মোবাইল কোম্পানির সিরিজ বিজ্ঞাপনে টানা কয়েকদিন শুটিংয়ে ব্যস্ত আছেন। এ
কারণে অন্য সব শিডিউলই তাকে পেছাতে হয়েছে। মেহজাবিন বলেন, 'আমাকে খুব
স্বাভাবিকভাবেই সেল ফোনের বিজ্ঞাপনের শুটিংকেই সবচেয়ে আগে প্রাধ্যান্য
দিতে হয়। কারণ এর চুক্তির সময়ই এটা লেখা থাকে। তাই আমি সকল নির্মাতাকেও এটা
বলে রাখি। ফলে আমার সাথে কারও এই নিয়ে কোনো সমস্যা হয় না। কারণ আমি মনে
করি কাজের ক্ষেত্রে শিডিউল ফাঁসানো কোনো ভালো উদাহরণ হতে পারে না। তাই
আমার বিরুদ্ধে এ ধরনের কোনো অভিযোগ নেই।'
তবে মোবাইল কোম্পানির
বিজ্ঞাপনের শুটিং শেষ করেই 'পরবাসিনী' চলচ্চিত্রের গানের শুটিংয়ে যাবেন
মালয়েশিয়া। ইমনের সাথে তার একটি টাইটেল গানে সম্প্রতি কণ্ঠ দিয়েছেন তানভীর ও
এলিটা। এই ছবির শুটিংয়ের কাজে মালয়শিয়ার বিভিন্ন লোকেশনে যাবেন পুরো
ইউনিট। ছবির কাজ প্রসঙ্গে মেহজাবিন বলেন, 'আমি একসাথে অনেকগুলো কাজে
বিশ্বাসী নই। তাই আমি খুব সিরিয়াসলি 'পরবাসিনী'র কাজটি করছি। এ ছবিটি নিয়ে
এরই মধ্যে দর্শকদের ভেতর কৌতূহল তৈরি হয়েছে। পরিচালক স্বপন ভাইয়ের সাথেও
তাই প্রতিনিয়ত ছবিটি নিয়ে কথা হচ্ছে। আশা করি ছবিটি রিলিজ হলে দর্শকদের সেই
প্রত্যাশা ও প্রাপ্তির ভেতরে কোনো ধরনের ঘাটতি তৈরি হবে না।'