বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছিলেন গত পরশু। আজ শুক্রবার রাজধানীর একটি
পাঁচতারকা হোটেলে বিবাহোত্তর সংবর্ধনাটাও হয়ে গেল ক্রিকেটার শাহাদাত
হোসেনের।
জীবনের নতুন ইনিংসে ২৬ বছর বয়সী মিডিয়াম-ফাস্ট বোলার শাহাদাতের সঙ্গী
জেসমিন জাহান নৃত্য। তিনি উচ্চমাধ্যমিকের ছাত্রী। ঢাকায় মালিবাগে বাসা,
পড়াশোনাও করছেন ঢাকাতেই। জেসমিনের গ্রামের বাড়ি কুমিল্লায়, বাবা প্রকৌশলী।
২০০৫ সালের মে মাসে টেস্ট অভিষেক হয় শাহাদাতের। ওয়ানডে অভিষেক এক বছর পর। এ
পর্যন্ত বাংলাদেশের হয়ে ৩৫টি টেস্টে অংশ নিয়েছেন তিনি। শিকার করেছেন ৭০
উইকেট। ৫১টি ওয়ানডেতে অংশ নিয়ে শাহাদাতের অর্জন ৪৭ উইকেট।
আজ জিম্বাবুয়ে সফরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। ঘোষিত দলে আছেন শাহাদাতও