Monday, March 4, 2013

আমেরিকায় মিলনের দ্বিতীয় সংসার!

আনিসুর রহমান মিলন। ছোটপর্দার বেশ বড় অভিনেতা। ইদানীং বড়পর্দাতেও ভাল হাঁকডাক দিচ্ছেন। ‘দেহরক্ষী’ শীর্ষক মুক্তি প্রতীক্ষিত চলচ্চিত্র দিয়ে ভালই কাঁপাবেন প্রেক্ষাগৃহ- এমন প্রত্যাশা অনেকের। তবে বড়পর্দা কাঁপানোর আগেই ব্যক্তিগত জীবন নিয়ে খানিক টানাপোড়েনে পড়তে যাচ্ছেন মিলন। গেল ৫-৬ দিন ধরে ফেসবুকে বেশ ক’জন টিভি তারকা-নির্মাতার ওয়ালে ওয়ালে ঝুলছে একজন আকর্ষণীয় নারীর সঙ্গে আনিসুর রহমান মিলনের ঘনিষ্ঠ ছবি। যার ক্যাপশনে লেখা আছে- ‘আনিসুর রহমান মিলন উইথ হিজ ওয়াইফ এট লস এঞ্জলেস ইউএসএ’। এ ছবিটি ফেসবুকে রাষ্ট্র হয়েছে অভিনেত্রী নাজনীন হাসান চুমকীর একাউন্ট থেকে। যদিও চুমকি বিভিন্নজনের কাছে দাবি করেছেন, এটা তার ফেইক আইডি! আবার অনেকেই বলছেন চুমকি এ ছবিটি দিয়ে মিলনের সঙ্গে বহু পুরনো প্রেমের বদলা নিচ্ছেন। সে যাই হোক, মূলত এ ছবির সূত্র ধরেই গেল ৫ দিন ধরে চারদিকে গুঞ্জন ছড়িয়েছে মিলনের বিপক্ষে। গুঞ্জনে উঠে এসেছে কেঁচো খুঁড়তে বেশ কিছু মোহরের গল্প। যেমন, মিলন প্রায় চার বছর হলো সবাইকে ফাঁকি দিয়ে পলি নামের এ আমেরিকা প্রবাসীকে বিয়ে করে সংসারী হয়েছেন। সেই পলির ছবিটাই সমপ্রতি ফাঁস হয়েছে ফেসবুকে। আবার অনেকে বলছেন, মিলন পারিবারিকভাবেই দ্বিতীয় বিয়েটি করেছেন। ওই সংসারে একটি পুত্র সন্তানও রয়েছে আমেরিকায়! গুঞ্জনে আরও এসেছে, মিলন আসলে বিয়ে থা কিচ্ছু করেনি। অতীতে তার আরও কয়েকটি মিডিয়া প্রেমের মতো এটিও একটি স্বল্পদৈর্ঘ প্রেম। গুঞ্জনে আরও জানা গেছে, মিলন ও তার প্রথম স্ত্রী লুচির প্রায় এক যুগের সংসারে কোন সন্তান নেই। ফলে বাধ্য হয়েই মিলন তার পরিবারের সমর্থন নিয়ে আমেরিকায় দ্বিতীয় বিয়ে করেছেন। ফেসবুক ওয়ালে মিলন-পলির এ ছবিকে ঘিরে এমন আরও অনেক পজিটিভ-নেগেটিভ গুঞ্জন এখন মৌ মৌ করছে মিডিয়ায়। এমন গুঞ্জনের সত্যতা জানাতে বেশ কয়েকজন তারকা শিল্পী এবং নির্মাতা দ্ব্যর্থহীন কণ্ঠেই মানবজমিনকে বলেছেন, মিলন অনেক আগেই এই মেয়েকে বিয়ে করেছেন। অনেকদিন ধরে বাংলাদেশ টু আমেরিকায় সংসার চালাচ্ছেন তিনি। এটা নতুন কোন খবর নয়। আর এসব মিলিয়ে গতকাল মুঠোফোনে মানবজমিনের মুখোমুখি হলেন মিলন। তিনি স্পষ্ট করেই অব দ্য রেকর্ডে বলেন পারিবারিক অনেক কথা। অনরেকর্ডে তিনি বলেন, এটা সত্যি গেল এক বছর ধরে আমি-লুচি সেপারেশনে আছি। এটা পারিবারিকভাবেই। সমপ্রতি আমরা দু’জনেই সিদ্ধান্ত নিয়েছি ডিভোর্সের। ফলে আমার আর লুচির সম্পর্ক ছেদ হওয়ার আগে তো আমি দ্বিতীয় অপশনে যেতে পারি না। আইনগতভাবে না, মানসিকভাবেও না। মিলন আরও বলেন, আসলে পারিবারিকভাবে অনেক সমস্যাই হতে পারে। এটা আসলে বলার মতো নয়। শুধু এটুকু বলবো, আমাদের দুই পরিবারের পক্ষ থেকেই এই বিচ্ছেদের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিচ্ছেদ না হয় হচ্ছে। কি কারণে সেটাও না হয় ব্যক্তিগত। কিন্তু ফেসবুক ওয়ালের ওই ছবিতে আপনার পাশের মানুষটি কে? মিলন বলেন, ছবিটার সত্যতা আছে। ছবির মানুষটাকে আমি চিনি। ওই ছবিটা আমেরিকাতেই তুলেছি। পারিবারিকভাবে আমাদের চেনা জানা আছে। আগামীতে শুভ কিছু হলেও হতে পারে। তবে তার আগে আমার বর্তমান সম্পর্কটির একটা সুরাহা করতে হবে। এর আগে তো আমি দ্বিতীয় সম্পর্ক গঠন করতে পারি না। মিলনকে পাল্টা জিজ্ঞাসা ছিল, বেশ কিছু বিশ্বস্ত সূত্রে জানা গেছে প্রথম স্ত্রী লুচির সঙ্গে এরই মধ্যে আপনার ডিভোর্স হয়েছে। সেই সঙ্গে গেল চার বছর ধরে আমেরিকা প্রবাসী পলির সঙ্গে আপনি সংসার করছেন। একটি পুত্র সন্তানও আছে নাকি? মিলন বলেন, আমি-লুচি এক বছর ধরে আলাদা থাকছি। তবে এখনও কাগজেপত্রে বিচ্ছেদ ঘটেনি। ঘটবে শিগগিরই। আর আমেরিকা প্রবাসীর সঙ্গে আমার পরিচয় কিংবা সুসম্পর্ক রয়েছে। এটা স্বীকার করছি। তবে এখনও বিয়ে করিনি, বাচ্চা হবে কোত্থেকে ভাই? তবে কথা দিচ্ছি, আমি এই বিষয়টি নিয়ে শিগগিরই আনুষ্ঠানিকভাবে সবকিছু পরিষ্কার করবো। এসব মিলিয়ে লুচির সঙ্গে বিচ্ছেদ আর পলির সঙ্গে প্রণয়ের গল্প নিয়ে বিপাকে আছেন মিলন।

Saturday, March 2, 2013

সারিকার রাতের গল্প

শুটিংয়ের জন্য টানা তিন রাত নির্ঘুম কাটালেন সারিকা। আফজাল হোসেন মুন্নার রচনা ও পরিচালনায় নাটকটির নাম ‘গল্পটা এক রাতের অথবা অনাগত অনেক রাতের’। টানা তিন রাত ব্যায় করে সম্প্রতি বনানী, উত্তরা ও মিরপুরের বিভিন্ন স্থানে এ নাটকের শুটিং হয়েছে। সারিকা বলেন, নাটকটির গল্পটা বেশ সুন্দর। অনেক পরিশ্রম করতে হয়েছে আমাদের। তবে রাত জেগে শুটিংয়ের ফাকে আমরা অনেক মজাও করেছি। শুটিংয়ের অভিজ্ঞতা সম্পর্কে সারিকা বলেন, তিন রাত ঢাকা শহরের বিভিন্ন এলাকায় শুটিং করেছি। আর দিনের বেলায় ঘুমিয়েছি। নাটকটি আমার অভিনয়জীবনের নতুন অভিজ্ঞতা এনে দিয়েছে। এখানে আমার সহশিল্পী অথবা রাতের সঙ্গী হিসেবে ছিলেন সজল। কাজটি করে এককথায় আমি মুগ্ধ। ‘গল্পটা এক রাতের অথবা অনাগত অনেক রাতের’ নাটকটি শিগগিরই যে কোন টিভি চ্যানেলে সমপ্রচারের কথা রয়েছে।

মদ্যপান অবস্থায় ক্লোজআপ ওয়ান তারকা নোলক আটক

বিমানে মদ্যপান ও মাতাল অবস্থায় বিমানবালার সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ক্লোজআপ ওয়ান তারকা নোলক বাবুকে আটকে রেখে ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে বিমান কর্তৃপক্ষ।

এ সময় তার সঙ্গে সিলেটের সিটি কর্পোরেশনের কাউন্সিলর আশিকুর রহমানের ভাইকেও আটক করা হয়।

বৃহস্পতিবার সকাল পৌণে ১১টায় লণ্ডনের হিথ্রো থেকে বাংলাদেশ বিমানের (বিজি-০১৬) একটি ফ্লাইট ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছলে অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের আটক করা হয়।

বিমানের যাত্রীরা জানান, হিথ্রো থেকে ৪১৯ যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সিলেটের উদ্দেশে রওয়ানা হয়। ওই ফ্লাইটের যাত্রী ছিলেন ক্লোজআপ ওয়ান তারকা নোলক বাবু।

তিনি মদ্যপ অবস্থায় বিমানে উঠে বিমানবালাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এ সময় যাত্রীরা এর প্রতিবাদ জানালে তাদের ওপরও ক্ষিপ্ত হন নোলক বাবু। এক পর্যায়ে বিমানক্রুরা তাকে বিমানের মধ্যে আটকে রাখেন।

বিমানের ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করলে বিমানের কর্মচারী ও যাত্রীরা মিলে নোলক বাবুকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

পরে বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশের কাছে পাঠায়।

ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ উদ্দিন জানান, বিমানবালা ও যাত্রীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের কারণে নিয়ম অনুযায়ী নোলক বাবুকে সিলেট ওসমানী বিমানবন্দরে আটকে রাখা হয়েছে।

তাকে সিলেট রেখেই বিমানের ফ্লাইটি ঢাকার উদ্দেশে রওয়ানা হয়েছে। নোলকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক বশির বিষয়টি নিশ্চিত করে  জানান, মদ্যপান করে বিমানে বিশৃংখলা জন্য নোলক বাবু ও কাউন্সিলরের ভাই আমির আহমেদকে বিমান কর্তৃপক্ষ পুলিশে দেয়।

পরে কর্তৃপক্ষ তাদেরকে ছেড়ে দিতে বললে পুলিশ ছেড়ে দেয়ার প্রক্রিয়া শুরু করেছে।

রুপার্টকে এড়িয়ে চলছেন ক্রিস্টেন!

নির্মাতা রুপার্ট স্যান্ডারসের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে কম ঝামেলা পোহাতে হয়নি ‘টোয়াইলাইট’ তারকা ক্রিস্টেন স্টুয়ার্টকে। ইদানিং রুপার্টকে এড়িয়ে চলছেন তিনি। সম্প্রতি এক খবরে ‘দ্য সান’ জানিয়েছে, রুপার্টের এসএমএস কিংবা ফোন-কলের জবাব দিচ্ছেন না ক্রিস্টেন।
গত বছরের জুলাইয়ে ক্রিস্টেন এবং রুপার্টের পরকীয়ার ছবি ও খবর ফাঁস হওয়ার পর দুজনই প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেছিলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। রুপার্টের সঙ্গে বিয়ে বিচ্ছেদের আবেদন করেছেন তাঁর স্ত্রী লিবার্টি রোজ। অন্যদিকে, ক্রিস্টেন বারবার অনুতাপ প্রকাশ করে দীর্ঘদিনের প্রেমিক রবার্ট প্যাটিনসনের অনুকম্পা পেলেও, আবার চিড় ধরেছে তাঁদের সম্পর্কে। কিন্তু প্রেমিককে ফিরে পেতে সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছেন ২২ বছর বয়সী এ অভিনেত্রী।
ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, চলতি বছরের শুরুর দিকে রুপার্টের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত চূড়ান্ত করেন লিবার্টি রোজ। তিনি আদালতে বিচ্ছেদের আবেদন করার পরপরই ক্রিস্টেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন রুপার্ট। এখন পর্যন্ত ক্রিস্টেনকে বহুবার এসএমএস করেছেন তিনি। ফোনেও যোগাযোগের চেষ্টা করেছেন। কিন্তু সাড়া দেননি ক্রিস্টেন।
সূত্রটি আরও জানিয়েছে, রুপার্টের সঙ্গে ঘনিষ্ঠতায় জড়িয়ে যে ভুল ক্রিস্টেন করেছিলেন তা তাঁর জীবনকে এলোমেলো করে দিয়েছে। তিনি রুপার্টের সঙ্গে কোনো রকম যোগাযোগ না রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এই মুহূর্তে যে কোনো উপায়ে প্রেমিক প্যাটিনসনকে ফিরে পাওয়ার পেছনেই সমস্ত মনোযোগ কেন্দ্রীভূত রাখতে চান অনুতপ্ত ক্রিস্টেন।
মজার বিষয় হলো, গত ফেব্রুয়ারি মাসে যুক্তরাজ্যের হিট ম্যাগাজিনে প্রকাশিত এক খবরে দাবি করা হয়েছিল, দ্বিতীয়বার প্যাটিনসনের সঙ্গে দূরত্ব সৃষ্টি হওয়ার পর আবারও রুপার্টের সঙ্গে যোগাযোগ করেছেন ক্রিস্টেন। লিবার্টি রোজ বিচ্ছেদের আবেদন করায় রুপার্টের প্রতি সহমর্মিতা প্রকাশের জন্যই তিনি এমনটা করেছেন। অবশ্য সেসময় ক্রিস্টেনের সঙ্গে সাক্ষাতের জন্য রাজি হননি রুপার্ট।

বিব্রত পরিনীতি

‘ইশকজাদে’-এর পর বর্তমানে তিনটি ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রিয়াংকা চোপড়ার চাচাতো বোন পরিনীতি চোপড়া। তিনটি ছবিতেই ভিন্ন ভিন্ন চরিত্রে দর্শকরা দেখতে পাবেন তাকে। এর মধ্যে একটি ছবির মহরত অনুষ্ঠিত হয় সমপ্রতি। সে মহরত অনুষ্ঠানে মিডিয়াকে প্রিয়াংকা ও নিজেকে নিয়ে বেশ কিছু বক্তব্য নিজে থেকেই প্রদান করেন পরিনীতি। এ বিষয়ে তিনি বলেন, একটা বিষয় পরিষ্কার করে বলতে চাই যে আমি প্রিয়াংকার মাধ্যমে বলিউডে আসিনি। নিজে অনেক কষ্ট করে বলিউডে কাজ শুরু করেছি। কিন্তু বেশ কিছু মিডিয়া এ বিষয়ে কাল্পনিক খবর প্রকাশ করছেন। তারা বলছেন আমি নাকি বলিউডে পথ চলছি প্রিয়াংকার হাত ধরে। এটা একদমই ঠিক নয়। কারণ, এর মাধ্যমে প্রিয়াংকার সঙ্গে সম্পর্ক নষ্ট হচ্ছে আমার। বিষয়টি নিয়ে আমি বিব্রত। আমার ক্যারিয়ারে প্রিয়াংকার প্রভাব নেই। এটা প্রিয়াংকা নিজেও ভাল করে জানেন। আমি যে ছবিগুলো করছি নিজের যোগ্যতাতেই করছি। দর্শকরা পছন্দ করলে কাজ করবো, আর না করলে কাজ করবো না। এটাই আমার নীতি।

এক আইটেমে প্রিয়াংকার আয় ২.৮ কোটি রুপি

মাত্র একটি আইটেম গানে অংশ নিয়ে পুরো ছবিতে অভিনয়ের সমান পারিশ্রমিক ঝুলিতে ভরলেন বলিউডের অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। মুক্তিপ্রতীক্ষিত ‘শুটআউট অ্যাট ওয়াডালা’ ছবির আইটেম গানে নাচের বিনিময়ে ২.৮ কোটি রুপি আয় করেছেন এই ‘বারফি’ তারকা। সাধারণত পুরো ছবিতে অভিনয়ের জন্য এই পারিশ্রমিক নিয়ে থাকেন প্রিয়াংকা।
বলিউডের প্রথম সারির প্রায় সব তারকাই আইটেম গানে অংশ নিলেও, এখন পর্যন্ত এ ধরনের কোনো গানে দেখা যায়নি প্রিয়াংকাকে। ‘শুটআউট অ্যাট ওয়াডালা’ ছবির মাধ্যমে আইটেম গানে অভিষেক হচ্ছে তাঁর। জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
আইটেম গান নিয়ে নানা সমালোচনা ওঠায় শুরুর দিকে রাজি না হলেও, নানা শর্ত পূরণের পরই কেবল গানটি করতে রাজি হন প্রিয়াংকা। বিশ্বসুন্দরী, মডেল ও অভিনেত্রী পরিচয়ের পাশে আন্তর্জাতিক সংগীতশিল্পীর তকমাও বসেছে তাঁর নামের পাশে। নির্মাতারা জানতেন, খুব সহজে গানটিতে তাঁর অন্তর্ভুক্তি নিশ্চিত করা যাবে না। কিন্তু তাঁরা যেকোনো উপায়ে গানটিতে তাঁকে পেতে চেয়েছিলেন। মূলত এ কারণেই প্রিয়াংকাকে বিপুল অঙ্কের পারিশ্রমিক দিতে কার্পণ্য করেননি তাঁরা।
এ প্রসঙ্গে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান বালাজি টেলিফিল্মসের প্রধান নির্বাহী কর্মকর্তা তনুজ গর্জ বলেন, ‘গানটি ছবির প্রচারণায় ব্যবহার করা হবে। এ জন্য অনেক সময় ও অর্থ ব্যয় করে গানটিকে যতটা সম্ভব আকর্ষণীয় করে তোলার সব রকম চেষ্টা আমরা করেছি। এমনকি গানটিতে কণ্ঠ দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছিল প্রিয়াংকাকে। কিন্তু তিনি রাজি না হওয়ায় গানটি গেয়েছেন সুনিধি চৌহান।

Friday, March 1, 2013

২০০ কোটি রুপি আয় করে নজির গড়ল ‘বিশ্বরূপম’

প্রখ্যাত ভারতীয় অভিনেতা ও নির্মাতা কমল হাসান পরিচালিত স্পাই থ্রিলারধর্মী তামিল ছবি ‘বিশ্বরূপম’-এর বক্স অফিস আয়ের পরিমাণ ২০০ কোটি রুপি ছাড়িয়ে গেছে। ৯৫ কোটি রুপি বাজেটের ছবিটি মুক্তি পাওয়ার মাত্র তিন সপ্তাহে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই বিপুল পরিমাণ অর্থ আয় করে নতুন নজির গড়েছে।
আফগান আল-কায়েদা বাহিনীর নিউইয়র্ক আক্রমণ পরিকল্পনার বিষয়বস্তুর আলোকে নির্মিত ‘বিশ্বরূপম’ ছবিটি নিয়ে শুরু থেকেই নানা বিতর্ক ওঠে। ছবিতে একাধিক আপত্তিকর দৃশ্য থাকার অভিযোগ তুলে প্রায় ১০ দিন প্রতিবাদ করে ভারতের দ্য ফেডারেশন অব ইসলামিক মুভমেন্টস সংগঠনসহ কয়েকটি রাজনৈতিক দল। পরে তামিল এই ছবির মুক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন আদালত।
এ অবস্থায় ইসলামি সংগঠনের মুখপাত্রদের সঙ্গে আলোচনায় বসেন ছবির পরিচালক, কাহিনিকার ও সহ-প্রযোজক কমল হাসান। আলোচনার মধ্যস্থতাকারী হিসেবে দায়িত্ব পালন করেন তামিলনাড়ুর স্বরাষ্ট্রসচিব আর রাজগোপাল। ছবির আপত্তিকর সাতটি দৃশ্য বাদ দেওয়ার দাবি মেনে নেওয়ায় আন্দোলন বন্ধে রাজি হন মুসলিম নেতারা। ছবিটি তামিলনাড়ুতে মুক্তি পায় ৭ ফেব্রুয়ারি। এর আগে ১ ফেব্রুয়ারি তামিলনাড়ু বাদে ভারতের বিভিন্ন স্থানে মুক্তি পায় ছবিটির হিন্দি সংস্করণ। জানিয়েছে জিনিউজ ব্যুরো।
মুক্তির পর থেকেই ছবিটি দারুণ প্রশংসিত হয়েছে। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কমল হাসান, রাহুল বোস, পূজা কুমার, অস্কারজয়ী ভারতীয় চিত্রনির্মাতা শেখর কাপুর প্রমুখ