Sunday, March 10, 2013

‘ওয়াহিদ পরিবার’

এবার চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ। এরই মধ্যে ছবির নামও ঠিক করা হয়েছে। ওয়াহিদ মুভিজের ব্যানারে নির্মীয়মাণ ছবিটির নাম ওয়াহিদ পরিবার। অভিনয়ের পাশাপাশি ছবিটি পরিচালনাও করবেন ফেরদৌস ওয়াহিদ। তিনি বললেন, ‘আমার পরিচালিত কুসুমপুরের গল্প ছবিটি সামনের সপ্তাহে সেন্সর বোর্ডে সনদের জন্য জমা দেওয়া হবে। ইচ্ছা আছে পয়লা বৈশাখে ছবিটি মুক্তি দেওয়ার। এর পরই নতুন ছবি ওয়াহিদ পরিবার-এর শুটিং শুরু করব। এরই মধ্যে নতুন ছবির দুটি গানের রেকর্ডিং শেষ হয়েছে। এর মধ্যে টাইটেল গানটির সংগীত পরিচালনা করেছে হাবিব। একটি গানে আমার সঙ্গে কণ্ঠ দিয়েছে কনা।’
ছবিতে অভিনয় প্রসঙ্গে ফেরদৌস ওয়াহিদ বললেন, ‘প্রথম দিকে ওয়াহিদ পরিবার ছবিতে অভিনয়ের ব্যাপারে আগ্রহ ছিল না। পরে গল্পটি নিয়ে ভাবার পর মনে হলো, নিজেই অভিনয় করি।’
উল্লেখ্য, ফেরদৌস ওয়াহিদ ১৯৯৭ সালে ভয়ঙ্কর বদমাইশ ছবিতে প্রথম অভিনয় করেন। নিজের পরিচালনায় নির্মিত কুসুমপুরের গল্প ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রেও অভিনয় করেছেন তিনি।

Friday, March 8, 2013

কনার সঙ্গে সরাসরি ফেবসুক আড্ডা

পছন্দের শিল্পী সম্পর্কে অনেক কিছুই জানতে চান দর্শক-শ্রোতা-ভক্তরা। তাঁরা জানতে চান প্রিয় তারকা কেমন, কীভাবে কথা বলেন, কীভাবে তাঁকে করা প্রশ্নের জবাব দেন। প্রিয় শিল্পীকে নিয়ে নানা কৌতূহল আর জিজ্ঞাসার জবাব পেতে জনপ্রিয় কণ্ঠশিল্পী কনার সঙ্গে সরাসরি ফেসবুক আড্ডার সুযোগ তৈরি করে দিচ্ছে মোবাইল ফোন সেবাদানকারী প্রতিষ্ঠান রবি।

রবি আজিয়াটা লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা মোবাশ্বের আনোয়ার আজমী জানিয়েছেন, আগামীকাল ৯ মার্চ শনিবার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত তারকা সংগীতশিল্পী কনার সঙ্গে সরাসরি আড্ডা দেওয়ার সুযোগ পাবেন রবি ফেসবুক ব্যবহারকারীরা।

আগ্রহীরা ফেসবুকে রবি ফ্যান পেজে লগ ইন করে কনার সঙ্গে আড্ডা দিতে পারবেন। বলতে পারবেন মনের কথা, জানাতে পারবেন অভিব্যক্তি। কথা বলতে পারবেন কনার পছন্দ-অপছন্দসহ নানা বিষয় নিয়ে।

আইটেম গানের মাধ্যমে ফিরছেন লারা

টেনিস তারকা মহেশ ভূপতির সঙ্গে বিয়ের পরই বলিউড থেকে দূরে সরে আছেন সেক্সসিম্বল অভিনেত্রী লারা দত্ত। ইতিমধ্যে তিনি এক সন্তানের জননীও হয়েছেন। সন্তান জন্মদানের দুই মাস পরই বলিউডে কাজ শুরু করবেন বলে ঘোষণা দিয়েছিলেন এ অভিনেত্রী। কিন্তু ঘোষণা অনুযায়ী কাজ করতে পারেননি তিনি। বিয়ের পর এখনও চলচ্চিত্রে অভিনয় করতে ক্যামেরার সামনে দাঁড়াননি লারা। জানা গেছে, স্বামী-সন্তান-সংসারে সময় দিতেই খুব পছন্দ করেন তিনি। এ কারণেই বেশ ঘরকুনো জীবনযাপন করছেন। কিন্তু বেশ চমক নিয়েই তিনি ফিরছেন বলিউডে। জানা গেছে, একটি আইটেম গানে কাজ করার মধ্য দিয়ে বলিউডে ফেরা হচ্ছে তার। ইতিমধ্যে তিনি এই গানে পারফর্মের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। আপাতত পুরো কোন চলচ্চিত্র দিয়ে নয়, এই আইটেম গানের মধ্য দিয়ে কাজ শুরু করছেন তিনি। প্রিয়দর্শনের নতুন কমেডি ছবিতে থাকছে লারার এই আইটেম গান। খুব বড় আয়োজনেই করা হচ্ছে গানটি। ইতিমধ্যে ছবির কাজ শুরু হয়ে গেছে। এপ্রিলের শেষের দিকে অথবা মে মাসের প্রথমদিকেই লারা অংশ নিচ্ছেন এই আইটেম গানে। তিনি বেশ খোলামেলারূপেই গানটিতে অংশ নিচ্ছেন বলেও জানা গেছে। এ বিষয়ে মিডিয়ার কাছে বক্তব্য দিতে গিয়ে লারা বলেন, স্বামী-সন্তান নিয়ে আসলে অনেক ভাল একটা সময় পার করছি। আমার মনে হয় এই দিনগুলো আমার জীবনের সবচেয়ে সুন্দর দিন। তবে বলিউডকে অনেক মিস করছি। আর বলিউড ছাড়ার প্রশ্নই আসে না। একটি আইটেম গানের জন্য ইতিমধ্যে চুক্তিবদ্ধ হয়েছি আমি। এর আগে আমি আইটেম গান করেছি, কিন্তু তখন মানুষের আগ্রহ কম ছিল এক্ষেত্রে। এখন চারদিকে আইটেম গানের জয়জয়কার। অনেক সময় আইটেম গান ছবির ব্যবসা সফলতায়ও বড় ভূমিকা রাখে। নিজের একটা ইচ্ছা ছিল এই সময়ের মতো করে একটি আইটেম গানে কাজ করার। প্রিয়দর্শনের প্রস্তাবের সঙ্গে আমার আগ্রহ শেষ পর্যন্ত মিলে গেল। আশা করছি ভালভাবেই এর কাজ শেষ করতে পারবো।

বিয়ে নিয়ে ভাবছেন না রানী!

বেশ দীর্ঘ সময় ধরেই বলিউড অভিনেত্রী রানী মুখার্জির বিয়ে নিয়ে নানা কথাবার্তা শোনা যাচ্ছে। প্রযোজক আদিত্য চোপড়ার সঙ্গে তার সম্পর্ক চলছে, তারা বিয়ে করেছেন গোপনে, তাদের মধ্যে অভিমান পর্ব চলছেÑ এমন নানাবিধ খবর বিভিন্ন সময়ে প্রকাশিত হয় মিডিয়ায়। কিন্তু সত্যিকার অর্থে এখন পর্যন্ত রানী ও আদিত্যর মধ্যে বিয়ে সম্পন্ন হয়নি। বরং প্রেম-বিয়ে বিষয়টিকে পাশে রেখে গত বছর রানী মুখার্জি কাজে মনোযোগী হয়ে পড়েন। তারই ধারাবাহিকতায় গত বছর মুক্তি পায় রানী অভিনীত ছবি ‘আইয়া’ ও ‘তালাশ’। এই ছবি দুটির মাধ্যমে গত বছরজুড়েই আলোচনায় ছিলেন রানী। কিন্তু কাজে এতোটা মনোযোগী হওয়ার পরও ভারতীয় মিডিয়া রানীর বিয়ের বিষয়টি নিয়েই বেশি নাক গলাচ্ছে বলেই মনে করেন এই অভিনেত্রী। বরং তার কাজের আলোচনা-সমালোচনা করার জন্যই মিডিয়াকে অনুরোধ জানিয়েছেন তিনি। এমনকি বিয়ে নিয়ে এখনই কোন কিছু ভাবছেন না বলেও জানিয়েছেন রানী। এ বিষয়ে রানী বলেন, এতো বিষয়ের দিকে মনোযোগ না দিয়ে মিডিয়া আমার বিয়ের পিছনে কেন পড়েছে সেটা বুঝতে পারছি না। আমার কাজের গঠনমূলক আলোচনা-সমালোচনা করলে এর চেয়ে বেশি খুশি হবো। আমি স্পষ্ট করে বলে দিতে চাই, বিয়ে নিয়ে আমি কিছুই ভাবছি না এখন। আগে তো পাত্র ঠিক হবে, তারপর না বিয়ে! শুধু শুধু আন্দাজনির্ভর খবর প্রকাশ করে মিডিয়া আমার ইমেজ ক্ষুণœ করছে। আমি এ বিষয়ে মিডিয়াকে আরও সচেতন হওয়ার অনুরোধ জানাচ্ছি। এদিকে জানা গেছে, রানী মুখার্জি বর্তমানে ব্যস্ত সময় পার করছেন দুটি নতুন ছবির কাজ নিয়ে। এর মধ্যে একটি ছবি চলতি বছরই মুক্তির কথা রয়েছে। তবে এর মধ্যে যশরাজ ফিল্মসের কোন ছবিতে চুক্তিবদ্ধ হননি রানী। জানা গেছে, দীর্ঘদিন ধরে আদিত্যের সঙ্গে দেখাও করছেন না তিনি। এখন রানীর বর শেষ পর্যন্ত আদিত্যই থাকেন নাকি অন্য কেই তা সময়ই বলে দেবে।

তটস্থ বিপাশা !

পর্দায় দুঃসাহসী বলিউড হার্টথ্রব বিপাশা বসু এখন একজনের ভয়ে তটস্থ। আর যাকে নিয়ে তার এই ভয় সে বিপাশার পাঁচ বছরের ভাইঝি নিয়া। অবশ্য এটিকে প্রশ্রয়ের ভয় বলা যেতে পারে। ভাতিজিকে নিয়ে বিপাশার ভয়ের কারণটাও অদ্ভুত। হিন্দি অনলাইন ‘আজতক’-এ প্রকাশিত এক প্রতিবেদনে বিপাশা বলেছেন, আসলে নিয়ার সঙ্গে আমার আত্মা জড়ানো। ওকে অনেক ভালবাসি। আমার আগামী ছবি ‘আত্মা’য় আমি নিয়ার নাম ব্যবহার করেছি। কিন্তু ওর অনুমতি নেয়া হয়নি। এখন আমার অনেক ভয় লাগছে। কারণ নিয়া ওর নামটি ব্যবহার করতে আমায় বারণ করেছিল। বিপাশার ভাষায়-আমি ভাবছি ‘আত্মা’ ছবিটি ওকে দেখাবো না। তাতেই আমার মঙ্গল হবে। নইলে আমার খবর আছে। কারণ ছবিতে আমার সঙ্গে শিশু দোয়েলকে (যে নিয়া নামে অভিনয় করেছে) দেখলে নিয়ার মেজাজ বিগড়ে যাবে। আমি ওকে ছাড়া অন্য কোন শিশুকে ভালবাসছি- এটা কখনও নিয়া সহ্য করতে পারে না।
উল্লেখ্য, সুপর্ণ বর্মার ‘আত্মা’ ছবিতে বিপাশার মেয়ের ভূমিকায় অভিনয়কারী শিশুশিল্পী দোয়েলের নাম প্রথমে প্রিয়া রাখা হয়েছিল। কিন্তু পরে বিপাশা তার আদরের ভাইঝি নিয়ার নামে তার নাম দেন। এখন তো তাকে ভয় পেতেই হবে। 

এবার কাজী শুভর সুরে রুমি

দূরবীন ব্যান্ড থেকেই এই প্রজন্মের সংগীত তারকা আরফিন রুমি ও কাজী শুভ একসঙ্গে কাজ করে আসছেন। ইতিমধ্যে দূরবীন ব্যান্ড তারা দু’জনই ছেড়েছেন। তবে ব্যান্ড ছাড়লেও একসঙ্গে নিয়মিতই কাজ করে চলেছেন রুমি ও শুভ। এর আগে আরফিন রুমির সুর-সংগীতে দুটি একক প্রকাশিত হয়েছে শুভর। এই অ্যালবামগুলো থেকে একাধিক গান পেয়েছে জনপ্রিয়তা। এছাড়াও বিভিন্ন মিশ্র অ্যালবামেও রুমির সুর-সংগীতে গান গেয়েছেন তিনি। তবে বিশেষ করে রুমির সংগীতায়োজনে শুভ’র ‘সোনা বউ’ গানটি সব ধরনের শ্রোতাদের হৃদয় ছুঁতে সক্ষম হয়েছে। এদিকে এতদিন রুমির জন্য শুভ গান করে আসলেও এবার ঘটলো ব্যতিত্রুমী ঘটনা। প্রথমবারের মতো আরফিন রুমির জন্য গান সুর করলেন কাজী শুভ। রুমির পরবর্তী একক অ্যালবামের জন্য একটি গানের সুর করেছেন শুভ। সমপ্রতি ‘জানি একদিন’ শিরোনামের এই গানটির কাজ শেষ হয়েছে। এই গানটির সংগীতায়োজন করেছেন আরফিন রুমি। ইতিমধ্যে আরফিন রুমির এই অ্যালবামের জন্য একটি গানের সুর করেছেন ইমরান। আরফিন রুমির জন্য প্রথমবারের মতো গান সুর করা প্রসঙ্গে কাজী শুভ বলেন, এতদিন রুমি আমার জন্য গান সুর করেছে। এবার প্রথমবারের মতো আমি ওর জন্য গান সুর করলাম। রুমির একক অ্যালবামে ঠাঁই পাবে গানটি। রোজার ঈদে প্রকাশ পাবে অ্যালবামটি। আশা করছি আমার সুরে রুমির গাওয়া গানটি সবার ভাল লাগবে। রুমি বলেন, কাজী শুভ ভাই আমার অনেক প্রিয় একজন শিল্পী। তার সুরও অসাধারণ। এ কারণেই তার সুরে আমার একক অ্যালবামে গান করলাম। আশা করছি শ্রোতাদের ভাল লাগবে।

ইভানের সঙ্গে রিয়ার বিয়ে

সংগীতশিল্পী নীনা হামিদের বড় বোন রাশিদা চৌধুরী রুনুর ছেলে ইভান চৌধুরীর সঙ্গে গতকাল দুপুর ১টায় বিশিষ্ট নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী ফারজানা রিয়া চৌধুরীর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ সময় উভয়পক্ষের আত্মীয়-স্বজন ছাড়া আর তেমন কেউই উপস্থিত ছিলেন না। রিয়ার ইস্কাটনস্থ নিজ বাসভবনে এ বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। রিয়ার নতুন বর ইভান চৌধুরী পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। গ্রামের বাড়ি মানিকগঞ্জ। থাকেন আমেরিকায়। মূলত বিয়ে উপলক্ষেই তিনি দেশে ফিরেছেন। চলতি মাসেই আবার আমেরিকা ফিরে যাবেন। ইভানের সঙ্গে বিয়ে প্রসঙ্গে রিয়া বলেন,  ইভান একজন গুণী মানুষ। তার আন্তরিকতাই মূলত আমাকে মুগ্ধ করেছে। সবার কাছে দোয়া চাই যেন আমরা দাম্পত্য জীবনে সুখী হতে পারি। এদিকে রিয়া বর্তমানে উপস্থাপনা ও নৃত্যের পাশাপাশি নৃত্যবিষয়ক রিয়েলিটি শো ‘ম্যাঙ্গোলি নাচো বাংলাদেশ নাচো’র বিচারক হিসেবে ব্যস্ত সময় কাটাচ্ছেন। আগামী ১১ই মার্চ এ অনুষ্ঠানের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।