সত্যি
নয়, একটি একক নাটকে আত্মহত্যা করতে দেখা যাবে বিন্দুকে। মারুফ হোসেন
সজীবের রচনা ও পরিচালনায় 'জনারণ্যে জোনাকি' নাটকে আত্মহত্যা করতে দেখা যাবে
তাঁকে। নাটকের গল্পে দেখা যাবে বিন্দু দরিদ্র ঘরের মেয়ে। পড়াশোনার জন্য
ঢাকায় আসে। বাড়ি থেকে তাকে টাকা পাঠাতে পারে না তার পরিবার। কয়েক দিনের
ক্ষুধার যন্ত্রণায় বিপথে যাওয়ার সিদ্ধান্ত নেয় বিন্দু। পরিচয় ঘটে এক
দালালের সঙ্গে। শুরু হয় তার অন্ধকার পথে যাত্রা। সেই পথ থেকে ফিরে বিয়ে করে
স্বাভাবিক জীবন যাপন করতে চায় সে। কিন্তু কে তাকে বিয়ে করবে। এ জীবন থেকে
ফিরে সে-ই বা কিভাবে নিজের জীবনের সঙ্গে আরেকজনকে জড়াবে। অবশেষে আত্মহত্যার
পথ বেছে নেয় সে। বিন্দু বলেন, 'নিঃসন্দেহে একটি ভালো কাজ করেছি। গল্পের
বাস্তবতাটাকে খুব সহজ ভাষায় প্রকাশ করার চেষ্টা করা হয়েছে, সংলাপ খুবই কম
হওয়ায় অভিনয় করার সুযোগ পেয়েছি এবং তা করার চেষ্টা করেছি, আসলে আমরা
অভিনয়শিল্পীরা এই ধরনের গল্পই খুঁজে থাকি, যেখানে অপ্রয়োজনীয় সংলাপের চেয়ে
গল্প বলার ধরনটা একটি ভিন্ন মাত্রা যোগ করে। আশা করি দর্শকদের খুবই ভালো
লাগবে।'CLICK THIS LINK :Best Java Games, Apps;
CLICK THIS PIC :