Sunday, March 31, 2013

প্রিয়াংকার নতুন গানে পিটবুল!

বলিউডের অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া তাঁর দ্বিতীয় মিউজিক ভিডিওর শুটিংয়ের কাজে বর্তমানে যুক্তরাষ্ট্রের মায়ামিতে। জানা গেছে, ‘এগজোটিক’ শিরোনামের গানটিতে প্রিয়াংকার সঙ্গে কণ্ঠ দিচ্ছেন জনপ্রিয় মার্কিন র্যাপ সংগীতশিল্পী পিটবুল।
এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, প্রিয়াংকা এই মুহূর্তে গানটির নিজের অংশের রেকর্ডিং করছেন। পাশাপাশি চলছে মিউজিক ভিডিওর মহড়া। শিগগিরই তাঁর সঙ্গে যোগ দেবেন পিটবুল। পুরো গানের রেকর্ডিং শেষে মিউজিক ভিডিওর দৃশ্য ধারণের কাজ শুরু হবে।
প্রিয়াংকা চোপড়া ২০০০ সালে বিশ্ব সুন্দরী খেতাব পাওয়ার পর বলিউডের একজন সফল অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। গায়িকা ও গীতিকার হিসেবেও আত্মপ্রকাশ করেছেন।
২০১১ সালে যুক্তরাষ্ট্রের সর্ববৃহত্ মিউজিক কোম্পানি ইউনিভার্সেল মিউজিক গ্রুপের সঙ্গে প্রথম আন্তর্জাতিক অডিও অ্যালবাম প্রকাশের জন্য চুক্তিবদ্ধ হন প্রিয়াংকা চোপড়া। তাঁর প্রথম মিউজিক ভিডিও ‘ইন মাই সিটি’ প্রকাশিত হয়েছিল গত বছরের ২৯ জানুয়ারি।

CLICK THIS PIC :

সালমানের সঙ্গে অভিনয়ে আগ্রহী আমির

বলিউডের অন্যতম প্রভাবশালী দুই তারকা সালমান খান এবং আমির খান অভিনীত চলচ্চিত্র ‘আন্দাজ আপনা আপনা’ মুক্তি পেয়েছিল ১৯ বছর আগে। সম্প্রতি আবারও সালমান খানের সঙ্গে এক ছবিতে অভিনয়ের আগ্রহ প্রকাশ করলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’খ্যাত আমির। তবে পূর্বশর্ত হিসেবে তিনি উল্লেখ করেছেন পছন্দসই চিত্রনাট্যের কথা।
এ প্রসঙ্গে আমিরের ভাষ্য, ‘সালমানের সঙ্গে আন্দাজ আপনা আপনা ছবিতে অভিনয় করেছিলাম। এটি আমার অন্যতম পছন্দের একটি ছবি। আবারও একসঙ্গে ছবিতে কাজ করতে পারলে আমার অনেক ভালো লাগবে। সালমান সহ-অভিনেতা হিসেবে চমত্কার। পছন্দসই চিত্রনাট্য আমাদের হাতে এলে সানন্দে অভিনয় করতে রাজি হয়ে যাব।’
আমির আরও বলেন, ‘আমি পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী ছবি নির্বাচন করি না। আগে ভালোভাবে চিত্রনাট্য পড়ে দেখি। চিত্রনাট্যে মজার কিছু খুঁজে পেলে হ্যাঁ বলি।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ।
বলিউডে ‘মিস্টার পারফেকশনিস্ট’ তকমা পেলেও নিজেকে নিখুঁত মনে করেন না বলেই জানিয়েছেন আমির। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি মনে করি, চলচ্চিত্রের মতো সৃষ্টিশীল শিল্প মাধ্যমে নিখুঁত হওয়ার কোনো সুযোগ নেই।’
আমির আরও বলেন, ‘প্রতিটি শিল্পী ভিন্নভিন্নভাবে নিজেদেরকে প্রকাশ করেন। অভিনয়ের প্রতি তীব্র ভালোবাসা থেকেই আমি কাজ করি। কাজের মধ্যে আনন্দ খুঁজে পাই। নিজেকে পুরোপুরি কাজে সঁপে দিয়ে নিখুঁত হওয়ার চেষ্টা করি মাত্র। ভালো কাজের মধ্য দিয়ে নিজেকেই বিস্মিত করে দিতে চাই। ছবির ব্যবসায়িক সাফল্য নিয়ে মোটেও মাথা ঘামাই না আমি।’
CLICK THIS PIC :

আনুশকার ‘না’


সমপ্রতি একটি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন আনুশকা শর্মা। এ ছবিটি পরিচালনা করছেন প্রিয়দর্শন। এ পরিচালকের সঙ্গে প্রথমবারের মতো কাজ করছেন আনুশকা। ছবিতে তাকে দেখা যাবে তুষার কাপুরের বিপরীতে। ছবির একটি স্থানে চুমোদৃশ্যের পরিকল্পনা করেছিলেন প্রিয়দর্শন। কিন্তু এ দৃশ্যটি আনুশকা করতে পারবেন না বলে সমপ্রতি সাফ জানিয়ে দিয়েছেন। ধারণা করা হচ্ছে তুষার কাপুর হওয়ায় চুমোদৃশ্যটি করতে চাচ্ছেন না তিনি। তবে প্রথমবারের মতো এ নায়িকা চুমোদৃশ্য করতে রাজি না হওয়ায় অবাকই হয়েছেন বলিউড সংশ্লিষ্টরা। আনুশকার মুখে ‘না’ শোনার পরও তাকে বেশ কয়েকবার বিষয়টি নিয়ে আরও একবার ভাবার পরামর্শ দিয়েছিলেন প্রিয়দর্শন। কিন্তু কোনভাবেই এই চুমোদৃশ্যটি করতে রাজি করানো যায়নি আনুশকাকে। তাই বাধ্য হয়েই পরিচালক চুমোদৃশ্যটি ছবি থেকে বাদ দিয়েছেন। এ ছবিটির শুটিং শুরু হতে যাচ্ছে এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে। তবে আনুশকার এমন সিদ্ধান্তের বিপরীতে এখন পর্যন্ত তুষার কাপুরের মন্তব্য শোনা যায়নি। এ বিষয়ে মিডিয়াকে আনুশকা জানিয়েছেন, আসলে সব সময় যে সব ধরনের দৃশ্য করতে হবে তেমন কোন কথা নেই। আমার মনে হয়েছে এই চুমোদৃশ্যটি ছবিতে আমার চরিত্রটির সঙ্গে যাচ্ছে না। তাই আমি এটি করবো না বলে জানিয়েছি। এ নিয়ে আসলে আলোচনার কিছু নেই। আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন।
CLICK THIS PIC :

ইমপ্রেস টেলিফিল্মের বুটিক সিনেমা- একসঙ্গে ৬ নতুন পরিচালকের অভিষেক


‘নতুন’ কথাটির প্রতি ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের আলাদা একটা দুর্বলতা আছে। ‘নতুন’ কিংবা ‘প্রথম’ কোন কিছু হলেই তিনি সেটা গ্রহণ করতে কার্পণ্য করেন না। কারণ, তিনি বিশ্বাস করেন নতুনরাই সময়কে নিয়ন্ত্রণ করতে পারে। নতুনরাই আগামীদিনের ভবিষ্যত। তাই তো গতকাল রাজধানীর অভিজাত একটি পাঁচ তারকা হোটেলে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ফরিদুর রেজা সাগর ঘোষণা করলেন ইমপ্রেস টেলিফিল্মের নতুন প্রয়াস বুটিক সিনেমার নাম। ঘোষণা করলেন ৬ জন একেবারেই নতুন আনকোরা চলচ্চিত্র পরিচালকের নাম। ফুলেল শুভেচ্ছা আর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তাদের চলচ্চিত্রে অভিষিক্ত করলেন তিনি। পরিচালক ৬ জন হলেন- অমিতাভ রেজা, আকরাম খান, আদনান আলম রাজীব, আবু শাহেদ ইমন, গোলাম কিবরিয়া ও রবিউল আলম রবি। এই ৬ জন পরিচালকের ছবি নির্মাণের সঙ্গে কার্যনির্বাহী প্রযোজক হিসেবে সক্রিয়ভাবে জড়িত থাকবেন আরেক আলোচিত পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী এবং তিনি নিজেও একটি ছবি নির্মাণ করবেন। একসঙ্গে ৬ জন নতুন পরিচালককে দিয়ে ছবি নির্মাণের মতো সাহসী পদক্ষেপের জন্য ৭৫ ছবির নির্মাতা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম এবং তার ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরকে অভিনন্দন এবং নতুনদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত পরিচালক চাষী নজরুল ইসলাম, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক মতিন রহমান, পরিচালক মহম্মদ হান্‌নান, শাহ আলম কিরণ, গোলাম রাব্বানী বিপ্লব, সামিয়া জামান, মুশফিকুর রহমান গুলজার, অনিমেষ আইচ, বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব হাবিবুর রহমান খান। কাহিনীকার গাউসুল আলম শোভন ও মোস্তফা সরয়ার ফারুকী। ‘বড় স্বপ্ন ছোট লাফ’- এ স্লোগানকে সামনে রেখে যে ৬টি ছবি নির্মাণ হবে সেগুলো হলো- ‘প্রক্সি’ (অমিতাভ রেজা), ‘কে’ (আকরাম খান), ‘প্রজন্ম এক্স’ (আদনান আল রাজীব), ‘জালালের পিতাগণ’ (আবু শাহেদ ইমন), ‘কর্পুর’ (গোলাম কিবরিয়া) ও ‘টাকার খেলা’ (রবিউল আলম রবি)। ফারজানা ব্রাউনিয়ার উপস্থাপনায় চ্যানেল আইতে সরাসরি সমপ্রচারিত বর্ণাঢ্য এ অনুষ্ঠানে নতুন ৬ পরিচালককে ‘রেড কার্পেট’ সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানের শুরুতেই ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ছবিগুলোর উল্লেখযোগ্য অংশ প্রদর্শন করা হয়। পরে নতুন ৬ জন পরিচালকের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরা হয়। ইমপ্রেস টেলিফিল্মের বুটিক সিনেমার ওয়েবসাইট উদ্বোধনের মধ্য দিয়ে সিনেমায় নতুন দিগন্তের সূচনা করা হয়। ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর নতুন ৬ জন পরিচালককে সাহস ও অনুপ্রেরণা জোগানোর জন্য চলচ্চিত্র শিল্প ও গণমাধ্যমের প্রতি আহ্বান জানান। উল্লেখ্য, সুস্থধারার চলচ্চিত্র নির্মাণ প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম লি. ২০০৩ সাল থেকে নিয়মিত চলচ্চিত্র প্রযোজনা পরিবেশনা করে আসছে। এ পর্যন্ত প্রায় ৭৫টি ছবি নির্মাণ করেছে তারা। এসবের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ছবিই বিভিন্ন শাখায় ১১৬টি জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ দেশ-বিদেশে অসংখ্য পুরস্কার লাভ করেছে।
CLICK THIS LINK :Best Java Games, Apps;

Saturday, March 30, 2013

বিন্দুর 'আত্মহত্যা'!

সত্যি নয়, একটি একক নাটকে আত্মহত্যা করতে দেখা যাবে বিন্দুকে। মারুফ হোসেন সজীবের রচনা ও পরিচালনায় 'জনারণ্যে জোনাকি' নাটকে আত্মহত্যা করতে দেখা যাবে তাঁকে। নাটকের গল্পে দেখা যাবে বিন্দু দরিদ্র ঘরের মেয়ে। পড়াশোনার জন্য ঢাকায় আসে। বাড়ি থেকে তাকে টাকা পাঠাতে পারে না তার পরিবার। কয়েক দিনের ক্ষুধার যন্ত্রণায় বিপথে যাওয়ার সিদ্ধান্ত নেয় বিন্দু। পরিচয় ঘটে এক দালালের সঙ্গে। শুরু হয় তার অন্ধকার পথে যাত্রা। সেই পথ থেকে ফিরে বিয়ে করে স্বাভাবিক জীবন যাপন করতে চায় সে। কিন্তু কে তাকে বিয়ে করবে। এ জীবন থেকে ফিরে সে-ই বা কিভাবে নিজের জীবনের সঙ্গে আরেকজনকে জড়াবে। অবশেষে আত্মহত্যার পথ বেছে নেয় সে। বিন্দু বলেন, 'নিঃসন্দেহে একটি ভালো কাজ করেছি। গল্পের বাস্তবতাটাকে খুব সহজ ভাষায় প্রকাশ করার চেষ্টা করা হয়েছে, সংলাপ খুবই কম হওয়ায় অভিনয় করার সুযোগ পেয়েছি এবং তা করার চেষ্টা করেছি, আসলে আমরা অভিনয়শিল্পীরা এই ধরনের গল্পই খুঁজে থাকি, যেখানে অপ্রয়োজনীয় সংলাপের চেয়ে গল্প বলার ধরনটা একটি ভিন্ন মাত্রা যোগ করে। আশা করি দর্শকদের খুবই ভালো লাগবে।'CLICK THIS LINK :Best Java Games, Apps
CLICK THIS PIC :

আইপিএলে দীপিকা

আসন্ন আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে ক্যাটরিনা কাইফের অংশগ্রহণ নিশ্চিত করার পর শাহরুখ খান তাঁর 'চেন্নাই এঙ্প্রেস' ছবির নায়িকা দীপিকা পাড়ুকোনকেও উদ্বোধনী অনুষ্ঠানের জন্য চুক্তিবদ্ধ করেছেন। ২ এপ্রিল কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজক শাহরুখের রেড চিলি এন্টারটেইনমেন্ট। শাহরুখের দল কলকাতা নাইট রাইডার্স। উদ্বোধনী অনুষ্ঠানটিও হবে কলকাতায়। শাহরুখের নাচ ছাড়া কি আর চলে! প্রথমেই শাহরুখ তাঁর 'জব তক হ্যায় জান' ছবির নায়িকা ক্যাটরিনাকে রাজি করান তাঁর সঙ্গে নাচার জন্য। কিন্তু এক নায়িকা দিয়ে কি আর মন ভরে, তাই শাহরুখের সঙ্গে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত হবেন দীপিকা। শাহরুখ আগে থেকেই চাইছিলেন তাঁকে। প্রায় সোয়া লাখ দর্শকের সামনে দীপিকার সঙ্গে নিজের রসায়নটা ঝালাই করাটাই মূল উদ্দেশ্য। এ ছাড়া তাঁর সঙ্গেই তো পরবর্তী ছবি চেন্নাই এঙ্প্রেস। শুধু বলিউড তারকাই নন, মার্কিন র‌্যাপার পিটবুলকেও অনুষ্ঠানে নিয়ে আসছেন কিং খান।

Thursday, March 28, 2013

রঙের ভেলায়...

নাফিজার মনে ভালই রঙ লেগেছে। রঙ লাগাটা অবশ্য তার নতুন কোন স্বভাব নয়। শুটিং হাউজে নাফিজার উপস্থিতি অথবা, ফেসবুকে তার একাধিক স্ট্যাটাস এবং ছবি পোস্ট সে কথাই জানান দেয় বারে বার। মনে হয় যেন নাফিজার যেখানেই উপস্থিতি, সেখানটাই রঙের মেলা। এইতো গত সপ্তাহেই নাফিজা তার ফেসবুকে ‘সুইসাইড’ স্ট্যাটাস দিয়ে সবাইকে অবাক করেছেন। কিন্তু এটাই নাফিজা। এটাই তার ক্যারেক্টার। ভাল অথবা খারাপ চিন্তা না করে মনের ভাললাগার উপরই পথ চলেন তিনি। আর এজন্যই নিজেকে সবসময় রঙের ভেলায় ভাসিয়ে রাখতে পছন্দ করেন। নাফিজা বলেন, জীবনটা আর কয়দিনের। একটু আমদ ফুর্তিতে না চলে যদি শুধু নিজেকে অভাগা ভেবে পথ চলি; তবে আমার সঙ্গে সঙ্গে আরও কিছু মানুষের পথ চলায় বাঁধা আসবে। তাই আমি সবসময় ফুর্তি চাই। যতক্ষণ মনে রঙ আছে, ততক্ষণে সেই রঙে অন্যকে রাঙাতে চাই। এমনি বাস্তবিক চরিত্র নিয়েও নাফিজা সমপ্রতি অভিনয় করেছেন ‘এই দুনিয়ার রঙের মেলা’ নামের একটি ধারাবাহিক নাটকে। ধারাবাহিকটি রচনা ও পরিচালনা করেছেন মোশারফ হোসেন লিটন এবং নাট্যরূপ দিয়েছেন আকাশ রঞ্জন। এতে নাফিজার সঙ্গে আরও অভিনয় করেছেন ড. এনামুল হক, ফারুক আহমেদ, ফারজানা ছবি, মিমো, পরান, প্রাণ রায়, আমিন আজাদ, শিরিন আলম, অবিদ রেহান, রুনা খানসহ আরও অনেকে। গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত এই ধারাবাহিক নাটকের গল্প গড়ে উঠেছে- রশীদপুর গ্রামের এক প্রভাবশালী ব্যক্তির নাম সলেমান পাটোয়ারী। নিজের শিক্ষাকে অপব্যবহার করে অত্র গ্রামের সহজ সরল অশিক্ষিত আক্কাস আমীর সরলতাকে কাজে লাগিয়ে জমি রেকর্ডের সময় আক্কাস আলীর জমি নিজের নামে রেকর্ড করে মধ্যবৃত্ত থেকে ধনী হয়ে যায়। কথায় আছে কৃপণের ধন রাখে না মান। ঠিক তেমনি তিন ছেলের মধ্যে মেঝ ছেলে মিলন ছাড়া বাকি দু’জন মামুন ও সুমন বাউন্ডেলে। এদের কারণে সলেমান পাটোয়ারী দুঃখের সীমা নেই। ঘটনার এক পর্যায়ে মৃত আক্কাস আলীর ছেলে জয়নাল প্রতিশোধ নিতে সলেমান পাটোয়ারীর বাড়িতে ছলে বলে কৌশলে নিজের আপন বোন কুলসুমকে কাজের মেয়ে হিসেবে যোগদান করায়। শুরু হয় এক অন্য রকম ট্রাজেডিক্যাল রসাত্মক কাহিনী। নাফিজা বলেন, এই নাটকটিতে অভিনয় করেছি অতি সমপ্রতি। এতে গ্রামের উচ্ছ্বল এক মেয়ের চরিত্রে আমাকে দেখা যাবে। নাটকটি আশা করছি দর্শকের কাছে ভালই লাগবে। এছাড়া বর্তমানে নাফিজা অভিনীত নাটক প্রচার চলছে মোহাম্মদ মোস্তাফা কামাল রাজের পরিচালনায় ‘ইডিয়টস’।