Sunday, March 31, 2013

ইমপ্রেস টেলিফিল্মের বুটিক সিনেমা- একসঙ্গে ৬ নতুন পরিচালকের অভিষেক


‘নতুন’ কথাটির প্রতি ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের আলাদা একটা দুর্বলতা আছে। ‘নতুন’ কিংবা ‘প্রথম’ কোন কিছু হলেই তিনি সেটা গ্রহণ করতে কার্পণ্য করেন না। কারণ, তিনি বিশ্বাস করেন নতুনরাই সময়কে নিয়ন্ত্রণ করতে পারে। নতুনরাই আগামীদিনের ভবিষ্যত। তাই তো গতকাল রাজধানীর অভিজাত একটি পাঁচ তারকা হোটেলে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ফরিদুর রেজা সাগর ঘোষণা করলেন ইমপ্রেস টেলিফিল্মের নতুন প্রয়াস বুটিক সিনেমার নাম। ঘোষণা করলেন ৬ জন একেবারেই নতুন আনকোরা চলচ্চিত্র পরিচালকের নাম। ফুলেল শুভেচ্ছা আর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তাদের চলচ্চিত্রে অভিষিক্ত করলেন তিনি। পরিচালক ৬ জন হলেন- অমিতাভ রেজা, আকরাম খান, আদনান আলম রাজীব, আবু শাহেদ ইমন, গোলাম কিবরিয়া ও রবিউল আলম রবি। এই ৬ জন পরিচালকের ছবি নির্মাণের সঙ্গে কার্যনির্বাহী প্রযোজক হিসেবে সক্রিয়ভাবে জড়িত থাকবেন আরেক আলোচিত পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী এবং তিনি নিজেও একটি ছবি নির্মাণ করবেন। একসঙ্গে ৬ জন নতুন পরিচালককে দিয়ে ছবি নির্মাণের মতো সাহসী পদক্ষেপের জন্য ৭৫ ছবির নির্মাতা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম এবং তার ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরকে অভিনন্দন এবং নতুনদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত পরিচালক চাষী নজরুল ইসলাম, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক মতিন রহমান, পরিচালক মহম্মদ হান্‌নান, শাহ আলম কিরণ, গোলাম রাব্বানী বিপ্লব, সামিয়া জামান, মুশফিকুর রহমান গুলজার, অনিমেষ আইচ, বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব হাবিবুর রহমান খান। কাহিনীকার গাউসুল আলম শোভন ও মোস্তফা সরয়ার ফারুকী। ‘বড় স্বপ্ন ছোট লাফ’- এ স্লোগানকে সামনে রেখে যে ৬টি ছবি নির্মাণ হবে সেগুলো হলো- ‘প্রক্সি’ (অমিতাভ রেজা), ‘কে’ (আকরাম খান), ‘প্রজন্ম এক্স’ (আদনান আল রাজীব), ‘জালালের পিতাগণ’ (আবু শাহেদ ইমন), ‘কর্পুর’ (গোলাম কিবরিয়া) ও ‘টাকার খেলা’ (রবিউল আলম রবি)। ফারজানা ব্রাউনিয়ার উপস্থাপনায় চ্যানেল আইতে সরাসরি সমপ্রচারিত বর্ণাঢ্য এ অনুষ্ঠানে নতুন ৬ পরিচালককে ‘রেড কার্পেট’ সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানের শুরুতেই ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ছবিগুলোর উল্লেখযোগ্য অংশ প্রদর্শন করা হয়। পরে নতুন ৬ জন পরিচালকের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরা হয়। ইমপ্রেস টেলিফিল্মের বুটিক সিনেমার ওয়েবসাইট উদ্বোধনের মধ্য দিয়ে সিনেমায় নতুন দিগন্তের সূচনা করা হয়। ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর নতুন ৬ জন পরিচালককে সাহস ও অনুপ্রেরণা জোগানোর জন্য চলচ্চিত্র শিল্প ও গণমাধ্যমের প্রতি আহ্বান জানান। উল্লেখ্য, সুস্থধারার চলচ্চিত্র নির্মাণ প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম লি. ২০০৩ সাল থেকে নিয়মিত চলচ্চিত্র প্রযোজনা পরিবেশনা করে আসছে। এ পর্যন্ত প্রায় ৭৫টি ছবি নির্মাণ করেছে তারা। এসবের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ছবিই বিভিন্ন শাখায় ১১৬টি জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ দেশ-বিদেশে অসংখ্য পুরস্কার লাভ করেছে।
CLICK THIS LINK :Best Java Games, Apps;

Saturday, March 30, 2013

বিন্দুর 'আত্মহত্যা'!

সত্যি নয়, একটি একক নাটকে আত্মহত্যা করতে দেখা যাবে বিন্দুকে। মারুফ হোসেন সজীবের রচনা ও পরিচালনায় 'জনারণ্যে জোনাকি' নাটকে আত্মহত্যা করতে দেখা যাবে তাঁকে। নাটকের গল্পে দেখা যাবে বিন্দু দরিদ্র ঘরের মেয়ে। পড়াশোনার জন্য ঢাকায় আসে। বাড়ি থেকে তাকে টাকা পাঠাতে পারে না তার পরিবার। কয়েক দিনের ক্ষুধার যন্ত্রণায় বিপথে যাওয়ার সিদ্ধান্ত নেয় বিন্দু। পরিচয় ঘটে এক দালালের সঙ্গে। শুরু হয় তার অন্ধকার পথে যাত্রা। সেই পথ থেকে ফিরে বিয়ে করে স্বাভাবিক জীবন যাপন করতে চায় সে। কিন্তু কে তাকে বিয়ে করবে। এ জীবন থেকে ফিরে সে-ই বা কিভাবে নিজের জীবনের সঙ্গে আরেকজনকে জড়াবে। অবশেষে আত্মহত্যার পথ বেছে নেয় সে। বিন্দু বলেন, 'নিঃসন্দেহে একটি ভালো কাজ করেছি। গল্পের বাস্তবতাটাকে খুব সহজ ভাষায় প্রকাশ করার চেষ্টা করা হয়েছে, সংলাপ খুবই কম হওয়ায় অভিনয় করার সুযোগ পেয়েছি এবং তা করার চেষ্টা করেছি, আসলে আমরা অভিনয়শিল্পীরা এই ধরনের গল্পই খুঁজে থাকি, যেখানে অপ্রয়োজনীয় সংলাপের চেয়ে গল্প বলার ধরনটা একটি ভিন্ন মাত্রা যোগ করে। আশা করি দর্শকদের খুবই ভালো লাগবে।'CLICK THIS LINK :Best Java Games, Apps
CLICK THIS PIC :

আইপিএলে দীপিকা

আসন্ন আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে ক্যাটরিনা কাইফের অংশগ্রহণ নিশ্চিত করার পর শাহরুখ খান তাঁর 'চেন্নাই এঙ্প্রেস' ছবির নায়িকা দীপিকা পাড়ুকোনকেও উদ্বোধনী অনুষ্ঠানের জন্য চুক্তিবদ্ধ করেছেন। ২ এপ্রিল কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজক শাহরুখের রেড চিলি এন্টারটেইনমেন্ট। শাহরুখের দল কলকাতা নাইট রাইডার্স। উদ্বোধনী অনুষ্ঠানটিও হবে কলকাতায়। শাহরুখের নাচ ছাড়া কি আর চলে! প্রথমেই শাহরুখ তাঁর 'জব তক হ্যায় জান' ছবির নায়িকা ক্যাটরিনাকে রাজি করান তাঁর সঙ্গে নাচার জন্য। কিন্তু এক নায়িকা দিয়ে কি আর মন ভরে, তাই শাহরুখের সঙ্গে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত হবেন দীপিকা। শাহরুখ আগে থেকেই চাইছিলেন তাঁকে। প্রায় সোয়া লাখ দর্শকের সামনে দীপিকার সঙ্গে নিজের রসায়নটা ঝালাই করাটাই মূল উদ্দেশ্য। এ ছাড়া তাঁর সঙ্গেই তো পরবর্তী ছবি চেন্নাই এঙ্প্রেস। শুধু বলিউড তারকাই নন, মার্কিন র‌্যাপার পিটবুলকেও অনুষ্ঠানে নিয়ে আসছেন কিং খান।

Thursday, March 28, 2013

রঙের ভেলায়...

নাফিজার মনে ভালই রঙ লেগেছে। রঙ লাগাটা অবশ্য তার নতুন কোন স্বভাব নয়। শুটিং হাউজে নাফিজার উপস্থিতি অথবা, ফেসবুকে তার একাধিক স্ট্যাটাস এবং ছবি পোস্ট সে কথাই জানান দেয় বারে বার। মনে হয় যেন নাফিজার যেখানেই উপস্থিতি, সেখানটাই রঙের মেলা। এইতো গত সপ্তাহেই নাফিজা তার ফেসবুকে ‘সুইসাইড’ স্ট্যাটাস দিয়ে সবাইকে অবাক করেছেন। কিন্তু এটাই নাফিজা। এটাই তার ক্যারেক্টার। ভাল অথবা খারাপ চিন্তা না করে মনের ভাললাগার উপরই পথ চলেন তিনি। আর এজন্যই নিজেকে সবসময় রঙের ভেলায় ভাসিয়ে রাখতে পছন্দ করেন। নাফিজা বলেন, জীবনটা আর কয়দিনের। একটু আমদ ফুর্তিতে না চলে যদি শুধু নিজেকে অভাগা ভেবে পথ চলি; তবে আমার সঙ্গে সঙ্গে আরও কিছু মানুষের পথ চলায় বাঁধা আসবে। তাই আমি সবসময় ফুর্তি চাই। যতক্ষণ মনে রঙ আছে, ততক্ষণে সেই রঙে অন্যকে রাঙাতে চাই। এমনি বাস্তবিক চরিত্র নিয়েও নাফিজা সমপ্রতি অভিনয় করেছেন ‘এই দুনিয়ার রঙের মেলা’ নামের একটি ধারাবাহিক নাটকে। ধারাবাহিকটি রচনা ও পরিচালনা করেছেন মোশারফ হোসেন লিটন এবং নাট্যরূপ দিয়েছেন আকাশ রঞ্জন। এতে নাফিজার সঙ্গে আরও অভিনয় করেছেন ড. এনামুল হক, ফারুক আহমেদ, ফারজানা ছবি, মিমো, পরান, প্রাণ রায়, আমিন আজাদ, শিরিন আলম, অবিদ রেহান, রুনা খানসহ আরও অনেকে। গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত এই ধারাবাহিক নাটকের গল্প গড়ে উঠেছে- রশীদপুর গ্রামের এক প্রভাবশালী ব্যক্তির নাম সলেমান পাটোয়ারী। নিজের শিক্ষাকে অপব্যবহার করে অত্র গ্রামের সহজ সরল অশিক্ষিত আক্কাস আমীর সরলতাকে কাজে লাগিয়ে জমি রেকর্ডের সময় আক্কাস আলীর জমি নিজের নামে রেকর্ড করে মধ্যবৃত্ত থেকে ধনী হয়ে যায়। কথায় আছে কৃপণের ধন রাখে না মান। ঠিক তেমনি তিন ছেলের মধ্যে মেঝ ছেলে মিলন ছাড়া বাকি দু’জন মামুন ও সুমন বাউন্ডেলে। এদের কারণে সলেমান পাটোয়ারী দুঃখের সীমা নেই। ঘটনার এক পর্যায়ে মৃত আক্কাস আলীর ছেলে জয়নাল প্রতিশোধ নিতে সলেমান পাটোয়ারীর বাড়িতে ছলে বলে কৌশলে নিজের আপন বোন কুলসুমকে কাজের মেয়ে হিসেবে যোগদান করায়। শুরু হয় এক অন্য রকম ট্রাজেডিক্যাল রসাত্মক কাহিনী। নাফিজা বলেন, এই নাটকটিতে অভিনয় করেছি অতি সমপ্রতি। এতে গ্রামের উচ্ছ্বল এক মেয়ের চরিত্রে আমাকে দেখা যাবে। নাটকটি আশা করছি দর্শকের কাছে ভালই লাগবে। এছাড়া বর্তমানে নাফিজা অভিনীত নাটক প্রচার চলছে মোহাম্মদ মোস্তাফা কামাল রাজের পরিচালনায় ‘ইডিয়টস’।

হলিউডে সামিরা

ইতিমধ্যে বলিউড থেকে হলিউডের ছবিতে অভিনয়ের মধ্যে দিয়ে প্রশংসিত হয়েছেন ঐশ্বর্য রাই বচ্চন ও মল্লিকা সেরাওয়াত। ঐশ্বর্য একটি এবং মল্লিকা হলিউডের দুটি ছবিতে অভিনয় করেছেন। এদিকে এই দু’জনের বাইরে বলিউড থেকে হলিউডে অভিষেক হচ্ছে কোয়েনা মিত্রর। অন্যদিকে এষা গুপ্তারও কথাবার্তা চলছে হলিউড ছবিতে অভিনয়ের। এবার তাদের ধারাবাহিকতায় হলিউড ছবিতে অভিষেক হতে যাচ্ছে বলিউড অভিনেত্রী সামিরা রেড্ডির। ইতিমধ্যে হলিউডের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এই ছবিটি প্রযোজনা করছেন কারিন আর্মস্ট্রং। এর আগে এই প্রযোজকের ছবিতে কাজ করছেন কোয়েনা মিত্রও। সামিরা অভিনীত হলিউডের ছবিটির শুটিং শুরু হতে যাচ্ছে জুনের প্রথম সপ্তাহ থেকে। তাই জুন ও জুলাই মাসটি ছবির শুটিং করতে সামিরা অবস্থান করবেন লসঅ্যাঞ্জেলেসে। এদিকে সামিরা বর্তমানে তিনটি বলিউডের ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। এই তিনটির মধ্যে দুটি পরিচালনা করছেন প্রিয়দর্শন। অন্যটি পরিচালনা করছেন পিকে সিনহা। এই ছবিগুলোর কাজ মে মাসের মধ্যেই শেষ করে ফেলবেন সামিরা। পরিচালকদেরও ওই ভাবেই শিডিউল দিয়েছেন তিনি। হলিউডের ছবির শুটিংয়ের কারণে বলিউডের এই তিনটি ছবির শুটিং টানা শেষ করতে চাচ্ছেন সামিরা। উল্লেখ্য, এর আগেও হলিউডের একটি ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন সামিরা। কিন্তু সেই ছবিতে পুরোপুরি নগ্ন দৃশ্যে ক্যামেরাবন্দি হতে হবে বলে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি। এবার কারিন আর্মস্ট্রংয়ের ছবিতে এফবিআইয়ের এজেন্ট হিসেবে অভিনয় করতে দেখা যাবে সামিরাকে। নিজের হলিউড অভিষেক নিয়ে দারুণ উচ্ছ্বসিত সামিরা রেড্ডি বলেন, বলিউডে অনেক ছবিতে বিভিন্ন চরিত্রেই কাজ করেছি। তবে হলিউড বলিউড থেকেও অনেক বড় জায়গা। আমি সবচেয়ে বেশি আনন্দিত এজন্য যে ভাল একটি কাহিনীর ছবির মাধ্যমে হলিউডে আমার অভিষেক হচ্ছে। এখানে আমার চরিত্রটিও বেশ শক্তিশালী। আশা করছি ভালভাবে এই ছবিটির কাজ শেষ করতে পারবো।

মডেল রাহার লাশ উত্তোলন

লাক্স তারকা ও মডেল সুমাইয়া আজগার রাহার লাশ আজ বৃহস্পতিবার আজিমপুর কবরস্থান থেকে উত্তোলন করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিম বানুর উপস্থিতিতে আজ বেলা দেড়টার দিকে রাহার লাশ তোলা হয়। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে নিয়ে যাওয়া হয়েছে।
লাশ উত্তোলনের সময় মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেনসহ পুলিশের পাঁচ সদস্য উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন রাহার বাবা আলী আজগার ও চাচা জামাল উদ্দিন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিম বানু উপস্থিত সাংবাদিকদের বলেন, লাশ গলে গেছে। তাই রাহার মৃত্যুর কারণ সম্পর্কে প্রাথমিকভাবে কিছুই বোঝা যাচ্ছে না। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের জন্য অপেক্ষা করতে হবে।
গতকাল বুধবার রাহার লাশ ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলার আদেশ দেন ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল ফজল মীর।
গত সোমবার মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এর জন্য আবেদন করেন। মহানগর হাকিম জয়নাব বেগম প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটের কাছে মামলার নথি পাঠানোর আদেশ দিয়েছিলেন।
পুলিশের আবেদনে বলা হয়, ২২ মার্চ রাতে রাহা তাঁর মোহাম্মদপুরের চাঁন মিয়া হাউজিংয়ের বাসায় ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে মৃত্যুবরণ করেন। বিষয়টি রাহার বাবা সংশ্লিষ্ট থানাকে না জানিয়ে লাশ দাফন করেন। মৃত্যুর কারণ খুঁজে দেখতে লাশ আজিমপুর কবরস্থান থেকে উত্তোলন, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিত্সক দ্বারা ময়নাতদন্ত করা প্রয়োজন।
গত রোববার রাত সোয়া ১০টার দিকে রাহার বাবা আলী আজগার মোহাম্মদপুর থানায় একটি অপমৃত্যুর মামলা করেন। এতে বলা হয়, রাহা শুক্রবার রাতে ঐশিক ও লামিয়া নামের দুই বন্ধুর সঙ্গে বাসায় ফেরেন। এ সময় শরীর খারাপ লাগছে বলে তাঁর মাকে জানান। মা তাঁকে লেবুর শরবত খেতে দেন। এরপর স্বাভাবিকভাবে ঘুমিয়ে পড়েন রাহা। পরদিন সকালে কোনো সাড়াশব্দ না পেয়ে তাঁরা দরজা ভেঙে দেখেন রাহা ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন।
২০০৭ সালে লাক্স তারকা প্রতিযোগিতায় সেরা দশে ছিলেন রাহা।

র‌্যাম্পে কারিনা

ডিজাইনার নম্রতা যোশিপুরার পোশাক পরে ল্যাকমে ফ্যাশন উইকের মঞ্চে হাঁটলেন কারিনা কাপুর। লম্বা পালাজো প্যান্টের সঙ্গে গোলাপি শার্ট আর জ্যাকেট পরেছিলেন তিনি। বললেন, ‘তিন বছর ধরে এতে অংশ নিচ্ছি আমি। এবার খুব ক্লান্ত লাগছিল। তবে মঞ্চে ওঠার মিনিট দুয়েক আগেই তা কেটে যায়। নম্রতার মতো নতুন ডিজাইনারদের অনুপ্রেরণা জোগাতে পেরে ভালো লাগছে।’
কারিনা আরও বলেন, ‘আমার প্রিয় রং কোরাল, লাল ও নীল। গরমের এই সময়টাতে সবাই হাসিখুশি থাকতে চায় আর এই রংগুলো মানুষের মন ভালো করে তোলে।’
পাশাপাশি নখের সাজ নিয়েও পরামর্শ দিয়েছেন কারিনা, ‘কোরাল নীল রঙের নখ আমার পছন্দ। ভিন্নধর্মী নখের রং সাজে নতুন মাত্রা যোগ করে।’