মোবাইল কোম্পানির সিরিজ বিজ্ঞাপনে টানা কয়েকদিন শুটিংয়ে ব্যস্ত আছেন। এ
কারণে অন্য সব শিডিউলই তাকে পেছাতে হয়েছে। মেহজাবিন বলেন, 'আমাকে খুব
স্বাভাবিকভাবেই সেল ফোনের বিজ্ঞাপনের শুটিংকেই সবচেয়ে আগে প্রাধ্যান্য
দিতে হয়। কারণ এর চুক্তির সময়ই এটা লেখা থাকে। তাই আমি সকল নির্মাতাকেও এটা
বলে রাখি। ফলে আমার সাথে কারও এই নিয়ে কোনো সমস্যা হয় না। কারণ আমি মনে
করি কাজের ক্ষেত্রে শিডিউল ফাঁসানো কোনো ভালো উদাহরণ হতে পারে না। তাই
আমার বিরুদ্ধে এ ধরনের কোনো অভিযোগ নেই।'
তবে মোবাইল কোম্পানির
বিজ্ঞাপনের শুটিং শেষ করেই 'পরবাসিনী' চলচ্চিত্রের গানের শুটিংয়ে যাবেন
মালয়েশিয়া। ইমনের সাথে তার একটি টাইটেল গানে সম্প্রতি কণ্ঠ দিয়েছেন তানভীর ও
এলিটা। এই ছবির শুটিংয়ের কাজে মালয়শিয়ার বিভিন্ন লোকেশনে যাবেন পুরো
ইউনিট। ছবির কাজ প্রসঙ্গে মেহজাবিন বলেন, 'আমি একসাথে অনেকগুলো কাজে
বিশ্বাসী নই। তাই আমি খুব সিরিয়াসলি 'পরবাসিনী'র কাজটি করছি। এ ছবিটি নিয়ে
এরই মধ্যে দর্শকদের ভেতর কৌতূহল তৈরি হয়েছে। পরিচালক স্বপন ভাইয়ের সাথেও
তাই প্রতিনিয়ত ছবিটি নিয়ে কথা হচ্ছে। আশা করি ছবিটি রিলিজ হলে দর্শকদের সেই
প্রত্যাশা ও প্রাপ্তির ভেতরে কোনো ধরনের ঘাটতি তৈরি হবে না।'


‘জয়ন্ত ভাই কি লাভ স্টোরি’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন নেহা শর্মা। এ
ছবিতে বিবেক ওবেরয়ের বিপরীতে বেশ ঘনিষ্ঠ দৃশ্যে ক্যামেরাবন্দি হয়েছেন এ
অভিনেত্রী। এই প্রথম ছবিতে নেহা ব্যাপক খোলামেলা হয়েই কাজ করেছেন। কুমার
তরুণী পরিচালিত এ ছবিতে অভিনয়ের মাধ্যমে বেশ আলোচিতও হচ্ছেন নেহা। তবে শুধু
আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকছেন না তিনি। ইতিমধ্যে বেশ কিছু ছবির প্রস্তাব
এসেছে তার কাছে। এ ছবিগুলোর মধ্যে সবক’টিতে কাজ না করলেও দুটি ছবিতে
চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এ দুটি ছবিতেই প্রধান নারী চরিত্রে দেখা যাবে
তাকে। প্রথম ছবি মুক্তির আগেই এতোটা ব্যস্ত নেহা হয়ে পড়বেন সেটা নিজেও
কল্পনা করেননি। এদিকে ছবি দুটির মধ্য থেকে একটির কাজ ইতিমধ্যে শুরু করেছেন
তিনি। এ ছবিটিও পরিচালনা করছেন কুমার তরুণী। ছবিতে এবার নেহাকে দেখা যাবে
অজয় দেবগানের বিপরীতে। গত সপ্তাহ থেকে এ ছবিটির শুটিং শুরু হয়েছে। এদিকে
‘জয়ন্ত ভাই কি লাভ স্টোরি’ ছবিতে রগরগে দৃশ্যে ক্যামেরাবন্দি হওয়ার পর এবার
এ ছবিতেও ব্যাপক খোলামেলা হয়ে পর্দায় আসছেন নেহা। অজয়ের সঙ্গে কিছু ঘনিষ্ঠ
দৃশ্যেও তাকে দেখা যাবে। এ ছবিটিতে একজন পতিতার চরিত্রে অভিনয় করছেন নেহা,
যে কিনা এক সময় অজয়ের প্রেমে পড়ে অন্ধকার জীবন থেকে বের হওয়ার স্বপ্ন
দেখে। দ্বিতীয় এ ছবিতে অজয়ের মতো সুঅভিনেতার সঙ্গে কাজ করছেন বলে বেশ
আনন্দিত নেহা। এ বিষয়ে তিনি বলেন, প্রথমত বলবো এই ছবির কাহিনী অনেক চমৎকার।
সে কারণেই মূলত কাজটি করা। আর কুমার তরুণীর হাত ধরেই আমার বলিউডে আসা। তাই
তার আরও একটি ছবিতে কাজ করছি বলে ভাল লাগছে। এখানে আমি পতিতার চরিত্রে কাজ
করছি। বেশ চ্যালেঞ্জিং একটি চরিত্র। আর ছবিতে অজয় দেবগানের মতো সুঅভিনেতা
বিপরীতে কাজ করছি, তার কাছ থেকে প্রতিনিয়তই শিখতে পারছি। তিনি অনেক
কো-অপারেটিভ। আশা করছি এ ছবিতে আমাদের জুটি দর্শকরা পছন্দ করবে।
