Showing posts with label ‘লায়লা’ আইটেম গান নিয়ে সেন্সর বোর্ডের আপত্তি. Show all posts
Showing posts with label ‘লায়লা’ আইটেম গান নিয়ে সেন্সর বোর্ডের আপত্তি. Show all posts

Sunday, April 14, 2013

‘লায়লা’ আইটেম গান নিয়ে সেন্সর বোর্ডের আপত্তি

শুটআউট অ্যাট ওয়াডালা’ ছবির ‘লায়লা’ আইটেম গানে অংশ নিয়েছেন ‘জিসম টু’ তারকা সানি লিওন। সম্প্রতি গানটির কথা এবং দৃশ্যায়ন নিয়ে আপত্তি তুলেছে ভারতের সেন্সর বোর্ড। এর পরিপ্রেক্ষিতে গানের কথায় কিছুটা পরিবর্তন এনে আবার এর দৃশ্য ধারণ করা হয়েছে।
এ প্রসঙ্গে ছবির পরিচালক সঞ্জয় গুপ্তর উদ্ধৃতি দিয়ে ‘হিন্দুস্তান টাইমস’ জানিয়েছে, গানটির কথায় পরিবর্তন আনা হয়েছে। এখন গানটি শুনতে বেখাপ্পা লাগলেও, সেন্সর বোর্ডের আপত্তির কারণে এ পরিবর্তন আনতে হয়েছে বলে দাবি করেছেন সঞ্জয়।
গানটির ভিডিওতে সানি লিওনের অশ্লীল পোশাক নিয়েও আপত্তি তোলা হয়েছে সেন্সর বোর্ডের পক্ষ থেকে। এ প্রসঙ্গে সঞ্জয়ের ভাষ্য, ‘সেন্সর বোর্ডের আপত্তির পর আবার নতুন করে গানটির শুটিং করা হয়েছে। এই নিয়ে মোট আটবার গানটির শুটিং করা হলো। আমি এর আগেও এ ধরনের গানের শুটিং করেছি। “কাঁটে” ছবির “মাহি ভে” কিংবা “মুসাফির” ছবির “ও সাকি সাকি” গানগুলোর দৃশ্যধারণ নিয়ে এত ঝামেলা পোহাতে হয়নি আমাকে।’