Monday, March 18, 2013

স্পিলবার্গের ছবিতে আনুশকা?

অস্কারজয়ী পরিচালক স্টিভেন স্পিলবার্গ ভারত-পাকিস্তানের ওপর একটি ছবি তৈরি করবেন। আর এই ছবিতে অভিনয়ের জন্য প্রস্তাব পেয়েছেন আনুশকা শর্মা। রিলায়েন্স গ্রুপের কর্ণধার অনিল আম্বানির আমন্ত্রণে সম্প্রতি ভারতে বেড়াতে আসেন স্পিলবার্গ।
মুম্বাইয়ে স্পিলবার্গকে দেওয়া অনিল আম্বানির সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের নামীদামি অনেক তারকা। ছিলেন আনুশকা শর্মাও। এখানেই আনুশকার সঙ্গে কথা হয় স্পিলবার্গের। তখন আনুশকাকে তাঁর নতুন ছবিতে অভিনয়ের প্রস্তাব দেন স্পিলবার্গ। আনুশকা এ পর্যন্ত বলিউডের সাতটি ছবিতে

Sunday, March 17, 2013

কারিনার দাম আকাশচুম্বী

বিয়ে করলেন তো জনপ্রিয়তায়ও ধস নামল—বলিউডের অলিখিত এই নিয়ম ছুড়ে ফেলে দিচ্ছেন এই প্রজন্মের অভিনেত্রীরা। যেমন কারিনা কাপুর। বিয়ের পর তাঁর জনপ্রিয়তা আর ক্ষমতা বাড়ছেই।
সম্প্রতি দিল্লিভিত্তিক একটি প্রতিষ্ঠানের সঙ্গে ১০ কোটি রুপির চুক্তি সারলেন তিনি।
জমিজমা ব্যবসার অন্যতম বড় একটি প্রতিষ্ঠান কারিনার সঙ্গে যোগাযোগ করেছে। তারা কারিনাকে তাদের বিজ্ঞাপনে ব্যবহার করতে চায়। এ জন্য তাঁকে বড় অঙ্কের অর্থও দেওয়া হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ভোপালে বিজ্ঞাপনচিত্রের শুটিং হবে। আর কারিনার সুবিধা অনুযায়ী সবকিছু করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

Monday, March 11, 2013

এক মাসে আট কেজি ওজন কমাবেন পরিনীতি!

ওজন কমানোর জন্য রীতিমতো উঠেপড়ে লেগেছেন ‘ইশকজাদে’খ্যাত বলিউডের অভিনেত্রী পরিনীতি চোপড়া। আগামী এপ্রিলে শুরু হচ্ছে করণ জোহরের ‘হাসি তো ফাঁসি’ ছবির শুটিং। ছবির প্রয়োজনে আট কেজি ওজন কমাতে বলা হয়েছে পরিনীতিকে। সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে মাত্র এক মাস। এ জন্য নিয়মিত জিমে গিয়ে ঘাম ঝরাচ্ছেন ২৪ বছর বয়সী এ অভিনেত্রী।
‘হাসি তো ফাঁসি’ ছবিতে পরিনীতির বিপরীতে দেখা যাবে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’খ্যাত নবাগত অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাকে। ছবিটিতে পরিনীতির আবেদনময়ী রূপ তুলে ধরতে চান নির্মাতারা। মূলত এ কারণেই ওজন কমাতে বলা হয়েছে তাঁকে। এক খবরে জানিয়েছে জিনিউজব্যুরো।
ওজন কমিয়ে পরিনীতি আসলে এক ঢিলে দুই পাখি মারছেন। কারণ, মনীশ শর্মার পরবর্তী ছবির জন্যও ওজন কমাতে বলা হয়েছে তাঁকে। বর্তমানে ‘কাই পো চে’খ্যাত নবাগত বলিউডের অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন পরিনীতি। পাশাপাশি চালাচ্ছেন ওজন কমানোর যুদ্ধ।

Sunday, March 10, 2013

আবার একসঙ্গে

আবার রুপালি পর্দায় একসঙ্গে দেখা যাবে তারকা জুটি শাহরুখ-ঐশ্বর্যকে। আর এই কঠিন কাজটি সম্ভব হতে চলেছে কোরিওগ্রাফার-পরিচালক ফারাহ খানের হাত ধরে। ফারাহ তার পরের ছবি ‘হ্যাপি নিউ ইয়ার’-এর জন্য প্রস্তাব করেছেন ঐশ্বর্যকে, কিং খানের বিপরীতে অভিনয়ের জন্য। জানা গেছে, এ ছবিতে ঐশ্বর্য কাজ করতে রাজিও হয়ে যেতে পারেন। অবশ্য রাজি হওয়ারও একটা কারণ আছে। তার স্বামীও এ ছবিতে অভিনয় করবেন। তাহলে আর আপত্তিটা থাকছে কোথায়। অভিনয়ের পাশাপাশি তারকা দম্পতির ভাল সময়ও কাটবে। আর কিং খানের বিপরীতে অভিনয় করার আগ্রহটা নেহায়েত কম নয়। শাহরুখ বা কিং খানের বিপরীতে অভিনয় করে ঐশ্বর্য  জনপ্রিয়তা কম পাননি। তাদের অভিনীত ছবিগুলোর মধ্যে ‘জোস’, ‘দেবদাস’, ‘মহব্বাতেন’ ছবিগুলো বক্স অফিস মাতিয়ে তোলে। তার পরের বছর দুয়েক এ তারকা জুটির ঢিলেঢালা সময় পার হলেও ‘চলতে চলতে’ ছবিতে গিয়ে আবার তারা ঝামেলায় জড়িয়ে পড়ায় শেষে রানী মুখার্জিকে নেয়া হয়। কিন্তু তারকা অদল-বদল হওয়া বলিউডে এ আর নতুন কি! নতুন করে আবারও এ তারকা জুটিকে দেখতে পাবেন ভক্তরা। যদিও এখন পর্যন্ত শুধু শাহরুখ খান ও অভিষেক বচ্চন ছবিতে সাইন করেছেন। তবে ঐশ্বর্যের চরিত্রে অভিনয় করার জন্য কাটরিনাকেও  প্রস্তাব পাঠানো হয়। অবশ্য যদি ঐশ্বর্য রাজি হন তবে এ ছবির নায়িকা হবেন তিনিই।

আইরিনের এক ডজন

‘ছেলেটি আবল তাবল মেয়েটি পাগল পাগল’ ছবি ঘোষণার পরই রাতারাতি আলোচনায় চলে আসেন র‌্যাম্প কন্যা আইরিন। অল্প সময়ের মধ্যে ঢালিউডের নতুন আসা নায়িকাদের মধ্যে তাকে নিয়ে বেশ আলোচনাও তৈরি হয়। এ নিয়ে চলছে এফডিসি, কাকরাইলসহ চলচ্চিত্রপাড়ায় দারুণ আলাপ-আলোচনা। নায়িকা সঙ্কটকালে এ নায়িকাকে নিয়ে বেশ কয়েকজন চলচ্চিত্র পরিচালক প্রযোজক পরিকল্পনা করতে শুরু করেছেন। বলা যায়, এক মাসেরও কম সময়ে একডজন ছবিতে অভিনয়ের প্রস্তাব এসেছে এই র‌্যাম্প কন্যার কাছে। এসব প্রস্তাবের মধ্যে উল্লেখযোগ্য হলো, দেলোয়ার জাহান ঝন্টুর একটি ছবি, গাজিউর রহমানের ‘সেই তুমি’, রয়েল অনিকের পরিচালনায় ‘গেইম’, দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় ‘ভালোবাসা জিন্দবাদ’, আবীরের পরিচালনায় একটি ছবি, সোহানুর রহমান সোহানের পরিচালনায় নতুন একটিসহ আরও কয়েকটি ছবি। আইরিন বলেন, অনেক প্রস্তাব আসছে। আমি তাই নিজেকে ভাগ্যবান মনে করছি। অল্প সময়ে আমার কাছে এতো প্রস্তাব আসবে কল্পনাও করিনি। এরই মধ্যে একটিতে চূড়ান্ত এবং অন্য একটি ছবিতে প্রাথমিকভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছি। বাকিগুলোতে এখনও কাজ করবো কিনা বোঝা যাচ্ছে না। কারণ, এরই মধ্যে জুন পর্যন্ত আমার চলচ্চিত্রের শিডিউল নির্ধারণ হয়ে গেছে। নতুন ছবিতে অভিনয় করলেও জুলাই-আগস্টের আগে শিডিউল দিতে পারবো না। তাছাড়া আমি একসঙ্গে অনেক কিছু প্যাঁচিয়ে ফেলতে চাচ্ছি না। এছাড়া আইরিন অভিনীত ‘প্রিয়তমা তুমি দাঁড়ি আমি কমা’ এবং ‘এ কেমন প্রেমের গল্প’ ছবি দুটি আটকে আছে অনেকদিন। আইরিন বর্তমানে র‌্যাম্প শো, বিজ্ঞাপন এবং ‘ছেলেটি আবল তাবল মেয়েটি পাগল পাগল’ ও ‘সেই তুমি’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত। দুটি ছবিতেই আইরিনের নায়ক আরজু।

দীর্ঘতম চুম্বনে আমির-অনুষ্কা

আমির যাই করেন নিজের সেরাটাই দেন। বিগত ২৫ বছর ধরে এটাই দেখে আসছে বলিউড। ছবিতে চুম্বনের(লিপলক) ক্ষেত্রেও সেই পারফেকশন যে তিনি ধরে রাখবেন তা বলাই বাহুল্য। পিকে ছবিতে অনুষ্কা শর্মার সঙ্গে চুম্বন করতে দেখা যাবে আমিরকে। আর খবর যদি সত্যি হয়, তাহলে এটাই হতে চলেছে এখনও পর্যন্ত পর্দায় সবথেকে দীর্ঘ সময়ব্যাপী চুম্বন।

নিজের দীর্ঘ বলিউড কেরিয়ারে প্রায় সব প্রথম সারির নায়িকাকেই চুম্বন করেছেন আমির। কয়ামত সে কয়ামত তক, ইশক ছবিতে জুহি চাওলা, দিল ছবিতে মাধুরী দীক্ষিত, বাজি ছবিতে মমতা কুলকার্নি, রাজা হিন্দুস্তানি ছবিতে করিশমা কপুর, মন ছবিতে মনীষা কৈরালা, থ্রি ইডিয়টস ছবিতে করিনা কপুর, লগন ও রঙ্গ দে বসন্তী ছবিতে বিদেশিনী অভিনেত্রীর সঙ্গে চুম্বন দৃশ্যে অভিনয় করেছেন আমির। তবে তাঁকে সবথেকে বেশি সময় ধরে চুম্বন করার ভাগ্য হতে চলেছে অনুষ্কারই।

‘মিস্টার ইন্ডিয়া’ সিক্যুয়েলে অনিল-শ্রীদেবী

১৯৮৭ সালে মুক্তি পাওয়া ব্লকবাস্টার হিট ছবি ‘মিস্টার ইন্ডিয়া’য় জুটি বেঁধে অভিনয় করেছিলেন অনিল কাপুর এবং শ্রীদেবী। এবার ছবিটির সিক্যুয়েলেও জুটি বাঁধছেন তাঁরা। ‘মিস্টার ইন্ডিয়া ২’ ছবিতে অনিলের অন্তর্ভুক্তি আগেই নিশ্চিত হয়েছিল। সম্প্রতি ছবিটিতে নিজের অন্তর্ভুক্তির খবর নিশ্চিত করলেন শ্রীদেবী।

এ প্রসঙ্গে শ্রীদেবী জানিয়েছেন, ‘হ্যাঁ, “মিস্টার ইন্ডিয়া ২” ছবির সঙ্গে সম্পৃক্ত হয়েছি আমি। এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলতে চাচ্ছি না। কারণ, সবেমাত্র ছবিটির চিত্রনাট্য লেখার কাজ শুরু হয়েছে। এখন “নো এন্ট্রি” ছবির সিক্যুয়েলের কাজ নিয়ে ব্যস্ত আছি আমরা। এই ছবিটির কাজ শেষ হলে “মিস্টার ইন্ডিয়া ২” ছবির কাজ পুরোদমে শুরু হবে।’

শ্রীদেবী আরও বলেন, ‘গত বছর মুক্তি পাওয়া “ইংলিশ ভিংলিশ” ছবির সাফল্যের পর বেশ কয়েকটি ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছি। এখন সেগুলোর চিত্রনাট্য মন দিয়ে পড়ছি। চিত্রনাট্য পছন্দ হলেই কেবল হ্যাঁ বলব।’ এক খবরে এমনটিই জানিয়েছে ‘হিন্দুস্তান টাইমস’।

মেয়ে জানভি চলচ্চিত্র শিল্পের সঙ্গে সম্পৃক্ত হবেন কি না, এমন এক প্রশ্নের জবাবে শ্রীদেবী জানিয়েছেন, ‘জানভির বয়স এখন ১৬। এই মুহূর্তে তাঁর মূল কাজ পড়া-লেখা করা। আমি চাই না কোনো কারণে তার পড়া-লেখা ক্ষতিগ্রস্ত হোক। সময় হলে নিজের পথ নিজেই বেছে নেবে সে।’