গে চুম্বন করতে দেখা যাবে আমিরকে। আর খবর যদি সত্যি হয়, তাহলে এটাই হতে চলেছে এখনও পর্যন্ত পর্দায় সবথেকে দীর্ঘ সময়ব্যাপী চুম্বন।

নিজের দীর্ঘ বলিউড কেরিয়ারে প্রায় সব প্রথম সারির নায়িকাকেই চুম্বন করেছেন আমির। কয়ামত সে কয়ামত তক, ইশক ছবিতে জুহি চাওলা, দিল ছবিতে মাধুরী দীক্ষিত, বাজি ছবিতে মমতা কুলকার্নি, রাজা হিন্দুস্তানি ছবিতে করিশমা কপুর, মন ছবিতে মনীষা কৈরালা, থ্রি ইডিয়টস ছবিতে করিনা কপুর, লগন ও রঙ্গ দে বসন্তী ছবিতে বিদেশিনী অভিনেত্রীর সঙ্গে চুম্বন দৃশ্যে অভিনয় করেছেন আমির। তবে তাঁকে সবথেকে বেশি সময় ধরে চুম্বন করার ভাগ্য হতে চলেছে অনুষ্কারই।

‘মিস্টার ইন্ডিয়া’ সিক্যুয়েলে অনিল-শ্রীদেবী

১৯৮৭ সালে মুক্তি পাওয়া ব্লকবাস্টার হিট ছবি ‘মিস্টার ইন্ডিয়া’য় জুটি বেঁধে অভিনয় করেছিলেন অনিল কাপুর এবং শ্রীদেবী। এবার ছবিটির সিক্যুয়েলেও জুটি বাঁধছেন তাঁরা। ‘মিস্টার ইন্ডিয়া ২’ ছবিতে অনিলের অন্তর্ভুক্তি আগেই নিশ্চিত হয়েছিল। সম্প্রতি ছবিটিতে নিজের অন্তর্ভুক্তির খবর নিশ্চিত করলেন শ্রীদেবী।

এ প্রসঙ্গে শ্রীদেবী জানিয়েছেন, ‘হ্যাঁ, “মিস্টার ইন্ডিয়া ২” ছবির সঙ্গে সম্পৃক্ত হয়েছি আমি। এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলতে চাচ্ছি না। কারণ, সবেমাত্র ছবিটির চিত্রনাট্য লেখার কাজ শুরু হয়েছে। এখন “নো এন্ট্রি” ছবির সিক্যুয়েলের কাজ নিয়ে ব্যস্ত আছি আমরা। এই ছবিটির কাজ শেষ হলে “মিস্টার ইন্ডিয়া ২” ছবির কাজ পুরোদমে শুরু হবে।’

শ্রীদেবী আরও বলেন, ‘গত বছর মুক্তি পাওয়া “ইংলিশ ভিংলিশ” ছবির সাফল্যের পর বেশ কয়েকটি ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছি। এখন সেগুলোর চিত্রনাট্য মন দিয়ে পড়ছি। চিত্রনাট্য পছন্দ হলেই কেবল হ্যাঁ বলব।’ এক খবরে এমনটিই জানিয়েছে ‘হিন্দুস্তান টাইমস’।

মেয়ে জানভি চলচ্চিত্র শিল্পের সঙ্গে সম্পৃক্ত হবেন কি না, এমন এক প্রশ্নের জবাবে শ্রীদেবী জানিয়েছেন, ‘জানভির বয়স এখন ১৬। এই মুহূর্তে তাঁর মূল কাজ পড়া-লেখা করা। আমি চাই না কোনো কারণে তার পড়া-লেখা ক্ষতিগ্রস্ত হোক। সময় হলে নিজের পথ নিজেই বেছে নেবে সে।’