Tuesday, March 5, 2013

এ কি কথা বীণার মুখে

বীণা মালিকের মুখে এ কি কথা! যা দারুণ বিস্ময়েরই সৃষ্টি করেছে সবার মধ্যে। যে বীণা সমপ্রতি এক মিনিটে ১৩৭ বার  চুম্বনের বিশ্ব রেকর্ড গড়লেন তিনি নাকি পর্দায় চুম্বনের দৃশ্য ঘৃণা করেন। বীণার  মুখে এমন কথা যেন একেবারেই বেমানান! এর আগে এমন একটি রেকর্ড গড়েছিলেন সালমান খান এক মিনিটে ১০৮ বার চুম্বন করে। কিছুদিন আগে তার উনত্রিশতম জন্মদিন উপলক্ষে শত চুম্বন উপহার পেয়ে রীতিমতো সংবাদ শিরোনামে চলে আসেন বীণা। সতীশ রেড্ডির   প্রযোজনা ও  হারুন রশীদের  পরিচালনায়  ‘সিটি দ্যাট নেভার স্লিপ’ ছবিতে অভিনয়ের জন্য নায়ক খুঁজতে এক প্রতিযোগিতার আয়োজন করা  হয়। আর সেখানেই ঘটে এ ঘটনা। এ সম্পর্কে বীণা বলেন, আমি আরও তিন-চার বার ওয়ার্ল্ড রেকর্ড গড়বো, ইনশাল্লাহ। মজার ব্যাপার হলো, বীণা যে সব তথ্য দিয়েছেন তাতে তার ভক্তরা কিছুটা হলেও বিস্মিত হয়েছেন। বীণা বলেন, আমি সত্যি বলছি, পর্দায় চুম্বনের দৃশ্যে অভিনয় করতে আমার মোটেও ভাল লাগে না। যদিও আমার সামনের চতুর্থতম ছবি ‘ডার্টি পিকচার’-এর দক্ষিণী ভার্সনেও চুম্বনের দৃশ্য আছে। আমি সততার সঙ্গে বলছি, রুপালি পর্দায় চুম্বনের দৃশ্য আমি ঘৃণা করি। চুম্বনের দৃশ্যে অভিনয় করা একেবারে সহজ কথা নয়। এটা তো পপকর্ন বা চকোলেট খাওয়া নয়, ভাগ দিতে হয় অন্যকে। আমি এ বিষয়টা থেকে সরে আসতে চাই।

ভুল পথে আঁচল

বিপর্যয় কাটিয়ে নিজের ইচ্ছাশক্তি আর সাধনার মধ্য দিয়ে চলচ্চিত্রে নতুন আশার আলো সঞ্চার করে সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছানোর আগেই সম্ভাবনাময়ী নায়িকা আঁচল আবারও ভুল পথে হাঁটতে শুরু করেছেন বলে অভিযোগ শোনা যাচ্ছে। অভিযোগ করছেন তাকে নিয়ে কাজ করছেন যারা, তারাই। অভিযোগ, ছবির কাজ নিয়ে ব্যস্ত এই নায়িকা তার ব্যক্তিগত সুখ-স্বাচ্ছন্দ্যকে প্রাধান্য দিতে গিয়ে নিজের সম্ভাবনায় ছাই ফেলার পাশাপাশি তাকে নিয়ে নির্মীয়মাণ ছবিগুলোর ভবিষ্যতকেও অনিশ্চিত করে তুলছেন। এরই মধ্যে আঁচল দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করে ঘর-সংসার করছেন বলে খবর পাওয়া গেছে। স্বামীর নির্দেশে আঁচল মিডিয়ার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছেন। শুটিং-ডাবিংয়েও তার দেরি করে আসার অভ্যাস নির্মাতাদের মধ্যে ক্ষোভের সঞ্চার করেছে। এই খবরে তাকে নিয়ে কাজ করতে আগ্রহী নির্মাতারা পিছিয়ে যাচ্ছেন। আঁচলের পরিবারের সদস্যরাও তার বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হচ্ছেন না। অথচ ‘ভুল’ এবং ‘বেইলী রোড’-এর ব্যর্থতার পর বেশ কঠিন সময় পার করতে হয়েছে আঁচলকে। তখন ‘কষ্ট কেন ভালবাসায়’ এবং ‘ভালবাসার রঙধনু’ নামে দু’টি ছবির কাজ নিয়ে কোনমতে দিন পার করছিলেন সম্ভাবনাময়ী নায়িকা আঁচল। হতাশা তার চারপাশে ঘিরে ছিল। কিন্তু হঠাৎ করেই এক সকালে সফল পরিচালক শাহিন-সুমনের ‘জটিল প্রেম’ ছবির একক নায়িকা হিসেবে সুযোগ আঁচলের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। মাত্র এক মাসের মধ্যে তিনি পেয়ে যান শাহ মো. সংগ্রামের ‘কি প্রেম দেখাইলি’, সাফিউদ্দিন সাফির ‘প্রেম প্রেম পাগলামী’ এবং ফয়সল রদ্দির ‘এ কেমন প্রেমের গল্প’ ছবিগুলো। মুহূর্তেই বদলে যায় তার চারপাশ। হতাশা কেটে জ্বলে ওঠে সম্ভাবনার আলো। কিন্তু ব্যস্ততার পাশাপাশি জেগে ওঠে ব্যক্তিগত সুখ-স্বাচ্ছন্দ্যের অভাবও। বসে পড়েন বিয়ের পিঁড়িতে। বাবা-মায়ের বাসা ছেড়ে আলাদা ঘর-সংসারও শুরু করেছেন। কাজের প্রতি আগ্রহ মনোযোগ সবই কমে গেছে। তাকে নিয়ে নির্মিত ছবিগুলোর প্রযোজক-পরিচালকরা চিন্তিত। কিন্তু এসব নিয়ে আঁচলের কোন মাথাব্যথা নেই। কারও সঙ্গে কথাও বলেন না এ বিষয়ে। নিজের প্রয়োজন ছাড়া মুঠোফোনও খোলেন না। তার বিরুদ্ধে অভিযোগ ও বিয়ের ব্যাপারে জানার জন্য যোগাযোগ করা হলে আঁচলের মুঠোফোন বরাবরের মতোই বন্ধ পাওয়া যায়। 

ন্যান্সির বিয়ে

সংগীতশিল্পী ন্যান্সি আবার বিয়ে করেছেন। গতকাল সোমবার দুপুরে ময়মনসিংহের নতুন বাজার এলাকায় ন্যান্সির বিয়ে হয়েছে একেবারে ঘরোয়াভাবে। ন্যান্সির বর নাজিমুদ্দিন জায়েদ। চাকরি করছেন ময়মনসিংহ পৌরসভায়, পাশাপাশি ব্যবসাও করছেন। বিয়ের পর দুপুরেই কথা হয় ন্যান্সির সঙ্গে। তিনি বলেন, ‘বিয়ের আয়োজনটি পারিবারিকভাবেই হয়েছে। একেবারেই হঠাৎ করে। বিয়ের সময় আমাদের দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন।’
ন্যান্সি জানান, এত দিন তিনি ছিলেন নেত্রকোনায়। এখন থেকে তিনি ময়মনসিংহে থাকবেন। এখান থেকেই ঢাকায় কিংবা বিভিন্ন জেলায় গিয়ে নিয়মিত গানও করবেন।
এর আগে ২০০৬ সালের ২১ জানুয়ারি ন্যান্সি ভালোবেসে বিয়ে করেছিলেন সৌরভকে। পারিবারিকভাবে তখন তাঁদের বিয়ে কেউ মেনে নেয়নি। একসময় দুই পরিবার থেকে এই বিয়ে মেনে নিলেও নানা কারণে ন্যান্সি ও সৌরভের মাঝে দূরত্ব তৈরি হয়।
পরে গত বছরের ২৪ মে ন্যান্সি জানান, সৌরভের সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হয়েছে। তাঁদের একমাত্র সন্তান রোদেলা এখন মায়ের কাছেই আছে।

কারিনাকে সরিয়ে বলিউডে সেরা ক্যাটরিনা

টাইমস র্যাঙ্কিং সিস্টেমে জানুয়ারি মাসে কারিনা কাপুরকে হটিয়ে বলিউডের সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন ক্যাটরিনা কাইফ। অন্যদিকে, সেরা অভিনেতা হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছেন ‘দাবাং’ তারকা সালমান খান।
তারকাদের বক্স অফিস সাফল্য, খবরের শিরোনাম হওয়ার সামর্থ্য, পণ্যের দূতিয়ালিতে সাফল্য, জনপ্রিয়তাসহ নানা বিষয়ের ওপর ভিত্তি করে টাইমস সেলেবেক্স প্রকাশ করা হয় প্রতি মাসে। জানুয়ারিতে মোট ৫৬ পয়েন্ট পেয়ে তালিকায় শীর্ষে আছেন সালমান। আর ৪৬ পয়েন্ট পেয়ে বলিউডের অভিনেত্রীদের মধ্যে শীর্ষস্থান দখল করেছেন ক্যাটরিনা। জানিয়েছে ‘টাইমস অব ইন্ডিয়া’।
গত বছরের ডিসেম্বরে সেরা অভিনেতা ও অভিনেত্রী নির্বাচিত হয়েছিলেন সালমান খান ও কারিনা কাপুর। তাঁরা যথাক্রমে ৮৯ ও ৫৪.৫ পয়েন্ট পেয়েছিলেন। নতুন তালিকায় সালমান তাঁর অবস্থান ধরে রাখলেও পিছিয়ে গেছেন কারিনা। তিনি রয়েছেন চতুর্থ স্থানে।
বলিউডের অভিনেত্রীদের মধ্যে ক্যাটরিনা কাইফের পরের অবস্থানে রয়েছেন যথাক্রমে প্রিয়াংকা চোপড়া (৪৪ পয়েন্ট), দীপিকা পাড়ুকোন (৩৯ পয়েন্ট), কারিনা কাপুর (৩৬ পয়েন্ট), আনুশকা শর্মা (৩৩ পয়েন্ট), বিদ্যা বালান (২০.৫ পয়েন্ট), সোনাক্ষি সিনহা (১৯ পয়েন্ট), বিপাশা বসু (১৭ পয়েন্ট), ঐশ্বরিয়া রাই বচ্চন (১৬.৫ পয়েন্ট) এবং জ্যাকুলিন ফার্নান্দেজ (১৮.৫ পয়েন্ট)।
বলিউডের অভিনেতাদের মধ্যে সেরা দশে ঠাঁই পেয়েছেন যথাক্রমে সালমান খান (৫৬ পয়েন্ট), শাহরুখ খান (৪৬ পয়েন্ট), সাইফ আলী খান (৩৬.৫ পয়েন্ট), অক্ষয় কুমার (৩৫ পয়েন্ট), রণবীর কাপুর (৩১ পয়েন্ট), জন আব্রাহাম (২৬.৫ পয়েন্ট), আমির খান (২৬.৩ পয়েন্ট), অমিতাভ বচ্চন (২৬ পয়েন্ট), ইমরান খান (২১.৫ পয়েন্ট) এবং হূতিক রোশন (১৭ পয়েন্ট)।

Monday, March 4, 2013

রুমি গাইলেন ইমরানের সুরে

২০১১ সালে প্রকাশিত হয় ইমরানের প্রথম একক অ্যালবাম 'স্বপ্নলোকে'। সেই অ্যালবামের প্রথম গান 'মন তুমি ভাসালে'। গানটির সুর ও সংগীত করেন আরফিন রুমি। বাজারে আসার পর গানটি বেশ জনপ্রিয় হয়। তবে এবার ঘটেছে উল্টো ঘটনা। প্রথমবারের মতো ইমরানের সুরে গাইলেন আরফিন রুমি। সম্প্রতি রুমির স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়। রুমি বলেন, '১ মার্চ রাত ১টার দিকে হঠাৎ করেই আমার মাথায় এই আইডিয়াটা আসে। সঙ্গে সঙ্গে ইমরানকে ফোন করে বাসায় নিয়ে আসি। সে বসে বসে গানটি সুর করে। সেই সুরে আমি গানটির কথা ও সংগীত করি। ইমরান অনেক সুন্দর একটি সুর করেছে। সবার পছন্দ হওয়ার মতো।'
অন্যদিকে ইমরান বলেন, 'আমার প্রথম অ্যালবামে রুমি ভাইয়ের অবদান অনেক। তাঁর গান সবার কাছেই জনপ্রিয়। তিনি আমার সুরে গেয়েছেন, সব মিলিয়ে দারুণ একটা অভিজ্ঞতা।'
আসছে রোজার ঈদে প্রকাশ পাবে রুমির চতুর্থ একক। সেই অ্যালবামেই থাকবে এই গানটি।

৭১টি ব্যান্ড ও একটি অ্যালবাম

একটি অ্যালবাম আর তাতে থাকছে ৭১টি ব্যান্ডের গান। সব কটিই হবে দেশের গান এবং তা হবে নতুন গান। অ্যালবামের নাম দি একাত্তর। অ্যালবামটি তৈরির ব্যাপারে উদ্যোগ নিয়েছেন দূরবীন ব্যান্ডের প্রধান শহীদ। অ্যালবামটির সার্বিক সমন্বয় করছেন তিনি। বললেন, ‘অ্যালবামটির কাজ আমরা কোনো বাণিজ্যিক ভাবনা থেকে করছি না। করছি একবারে মনের তাগিদ থেকে। বাঙালি জাতি হিসেবে একাত্তরকে আমরা কখনোই ভুলতে পারব না। তাই একাত্তরের চেতনাকে ধারণ করে দি একাত্তর অ্যালবাম তৈরির উদ্যোগ নিয়েছি।’
শহীদ জানালেন, এরই মধ্যে সারা দেশ থেকে ১৫১টি ব্যান্ড এই অ্যালবামে গান গাওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। বাছাই-প্রক্রিয়ার মধ্য দিয়ে অ্যালবামটির জন্য ৭১টি ব্যান্ড নির্বাচন করা হবে। বাছাইয়ের কাজটি করবেন নকীব খান, পিলু খান, কুমার বিশ্বাজৎ, পার্থ বড়ুয়া ও বাপ্পা মজুমদার। আগামী জুনের মধ্যে পুরো প্রক্রিয়াটি শেষ হবে।
শহীদ আরও বলেন, ‘দি একাত্তর অ্যালবামে প্রতিষ্ঠিত ব্যান্ডের পাশাপাশি এ প্রজন্মের ব্যান্ডের গানও থাকবে। এই অ্যালবামে গান গাওয়ার ব্যাপারে রেনেসাঁ, সোলস, জন্মভূমি, দলছুট ও চিরকুট তাদের সম্মতি জানিয়েছে। এ ছাড়া দেশের সব কটি প্রতিষ্ঠিত ব্যান্ডের সঙ্গে আলোচনা হয়েছে। ফেসবুকের মাধ্যমে আমরা প্রচারণার কাজটি শুরু করেছি।’
আগামী বিজয় দিবসের আগেই প্রকাশ করা হবে দি একাত্তর অ্যালবামটি।

সিনডারেলা হচ্ছেন এমা

রূপকথার জগতে পা রাখতে যাচ্ছেন এমা ওয়াটসন। সিনডারেলা ছবিতে অভিনয় করছেন এই তারকা। রূপকথাটি এবার চলচ্চিত্রায়ণ করছেন কেনেথ ব্র্যানাঘ। এরই মধ্যে সিনডারেলার হিংসুটে-বদরাগী সৎমাও বাছাই করা হয়েছে। এই চরিত্রে অভিনয় করছেন কেট ব্লঁশেট। বছর দুই হলো পাততাড়ি গুটিয়েছে হ্যারি পটার সিরিজ। এরপর দ্য পার্কস অব বেইং আ ওয়ালফ্লাওয়ার, নোয়াহ এবং দিস ইজ দি এন্ড ছবিগুলোয় অভিনয় করেছেন এমা।
ডিজনি জানিয়েছে, সিনডারেলা চরিত্রটির জন্য ইমোজেন পুটস, গ্যাব্রিয়েলা ওয়াইল্ড ও অ্যালিসিয়া ভিকানদার ছিলেন বাছাই তালিকায়। শেষমেশ চূড়ান্ত বাছাইয়ে সিনডারেলা হিসেবে পছন্দ করা হয়েছে এমাকেই।