Sunday, April 14, 2013

‘লায়লা’ আইটেম গান নিয়ে সেন্সর বোর্ডের আপত্তি

শুটআউট অ্যাট ওয়াডালা’ ছবির ‘লায়লা’ আইটেম গানে অংশ নিয়েছেন ‘জিসম টু’ তারকা সানি লিওন। সম্প্রতি গানটির কথা এবং দৃশ্যায়ন নিয়ে আপত্তি তুলেছে ভারতের সেন্সর বোর্ড। এর পরিপ্রেক্ষিতে গানের কথায় কিছুটা পরিবর্তন এনে আবার এর দৃশ্য ধারণ করা হয়েছে।
এ প্রসঙ্গে ছবির পরিচালক সঞ্জয় গুপ্তর উদ্ধৃতি দিয়ে ‘হিন্দুস্তান টাইমস’ জানিয়েছে, গানটির কথায় পরিবর্তন আনা হয়েছে। এখন গানটি শুনতে বেখাপ্পা লাগলেও, সেন্সর বোর্ডের আপত্তির কারণে এ পরিবর্তন আনতে হয়েছে বলে দাবি করেছেন সঞ্জয়।
গানটির ভিডিওতে সানি লিওনের অশ্লীল পোশাক নিয়েও আপত্তি তোলা হয়েছে সেন্সর বোর্ডের পক্ষ থেকে। এ প্রসঙ্গে সঞ্জয়ের ভাষ্য, ‘সেন্সর বোর্ডের আপত্তির পর আবার নতুন করে গানটির শুটিং করা হয়েছে। এই নিয়ে মোট আটবার গানটির শুটিং করা হলো। আমি এর আগেও এ ধরনের গানের শুটিং করেছি। “কাঁটে” ছবির “মাহি ভে” কিংবা “মুসাফির” ছবির “ও সাকি সাকি” গানগুলোর দৃশ্যধারণ নিয়ে এত ঝামেলা পোহাতে হয়নি আমাকে।’

Saturday, April 6, 2013

শাহাদাতের নতুন ইনিংস

বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছিলেন গত পরশু। আজ শুক্রবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে বিবাহোত্তর সংবর্ধনাটাও হয়ে গেল ক্রিকেটার শাহাদাত হোসেনের।
জীবনের নতুন ইনিংসে ২৬ বছর বয়সী মিডিয়াম-ফাস্ট বোলার শাহাদাতের সঙ্গী জেসমিন জাহান নৃত্য। তিনি উচ্চমাধ্যমিকের ছাত্রী। ঢাকায় মালিবাগে বাসা, পড়াশোনাও করছেন ঢাকাতেই। জেসমিনের গ্রামের বাড়ি কুমিল্লায়, বাবা প্রকৌশলী। ২০০৫ সালের মে মাসে টেস্ট অভিষেক হয় শাহাদাতের। ওয়ানডে অভিষেক এক বছর পর। এ পর্যন্ত বাংলাদেশের হয়ে ৩৫টি টেস্টে অংশ নিয়েছেন তিনি। শিকার করেছেন ৭০ উইকেট। ৫১টি ওয়ানডেতে অংশ নিয়ে শাহাদাতের অর্জন ৪৭ উইকেট।
আজ জিম্বাবুয়ে সফরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। ঘোষিত দলে আছেন শাহাদাতও

Friday, April 5, 2013

ঠাণ্ডা যুদ্ধে ক্যাটরিনা-দীপিকা




ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ষষ্ঠ সিজনের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজক হওয়ার পরপরই শাহরুখ খান তাঁর দুই নায়িকা ক্যাটরিনা কাইফ ও দীপিকা পাড়ুকোনকে অনুষ্ঠানে অন্তর্ভুক্ত করেন। শাহরুখের প্রস্তাব দুজনের কেউই ফেলতে পারেননি। খবরটি মিডিয়ায় প্রকাশের সঙ্গে সঙ্গে এই দুই তারকার সমসাময়িক আরেক বলিউড নায়িকা কাছের বন্ধুদের বলেন, 'খুব মনোযোগ দিয়েছি উদ্বোধনী অনুষ্ঠান দেখার জন্য। না, শাহরুখের মনোমুঙ্কর অনুষ্ঠানের জন্য নয়, একই মঞ্চে রণবীর কাপুরের দুই সাবেক প্রেমিকা একে অন্যের সঙ্গে কেমন ব্যবহার করেন, তা দেখার জন্য।' আর এই নায়িকার কথাকে সত্য প্রমাণ করে মঞ্চে পাশাপাশি দাঁড়িয়েও একে অন্যের সঙ্গে একটি কথাও বলেননি ক্যাটস ও দীপস। এমনকি মঞ্চে একে অন্যের উপস্থিতি নিয়েও ছিলেন উদাসীন। তবে এ ক্ষেত্রে বুদ্ধিমানের পরিচয় দিয়েছেন শাহরুখ। হয়তো তিনিও এই স্নায়ুযুদ্ধ বুঝতে পেরেছিলেন, তাই প্রতিটা মুহূর্তেই তিনি দুই নায়িকার মাঝে দাঁড়িয়ে ছিলেন।

Tuesday, April 2, 2013

দেখা হলো পুরোনো প্রেমিকের সঙ্গে

বহু বছর পর এ কাকে দেখছেন। অনেকটা ভূত দেখার মতো চমকে ওঠেন মিথুন (ছদ্মনাম)। মনের মধ্যে অস্বস্তি, বউ না আবার টের পেয়ে যায়! পারিবারিক একটি বিয়েতে মিথুনের সঙ্গে দেখা হয় তাঁর একসময়ের প্রেমিকার। মিথুন বুঝতে পারেন না, আগ বাড়িয়ে কথা বলা ঠিক হবে কি না। পরিস্থিতিকে সহজ করতে সেই মেয়েটি নিজে এসে কথা বলেন মিথুন ও তাঁর বউ অরণির সঙ্গে। বিশ্ববিদ্যালয়ের সহপাঠী হিসেবেই নিজেকে পরিচয় দেন তিনি। এতে খানিকটা হাঁফ ছেড়ে বাঁচেন মিথুন।
তবে ঘটনার এখানেই শেষ নয়। বেশ কয়েক দিন পর অরণি আবিষ্কার করেন, বিয়েবাড়ির সেই মেয়েটি শুধু সহপাঠী নয়, মিথুনের একসময়ের প্রেমিকাও। পুরো বিষয়টিতে বেশ কষ্ট পান অরণি। মনে মনে ভাবেন, মিথ্যা বলার দরকার কী ছিল, মিথুন তো খোলাখুলি সত্যটাই বলতে পারত। কিন্তু মিথুন ভেবেছেন উল্টো। সত্যিটা জানলে অরণি নিশ্চয় কষ্ট পাবে।
দাম্পত্য জীবনে কখনো কখনো এই টানাপোড়েন তৈরি হয়। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হতে হয়। কিন্তু নিজেকে লুকিয়ে এই পরিস্থিতি মোকাবিলা করা যাবে না। জীবনের নানা বাঁকে বন্ধুত্ব, প্রেম হতেই পারে। এটিই স্বাভাবিক। সব প্রেম থেকেই যে বিয়ে হবে এমন নয়। কালের পরিক্রমায় একসময়ের প্রিয় মানুষটির সঙ্গে দেখা হতেই পারে। তখন কী করবেন আপনি।
বিশেষজ্ঞরা মনে করেন, পুরোনো প্রেমিক বা প্রেমিকার সঙ্গে দেখা হলে স্বামী বা স্ত্রীকে স্বাভাবিক থাকতে হবে। পরিস্থিতি সহজ করতে এর কোনো বিকল্প নেই। একসময়ের ভালোবাসার মানুষটির সঙ্গে দেখা হলে মনে আলোড়ন হতেই পারে। এই অনুভূতি অস্বীকার না করলেও তা নিয়ে উচ্ছ্বসিত হওয়া উচিত হবে না। এ ক্ষেত্রে সঙ্গীকেও অনেক উদারতার পরিচয় দিতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক মাহবুবা নাসরীন বলেন, সঙ্গীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হলে শুরুতেই সত্যি বলতে পারেন। তবে সঙ্গী যদি সন্দেহবাতিক হন বা উদার মানসিকতার না হন, তাহলে কোনো রোমান্টিক মুহূর্তে তাঁকে সবকিছু খুলে বলুন। কথা লুকিয়ে গেলেই সন্দেহ তৈরি হয়। সঙ্গীকে সেই সুযোগ দেবেন না। আবার সঙ্গীকেও বুঝতে হবে আপনার মনের অবস্থা। এটি নিয়ে দুশ্চিন্তার কিছু নেই।
যদি পুরোনো প্রেমিক বা প্রেমিকার সঙ্গে কোনো কারণে দেখা হয়ে যায়, তাহলে উভয় পক্ষই কী করতে পারে, সে বিষয়ে পরামর্শ দেওয়া হলো:
 স্বামী-স্ত্রীর পরস্পরের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও বিশ্বস্ততার সম্পর্ক থাকলে সরাসরি কথা বলতে হবে। হয়তো পারিবারিক বা আনুষ্ঠানিক উপলক্ষে কোথাও দেখা হয়ে গেল, তাহলে ঠিক সেই মুহূর্তে না বলে বাসায় ফিরে শান্তভাবে বলতে পারেন।
 হয়তো সঙ্গীর অবর্তমানে দেখা হলো। তবু বাসায় ফিরে বলা যেতে পারে। এতে সম্পর্কে স্বচ্ছতা থাকবে।
 সঙ্গীর পুরোনো প্রেমিক বা প্রেমিকার কথা জানার পর বা পরিচয়ের পর এটি নিয়ে বেশি না ভাবাই ভালো। এতে দাম্পত্যে দূরত্ব তৈরি হয়। বুঝতে হবে, একসময় হয়তো সঙ্গীর জীবনে তিনি ছিলেন। এখন তিনি অতীত। আপনিই বর্তমান। সব ভালোবাসা-শ্রদ্ধা আপনার জন্য। ফলে নেতিবাচক ভাবনা মনে স্থান না দেওয়াই ভালো।
 খেয়াল রাখতে হবে, পুরোনো সম্পর্ক যেন আবার নতুন রূপ না পায়। সঙ্গীর বিশ্বাস না ভাঙে।

Sunday, March 31, 2013

প্রিয়াংকার নতুন গানে পিটবুল!

বলিউডের অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া তাঁর দ্বিতীয় মিউজিক ভিডিওর শুটিংয়ের কাজে বর্তমানে যুক্তরাষ্ট্রের মায়ামিতে। জানা গেছে, ‘এগজোটিক’ শিরোনামের গানটিতে প্রিয়াংকার সঙ্গে কণ্ঠ দিচ্ছেন জনপ্রিয় মার্কিন র্যাপ সংগীতশিল্পী পিটবুল।
এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, প্রিয়াংকা এই মুহূর্তে গানটির নিজের অংশের রেকর্ডিং করছেন। পাশাপাশি চলছে মিউজিক ভিডিওর মহড়া। শিগগিরই তাঁর সঙ্গে যোগ দেবেন পিটবুল। পুরো গানের রেকর্ডিং শেষে মিউজিক ভিডিওর দৃশ্য ধারণের কাজ শুরু হবে।
প্রিয়াংকা চোপড়া ২০০০ সালে বিশ্ব সুন্দরী খেতাব পাওয়ার পর বলিউডের একজন সফল অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। গায়িকা ও গীতিকার হিসেবেও আত্মপ্রকাশ করেছেন।
২০১১ সালে যুক্তরাষ্ট্রের সর্ববৃহত্ মিউজিক কোম্পানি ইউনিভার্সেল মিউজিক গ্রুপের সঙ্গে প্রথম আন্তর্জাতিক অডিও অ্যালবাম প্রকাশের জন্য চুক্তিবদ্ধ হন প্রিয়াংকা চোপড়া। তাঁর প্রথম মিউজিক ভিডিও ‘ইন মাই সিটি’ প্রকাশিত হয়েছিল গত বছরের ২৯ জানুয়ারি।

CLICK THIS PIC :

সালমানের সঙ্গে অভিনয়ে আগ্রহী আমির

বলিউডের অন্যতম প্রভাবশালী দুই তারকা সালমান খান এবং আমির খান অভিনীত চলচ্চিত্র ‘আন্দাজ আপনা আপনা’ মুক্তি পেয়েছিল ১৯ বছর আগে। সম্প্রতি আবারও সালমান খানের সঙ্গে এক ছবিতে অভিনয়ের আগ্রহ প্রকাশ করলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’খ্যাত আমির। তবে পূর্বশর্ত হিসেবে তিনি উল্লেখ করেছেন পছন্দসই চিত্রনাট্যের কথা।
এ প্রসঙ্গে আমিরের ভাষ্য, ‘সালমানের সঙ্গে আন্দাজ আপনা আপনা ছবিতে অভিনয় করেছিলাম। এটি আমার অন্যতম পছন্দের একটি ছবি। আবারও একসঙ্গে ছবিতে কাজ করতে পারলে আমার অনেক ভালো লাগবে। সালমান সহ-অভিনেতা হিসেবে চমত্কার। পছন্দসই চিত্রনাট্য আমাদের হাতে এলে সানন্দে অভিনয় করতে রাজি হয়ে যাব।’
আমির আরও বলেন, ‘আমি পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী ছবি নির্বাচন করি না। আগে ভালোভাবে চিত্রনাট্য পড়ে দেখি। চিত্রনাট্যে মজার কিছু খুঁজে পেলে হ্যাঁ বলি।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ।
বলিউডে ‘মিস্টার পারফেকশনিস্ট’ তকমা পেলেও নিজেকে নিখুঁত মনে করেন না বলেই জানিয়েছেন আমির। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি মনে করি, চলচ্চিত্রের মতো সৃষ্টিশীল শিল্প মাধ্যমে নিখুঁত হওয়ার কোনো সুযোগ নেই।’
আমির আরও বলেন, ‘প্রতিটি শিল্পী ভিন্নভিন্নভাবে নিজেদেরকে প্রকাশ করেন। অভিনয়ের প্রতি তীব্র ভালোবাসা থেকেই আমি কাজ করি। কাজের মধ্যে আনন্দ খুঁজে পাই। নিজেকে পুরোপুরি কাজে সঁপে দিয়ে নিখুঁত হওয়ার চেষ্টা করি মাত্র। ভালো কাজের মধ্য দিয়ে নিজেকেই বিস্মিত করে দিতে চাই। ছবির ব্যবসায়িক সাফল্য নিয়ে মোটেও মাথা ঘামাই না আমি।’
CLICK THIS PIC :

আনুশকার ‘না’


সমপ্রতি একটি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন আনুশকা শর্মা। এ ছবিটি পরিচালনা করছেন প্রিয়দর্শন। এ পরিচালকের সঙ্গে প্রথমবারের মতো কাজ করছেন আনুশকা। ছবিতে তাকে দেখা যাবে তুষার কাপুরের বিপরীতে। ছবির একটি স্থানে চুমোদৃশ্যের পরিকল্পনা করেছিলেন প্রিয়দর্শন। কিন্তু এ দৃশ্যটি আনুশকা করতে পারবেন না বলে সমপ্রতি সাফ জানিয়ে দিয়েছেন। ধারণা করা হচ্ছে তুষার কাপুর হওয়ায় চুমোদৃশ্যটি করতে চাচ্ছেন না তিনি। তবে প্রথমবারের মতো এ নায়িকা চুমোদৃশ্য করতে রাজি না হওয়ায় অবাকই হয়েছেন বলিউড সংশ্লিষ্টরা। আনুশকার মুখে ‘না’ শোনার পরও তাকে বেশ কয়েকবার বিষয়টি নিয়ে আরও একবার ভাবার পরামর্শ দিয়েছিলেন প্রিয়দর্শন। কিন্তু কোনভাবেই এই চুমোদৃশ্যটি করতে রাজি করানো যায়নি আনুশকাকে। তাই বাধ্য হয়েই পরিচালক চুমোদৃশ্যটি ছবি থেকে বাদ দিয়েছেন। এ ছবিটির শুটিং শুরু হতে যাচ্ছে এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে। তবে আনুশকার এমন সিদ্ধান্তের বিপরীতে এখন পর্যন্ত তুষার কাপুরের মন্তব্য শোনা যায়নি। এ বিষয়ে মিডিয়াকে আনুশকা জানিয়েছেন, আসলে সব সময় যে সব ধরনের দৃশ্য করতে হবে তেমন কোন কথা নেই। আমার মনে হয়েছে এই চুমোদৃশ্যটি ছবিতে আমার চরিত্রটির সঙ্গে যাচ্ছে না। তাই আমি এটি করবো না বলে জানিয়েছি। এ নিয়ে আসলে আলোচনার কিছু নেই। আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন।
CLICK THIS PIC :